টি-২০ বিশ্বকাপের জন্য পাকিস্তানের মেন্টর পদে ম্যাথু হেডেন:
অস্ট্রেলিয়ায় আয়োজিত হতে চলা আইসিসি টি-২০ বিশ্বকাপের জন্য ম্যাথু হেডেন'কে মেন্টর হিসেবে নিযুক্ত কর পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। অস্ট্রেলিয়া ক্রিকেটের অন্যতম কিংবদন্তি আত্মবিশ্বাসী এই শক্তিশালী পাকিস্তান দলের ক্ষমতা রয়েছে আগামী মাস থেকে শুরু হতে চলা এই মেগা টুর্নামেন্টে সাফল্য পাওয়ার।
২০২১ টি-২০ বিশ্বকাপের আগে পাকিস্তানের মেন্টরের ভূমিকায় ছিলেন হেডেন:
এ বার প্রথম নয়, এর আগেও পাকিস্তান দলের মেন্টরের ভূমিকা পালন করেছেন ম্যাথু হেডেন। ২০২১ সালে সংযুক্ত আরব আমিরশাহীতে আয়োজিত টি-২০ বিশ্বকাপে পাকিস্তান দলের মেন্টরের ভূমিকায় ছিলেন হেডেন। কিন্তু ওই সংস্করণে সেমিফাইনাল পর্যন্তই যেতে পেরেছিল পাকিস্তান। হেডেনের নিজের দেশ অস্ট্রেলিয়া শেষ চারের ম্যাচে পরাজিত করেছিল পাকিস্তানকে।
অক্টোবরে ব্রিসবেনে দলের সঙ্গে যোগ দেবেন অজি তারকা:
পিসিবির পক্ষ থেকে জানানো হয়েছে ১৫ অক্টোবর ব্রিসবেনে পাকিস্তান দলের সঙ্গে যোগ দেবেন ম্যাথু হেডেন। ওই দিনই নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চ থেকে ত্রি-দেশীয় সিরিজ খেলে অস্ট্রেলিয়ায় আসবে পাকিস্তান। এই ত্রি-দেশীয় সিরিজে পাকিস্তান এবং নিউজিল্যান্ড ছাড়াও খেলবে পাকিস্তান। পিসিবি চেয়ারম্যান রামিজ রাজা বলেছেন, "পাকিস্তানের রঙে আমি স্বাগত জানাই ম্যাথু হেডেনকে। নিজের সঙ্গে অস্ট্রেলিয়ার কন্ডিশন সম্পর্কে বিরাট অভিজ্ঞতা তাঁর রয়েছে। আমি নিশ্চিত তাঁর অন্তর্ভুক্তি আমাদের যোগ্যতা সমপন্ন ক্রিকেটারদের আরও সাহায্য করবে বিশ্বকাপে এবং তার পরবর্তী ট্যুরগুলিতে।"
পাকিস্তানের সঙ্গে যুক্ত হতে পেরে গর্বিত হেডেন:
পাকিস্তান দলের সঙ্গে আবার কাজ করার সুযোগ পেয়ে নিজের উচ্ছ্বাস প্রকাশ করেছেন ম্যাথু হেডেন। তিনি বলেছেন, "পাকিস্তান দলের সঙ্গে আবার একত্রিত হওয়ায় সুযোগ পেয়ে আমি উচ্ছ্বসিত। ওয়ান নেশন ওয়ান প্যাশান-এর অনভূতি নিতে মুখিয়ে রয়েছি। আমি দেখতে পাচ্ছি কী ভাবে পাকিস্তান দল পারফর্ম করছে এসিসি টি-২০ এশিয়া কাপে এবং রবিবার ভারতের বিরুদ্ধে পাওয়া জয়টা অসাধারণ।"