অনলাইন-দূরবর্তী শিক্ষার প্রসার ঘটাতে কমিটি গঠন! বড় সিদ্ধান্তের কথা জানিয়ে বিজ্ঞপ্তি UGC-র

বহু ছাত্রছাত্রী সময়ের অভাবে নিয়মিত প্রতিষ্ঠানগুলিতে (regular institution) ভর্তি হয়ে শিক্ষা গ্রহণ করতে পারেন না। তাদের জন্য আগে থেকেই অনলাইন কিংবা দূরবর্তী শিক্ষার ব্যবস্থা রয়েছে। কিন্তু তা নিয়ে প্রশ্ন ছিল বিভিন্ন মহলে। নানা বাধার মুখেও পড়তে হয়েছে তাঁদের। সেই পরিস্থিতি এবার ইউজিসির তরফে বিজ্ঞপ্তি দিয়ে স্পষ্ট করে জানানো হয়েছে, অনলাইন কিংবা ওপেন অ্যান্ড ডিসন্ট্যান্স লার্নিং (online ir open and distance learning) -এর মাধ্যমে পাওয়া ডিগ্রি ও ডিপ্লোমা নিয়মিত প্রতিষ্ঠানগুলি থেকে প্রাপ্ত ডিগ্রি ও ডিপ্লোমার (Degree and Diplama) মতো বিবেচনা করা হবে।

২০২০ সালের রেগুলেশন

কমিশনের তরফে এব্যাপারে ২০২০ সালের ওপেন অ্যান্ড ডিসন্ট্যান্স, লার্নিং প্রোগ্রাম অ্যান্ড অনলাইন প্রোগ্রাম রেগুলেশনের কথাও তুলে ধরেছে। যেখানে দুই মাধ্যমে অর্জিত যোগ্যতা সমতা দেওয়া হয়েছে।

২০১৪ সালের বিজ্ঞপ্তি কথা উল্লেখ

ইউজিসির তরফে ২০১৪ সালে তাদের দেওয়া বিজ্ঞপ্তির কথা উল্লেখ করা হয়েছে। ইউজিসি বলেছে,ওপেন এবং দূরবর্তী মাধ্যম হলেও স্নাতক এবং স্নাতককোত্তর স্তরে ডিগ্রিগুলি স্পেসিফিকেশন অফ ডিগ্রি এবং উচ্চ শিক্ষা প্রতিষ্ঠান দ্বারা স্বীকৃত। ওই বিজ্ঞপ্তির অধীনে স্নাতক এবং স্নাতকোত্তর স্তরে ওপেন এবং দূরবর্তী মাধ্যমে প্রাপ্ত ডিগ্রি ও ডিপ্লোমাগুলি প্রচলিত পদ্ধতির সমতুল্য বলেও বিবেচনা করা হবে।

সবার মতামত চেয়েছিল ইউজিসি

ইউজিসির তরফে সাধারণ জনগণ, শিক্ষার্থী, শিক্ষাবিদদের মতামত চেয়েছিল। পাশাপাশি অনলাইন এবং দূরবর্তী শিক্ষাসূচির কাঠামোর নিশ্চয়তা দেওয়ারও উদ্যোগ নিয়েছিল। এছাড়াও খসড়া সংশোধনীর জন্য ন্যাক এবং এনআইআরএফ-এর অ্যাসেসমেন্ট রেটিং আরও তিন বছরের জন্য বাড়িয়েছিল। যা ২০২০-২১ পর্যন্ত বৈধ ছিল। খসড়া অনুযায়ী এবার তা ২০২৩-২৪ অর্থবর্ষ পর্যন্ত রেটিং করবে।

বিশেষজ্ঞ কমিটি গঠন

ইউজিসির নোটিশে বলা হয়েছে, ২০২৫ সালের মধ্যে গ্রস এনরোলমেন্ট রেশিও ৫০ শতাংশ রাকার জন্য জাতীয় শিক্ষা নীতির সুপারিশকে সামনে রেখে অনলাইন এবং দূরবর্তী শিক্ষাকে আরও প্রসারিত করতে একটি বিশেষজ্ঞ কমিটি গঠন করেছে। এই কমিটি গুণমান নিশ্চিত করার পাশাপাশি প্রক্রিয়াকে আরও সরল করতে কাজ করছে বলে জানা গিয়েছে।

উৎসবের মরসুমের কেনাকাটায় সামাল দিতে চেষ্টা! ১৬ হাজারের বেশি লোক নিয়োগ করতে চলেছে Myntraউৎসবের মরসুমের কেনাকাটায় সামাল দিতে চেষ্টা! ১৬ হাজারের বেশি লোক নিয়োগ করতে চলেছে Myntra

More ONLINE News  

Read more about:
English summary
UGC says, degrees from online and distance learning institutions will be treated as like regular institions.