রাজধানী দিল্লিতে সাত সকালে বিপত্তি। ধসে পড়ল বাড়ি। দিল্লির আজাদ নগর মার্কেটে ঘটেছে এই ঘটনা।
কমপক্ষে চারজন ধ্বংসস্তূপের মধ্যে আটকে রয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে। আহত হয়েছেন ৪ জন। তাঁদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাস্থলে উদ্ধারকাজ শুরু করেছে দমকল।
দিল্লির আজাদনগর মার্কেটে ধসে পড়ে একটি বাড়ি। চারতলা বাড়িতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ে। তখন ভালকরে কেউ ঘুম েথকে ওঠেননি। বাড়ির বাসিন্দারা অনেকেই তখন বাড়ির ভেতরে ছিলেন। ঘুম থেকে না ওঠায় তাঁরা কিছু বুঝে ওঠার আগে ছাদ ভেঙে পড়ে গায়ের উপরে। আচমকা এই ঘটনায় চমকে গিয়েছেন এলাকার বাসিন্দরাও। তাঁরা দ্রুত পরিস্থিতি সামাল দিতে দমকলে খবর দেন। ঘিঞ্জি এলাকা হওয়ায় দমকল প্রথমে ভাল করে কাজ করতে পারছিল না। উদ্ধাপ কাজে হাত লাগান স্থানীয়রাও।
এখনও পর্যন্ত ৪ জনকে উদ্ধার করা হয়েছে। আশঙ্কা করা হচ্ছে ধ্বংসস্তূপের মধ্যে এখনও আটকে রয়েছেন চার থেকে পাঁচ জন। তাঁরা কী অবস্থায় রয়েছেন সেটা বুঝে উঠতে পারছেন না কউ। সকারণে দ্রুত ধ্বংসস্তূপ সরানোর চেষ্টা করা হচ্ছে। ডিসিপি নর্থ ডিস্ট্রিক্স সাগর সিং কালসি জািনয়েছেন পুলিশ এবং দমকল একযোগে কাজ করছে সেখানে। তবে এখনো মারা যাওয়ার কোনও খবর মেলেনি। পুলিশ এবং দমকল তৎপরতার সঙ্গে কাজ করছে বলে জানিয়েছেন তাঁরা।