|
পাকামোতেই বিপত্তি
একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমে দাবি করা হয়েছে, দুবাইয়ে যে টিম হোটেলে ভারতীয় দল ছিল ছুটির দিনে সেখানকার ব্যাকওয়াটার ফেসিলিটিতে অ্যাডভেঞ্চার ট্রেনিং করতে গিয়েই যাবতীয় বিপত্তি। গ্রুপ পর্বের দুটি ম্যাচেই খেলেছিলেন জাদেজা। হংকং ম্যাচেও খেলেন। সুপার ফোরে ভারত-পাকিস্তান ম্যাচের আগে ভারতীয় দল স্কি-বোর্ড ও বিচ ভলিবল খেলছে এমন ভিডিও শেয়ার করে বিসিসিআই। সেই সময়ই চোট পান জাদেজা। এরপর সোজা তিনি মুম্বই চলে আসেন। সেখানে বিসিসিআইয়ের পরামর্শদাতা ও সিনিয়র শল্য চিকিৎসক ডা. দিনশ পারদিওয়ালার তত্ত্বাবধানে হয় জাদেজার অস্ত্রোপচার।
পা পিছলে ছিটকে যাওয়া
যেটা ভারতীয় দলের কাছে ছিল ফান অ্যাক্টিভিটি, সেটাই জাদেজাকে ছিটকে দিল টি ২০ বিশ্বকাপ থেকে। এখানেই প্রশ্ন আসছে, এশিয়া কাপের মতো টুর্নামেন্ট চলাকালীন এই স্কি-বোর্ড ট্রেনিং কি ভারতীয় দলের অনুশীলন পদ্ধতির অঙ্গ ছিল? উত্তর হচ্ছে, না। ভারতীয় দলের ট্রেনিং ম্যানুয়্যালে এই স্কি-বোর্ড ট্রেনিংয়ের কোনও উল্লেখই ছিল না। ভারসাম্য রাখতে না পেরে জাদেজা পিছলে যান। তখনই তাঁর হাঁটুতে চোট লাগে। ফলে বোঝাই যাচ্ছে, এই ধরনের ট্রেনিংয়ের ব্যবস্থা না হলে বিপত্তি এড়ানো যেত। আবার এটাও বাঁচোয়া, জাদেজারই চোট লেগেছে। বাকিদের ক্ষেত্রে এমন বিপত্তি হলে সমস্যা আরও বেড়ে যেত।
অসন্তোষ বিসিসিআইয়ে
ওই সংবাদমাধ্যমের দাবি, জাদেজার ক্ষেত্রে যেটি ঘটেছে তাতে বিসিসিআইয়ের অন্দরমহলে অসন্তোষ রয়েছে প্রবলভাবেই। এ ব্যাপারে জবাবদিহিও তলব করা হতেই পারে। এ ব্যাপারে হেড কোচ রাহুল দ্রাবিড়ের মতামতও গুরুত্বপূর্ণ হতে পারে। দ্রাবিড় থেকে শুরু করে ভারতীয় শিবিরের সকলেই, এমনকী বিসিসিআই বা নির্বাচকরা কেউই জাদেজার চোট ঠিক কীভাবে লেগেছে তা স্পষ্ট করেননি। ধোঁয়াশা এখনও না কাটায় নানা জল্পনাও চলছে।
জাদেজাকে ছাড়াই বিশ্বকাপে
পাকিস্তানের বিরুদ্ধে প্রথম ম্যাচ জেতানোর পিছনে বড় অবদান রেখেছিলেন রবীন্দ্র জাদেজা। ২৯ বলে ৩৫ রানের ইনিংস খেলেছিলেন চারে ব্যাট করতে নেমে। হার্দিক পাণ্ডিয়ার সঙ্গে গড়েন গুরুত্বপূর্ণ পার্টনারশিপ। হংকংয়ের বিরুদ্ধে ব্যাট করতে নামতে হয়নি। চার ওভারে ১৫ রান খরচ করে একটি উইকেট নেন। পাকিস্তান ম্যাচে ২ ওভার হাত ঘুরিয়েছিলেন জাদেজা। কিন্তু হংকং ম্যাচের পরই তাঁর চোটের বিষয়টি সামনে আসে। ফলে সুপার ফোরে একটি ম্যাচেও খেলতে পারেননি। সুপার ফোরে ভারত পাকিস্তানের কাছে পাঁচ উইকেটে পরাস্ত হয়। সম্প্রতি জাদেজা অস্ত্রোপচারের পর নিজের ছবি পোস্ট করে দ্রুত মাঠে ফেরার প্রত্যয় দেখালেও, টি ২০ বিশ্বকাপে তাঁকে ছাড়াই যে ভারতকে যেতে হবে সেটা পরিষ্কার।