উত্তরবঙ্গে আপাতত ভারী বৃষ্টি নয়
এদিন সকালে আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী ৪৮ ঘন্টা অর্থাৎ ১২ সেপ্টেম্বর সোমবার সকালের মধ্যে উত্তরবঙ্গের কোথাও ভারী বৃষ্টির কোনও পূর্বাভাস নেই। তবে সবকটি জেলাতেই কোথাও না কোথাও হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। ১২ সেপ্টেম্বর সোমবার নাগাদ উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদহ জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। আপাতত উত্তরবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রার পরিবর্তনের কোনও সম্ভাবনাই নেই।
দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস
এদিন সকালে দেওয়া আবহাওয়া দফতরের পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ২৪ ঘন্টা অর্থাৎ ১১ সেপ্টেম্বর রবিবার সকালের মধ্যে দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুরে ভারী বৃষ্টি হতে পারে। পরবর্তী ২৪ ঘন্টা অর্থাৎ ১২ সেপ্টেম্বর সোমবার সকালের মধ্যে উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, হুগলি, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পূর্ব বর্ধমান এবং নদিয়ার কোনও কোনও জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সোমবার দক্ষিণবঙ্গের সর্বত্রই ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। আপাতত দক্ষিণবঙ্গের কোথাও তাপমাত্রার পরিবর্তনের কোনও সম্ভাবনা নেই।
কেমন থাকতে চলেছে কলকাতার আবহাওয়া
এদিন সকালে দেওয়া আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, পরবর্তী ২৪ ঘন্টায় কলকাতা ও আশপাশের এলাকায় আকাশ মেঘলা থাকার সম্ভাবনা। সঙ্গে কোনও কোনও জায়গায় দু-এক পশলা বৃষ্টি কিংবা বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ৩৩ ও ২৭ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৮.৪ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি বেশি। আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ ৯০ শতাংশ।
মৌসুমী অক্ষরেখা ও ঘূর্ণাবর্ত
আবহওয়া দফতর জানিয়েছে, মৌসুমী অক্ষরেখা স্বাভাবিক অবস্থানের দক্ষিণে অবস্থান করছে। যা আগামী ৪-৫ দিন ওই অবস্থানে থাকবে বলেই পূর্বাভাস। অন্যদিকে নিম্নচাপটি পশ্চিম মধ্য এবং সংলগ্ন দক্ষিণে ওড়িশা এবং উত্তরে অন্ধ্র উপকূলের কাছে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে অবস্থান করছে। যা আরও সক্রিয় হয়ে উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হবে।
উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)
ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা
আসানসোল (২৬.৯)
বহরমপুর (২৭.৬)
বাঁকুড়া (২৫.১)
বর্ধমান (২৫.২)
কোচবিহার (২৭)
দার্জিলিং ( ১৬.২)
দিঘা (২৭.৭)
কলকাতা (২৬.৬)
দমদম (২৮.২)
কৃষ্ণনগর (২৭.৮)
মালদহ (২৬.৭)
মেদিনীপুর (২৫.৭)
শিলিগুড়ি (২৮.২)
শ্রীনিকেতন (২৬.৫)