'আমি তা হলে বাইরে বসে যাই?' কোহলির ওপেন করা নিয়ে সাংবাদিকের প্রশ্নের জবাবে গর্জে উঠলেন রাহুল

দীর্ঘ প্রতিক্ষার অবসান ঘটিয়ে প্রায় তিন বছর পর শতরান পেয়েছেন বিরাট কোহলি। আফগানিস্তানে বিরুদ্ধে পুরনো বিরাটকে খুঁজে পেয়েছেন তাঁর অগুণিত অনুরাগী। ৬১ বলে ১২২ রানে দুর্দান্ত ইনিংস দুবাইয়ের মাঠে বিরাট সাজিয়েছিলেন ১২টি চার এবং ৬টি ছয় দিয়ে। রোহিত শর্মা বিশ্রাম নেওয়ায় এই ম্যাচের অধিনায়ক কে এল রাহুলের সঙ্গে ওপেন করতে নামেন বিরাট কোহলি। প্রথম উইকেটে ১১৯ রানের পার্টনারশিপ তৈরি করে এই দুই ব্যাটার। যার মধ্যে রাহুলের অবদান ছিল ৬২ রান।

সাংবাদিকের প্রশ্নের জবাবে গর্বে উঠলেন রাহুল:

ম্যাচের শেষে সাংবাদিক রাহুলের উদ্দেশ্যে প্রশ্ন ছুঁড়ে দেন, 'আফগানিস্তানের বিরুদ্ধে বিরাট কোহলির পারফরম্যান্স দেখার পর এবং আইপিএল-এ রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের হয়ে তাঁর পারফরম্যান্সের পর বিরাটকে কী ওপেনার হিসেবে দেখা যেতে পারে ভবিষ্যতে?' আইপিএল-এ কোহলির পাঁচটি শতরান রয়েছে এবং এর প্রতিটাই এসেছে যখন তিনি ওপেন করতে নেমেছেন। ওই সাংবাদিকের প্রশ্নের জবাবে সরাসি রাহুল তাঁকে জিজ্ঞাসা করেন, "তো কয়া ম্যায় খুদ ব্যাঠ জাউ? (তা হলে? আমি নিজে বাইরে বসে যাই?)।" তাঁর আরও সংযোজন, "অবশ্যই বিরাটের রানে ফেরা দলের জন্য ভাল বিষয় এবং যে ভাবে আফগানিস্তানের বিরুদ্ধে আজ ও খেলেছে তাতে আমি জানি অত্যন্ত খুশি আজ ও। নিজের খেলার উপর ও পরিশ্রম করেছে এবং তার ফল পাচ্ছে। এটা জরুরি ক্রিজে যাতে প্রতিটা প্লেয়ার পর্যাপ্ত সময় পায়।"

তিন নম্বরে ব্যাটিং করলেও রান পাবে বিরাট:

কে এল রাহুল বলেছেন, "আপনারা প্রত্যেকেই বিরাট কোহলিকে দেখছেন দীর্ঘ সময় ধরে। এটা নয় যে শুধু ওপেনিং করতে নামলেও ও শতরান পাবে। ও যদি তিন নম্বরেও ব্যাটিং করে তখনও শতরান পেতে পারে। পুরোটাই এক জন ক্রিকেটারের কী ভূমিকা তার উপর নির্ভর করে। বিরাটের আজ যা দায়িত্ব ছিল তা ভাল ভাবে ও পালন করেছে। এর পর যে সিরিজ আমরা খেলবো সেখানে ওর দায়িত্ব অন্য হবে।"

তিন সংখ্যার রানে পৌঁছনোর জন্য মুখিয়ে ছিল বিরাট:

ভারতীয় দলের সহ অধিনায়কের কথায়, "বিরাটের সেলিব্রেশনে ছিল স্বস্তির ছাপ। বিগত ২-৩ বছরে ওর মাইন্ডসেট, ওয়ার্ক এথিক্স এবং শরীরী ভাষায় কোনও পরিবর্তন ছিল না। ওর মধ্যে সব সময়ে তিন অঙ্কের রানে পৌঁছনোর বাসনা ছিল। আমরা নিজেরাও ওই তিন সংখ্যার জন্য মুখিয়ে থাকি। আমরা মনে করি কেউ যদি ওই তিন অঙ্কের সংখ্যায় পৌঁছয় তা হলে শুধু সেই ফর্মে রয়েছে। গত ২-৩ বছর ধরে ও দুর্দান্ত অবদান রেখেছে। সেরাটা বের করে আনার জন্য এক জন খেলোয়াড় হিসেবে আপনি সব সময়ই নিজেকে চ্যালেঞ্জ করতে চান। বরাবরই ওই রকম এক জন খেলোয়াড় ও (বিরাট)। এই সময়েও নিজেরে খেলাকে উন্নত করার প্রচেষ্টা চালিয়ে গিয়েছে ও। এটা আমাদের সকলের জন্য একটা বড় শিক্ষা।"

বিরাটের শতরান দেখে কেউ অবাক হয়নি:

সাংবাদিক সম্মেলনে রাহুল বলেছেন, "আজ আমরা কেউই অবাক হইনি ওর শতরান দেখে। আমি নিশ্চিত এটা আরও বেশি আত্মবিশ্বাস দেবে ওকে। এই শতরানকে অবশ্যই ও উপভোগ করবে এবং গোটা দলকেও এটি আত্মবিশ্বাস জোগাবে।"

More ASIA CUP News  

Read more about:
English summary
KL Rahul respond hard to a reporter when asked if Virat Kohli Should Open after brilliant century against Afghanistan in Asia Cup 2022.
Story first published: Friday, September 9, 2022, 12:23 [IST]