ভারত 'তোড়ো' যাত্রায় রাহুল গান্ধী! ধর্ম যাজকের মন্তব্য নিয়ে কংগ্রেস নেতাকে নিশানা বিজেপির

তামিলনাড়ু থেকে ভারত জোড়ো যাত্রা (Bharat Jodo Yatra) শুরু করেছিলেন রাহুল গান্ধী (Rahul Gandhi) । মধ্যে তিনি দেখা করেছিলেন ধর্ম যাজকজর্জ পোনাইয়ারের সঙ্গে। যা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছিল বিজেপি। কেননা ইনিই সেই বিতর্কিত ব্যক্তি যিনি, যিশুকে প্রকৃত ঈশ্বর বলে মন্তব্য করেছিলেন।

বিজেপির নিশানায় রাহুল

টুইটারে রাহুল গান্ধী এবং জর্জ পোনাইয়ারের একটি ভিডিও শেয়ার করে বিজেপি মুখপাত্র শেহজাদ পুনাওয়ালা কংগ্রেসের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানিয়েছেন। তিনি বলেছেন, জর্জ পোনাইয়া কংগ্রেসের ভারত জোড়ো যাত্রার সময় রাহুল গান্ধীর সঙ্গে দেখা করেছিলেন। তিনি বলেছিলেন যিশুই একমাক্র ঈশ্বর। তিনি আরও বলেছেন এই লোকটিকেই আগে বিন্দু বিদ্বেষের কারণে গ্রেফতার করা হয়েছিল। ওই ব্যক্তি আরও বলেছিলেন, ভারত মাতার অশুদ্ধতা যেন তাকে দূষিত করতে না পারে, তার জন্যই তিনি জুতো পরেন।

অমিত মালব্যের কটাক্ষ

অন্যদিকে বিজেপি আইটি সেলের ইনচার্জ অমিত মালব্য রাহুল গান্ধীর পোনাই.ার সঙ্গে সাক্ষাতকে নিন্দা করেছেন। তিনি কংগ্রেসের ভারত জোড়ো যাত্রাকে কটাক্ষও করেছেন।

বিজেপিকে জবাব কংগ্রেসের

বিষয়টি নিয়ে বিজেপিকে পাল্টা আক্রমণ করেছে কংগ্রেস। ভিডিও-র অডিওটি তৈরি করা বলে দাবি করেছেন কংগ্রেস সাংসদ জয়রাম রমেশ। কংগ্রেসের ভারত জোড়ো যাত্রার সফলতা দেখে বিজেপি মরিয়া হয়ে উঠেছে বলে মন্তব্য করেছেন তিনি। ভারত জোড়ো যাত্রার সঙঅগে ধর্ম যাজকের ওই মন্তব্যের কোনও সম্পর্ক নেই বলেও দাবি করেছেন তিনি।

জর্জ পোনাইয়ার পরিচিতি

জর্জ পোনাইয়া রোমান ক্যাথলিক ধর্ম যাজক। ২০২১-এ হিন্দু ধর্ম নিয়ে অসহনশীল মন্তব্য করায় তাঁকে গ্রেফতার করা হয়েছিল। ২০২১-এর ১৮ জুলাই তিনি বিতর্কিত মন্তব্যটি করেছিলেন। বিতর্কিত মন্তব্যে তিনি আরও বলেছিলেন, খ্রিস্টান ও মুসলিমদের ভোটারদের জন্য তামিলনাড়ুতে জিতেছে ডিএমকে। এছাড়াও তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের তীব্র সমালোচনা করেছিলেন।

বাংলার উপকূলের দিকে নিম্নচাপ! ঝোড়ো হাওয়ার সঙ্গে ভারী-অতিভারী বৃষ্টির সম্ভাবনায় আবহাওয়া দফতরের কমলা সতর্কতাবাংলার উপকূলের দিকে নিম্নচাপ! ঝোড়ো হাওয়ার সঙ্গে ভারী-অতিভারী বৃষ্টির সম্ভাবনায় আবহাওয়া দফতরের কমলা সতর্কতা

More BJP News  

Read more about:
English summary
BJP targets Rahul Gandhi and Congress over priest George Ponnaiah's comments during Bharat Jodo Yatra