গান্ধীজির উপহার দেওয়া রুমাল দেখিয়েছিলেন রানি! আবেগে ভাসলেন মোদী

প্রয়াত Queen Elizabeth। ৯৬ বছর বয়সে Scotland-এর Balmoral Castle-এ প্রয়াত রানি। আর এই খবর সামনে আসতেই শোকের ছায়া গোটা বিশ্বে। শুধু তাই নয়, রানির প্রয়াণে শেষ একটি বড় অধ্যায়। ইতিমধ্যে Queen Elizabeth-এর প্রয়ানে শোক প্রস্তাব জানাচ্ছেন একাধিক বিশ্বনেতা। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে শোকপ্রকাশ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পাশাপাশি একটি আবেগঘন গল্পও শেয়ার করেছেন তিনি। মোদী জানিয়েছেন, সাক্ষাতের সময় রানী তাকে তাঁর বিবাহের সময়ে মহাত্মা গান্ধীর উপহার হিসাবে দেওয়া একটি রুমাল দেখিয়েছিলেন।

একজন stalwart হিসেবে স্মরণ করা হবে

টুইট করে প্রধানমন্ত্রী মোদী বলছেন, "রাণী দ্বিতীয় এলিজাবেথকে আমাদের সময়ের একজন stalwart হিসেবে স্মরণ করা হবে। তিনি তার জাতি ও জনগণকে অনুপ্রেরণা দিয়েছেন। শুধু তাই নয়, রানি তাঁর দীর্ঘ জীবনে গরিমা এবং শালীনতার পরিচয় দিয়েছেন বলেও এদিন উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাঁর মৃত্যুতে আমি ব্যথিত। এই শোকের সময়ে আমার চিন্তা তার পরিবার এবং ব্রিটেনের জনগণের সঙ্গে রয়েছেন বলেও এদিন উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী।

উষ্ণতা এবং উদারতা কখনও ভুলব না

রানির প্রয়াণের খবর সামনে আসার পরেই বেশ কয়েকটি টুইট করেন প্রধানমন্ত্রী। সেখানে তিনি লেখেন, "২০১৫ এবং ২০১৮ সালে যুক্তরাজ্যে সফরের সময় রানী দ্বিতীয় এলিজাবেথের সঙ্গে দেখা হয়েছিল। এমনকি বেশ কিছুক্ষণ বৈঠকও হয়েছিল বলে উল্লেখ প্রধানমন্ত্রীর। আমি তার উষ্ণতা এবং উদারতা কখনও ভুলব না তিনি। আর তা বলতে গিয়ে মোদী বলছেন, রানি আমাকে তাঁর বিয়ের সময় গান্ধীর দেওয়া রুমাল দেখিয়েছিলেন। আর এই স্মৃতি সবসময় টাটকা থাকবে বলে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী।

টুইট মমতার-

শুধু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীই নয়, ইতিমধ্যে টুইট করে শোকপ্রস্তাব জানিয়েছেন রাহুল গান্ধী থেকে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একটা এরার শেষ বলে ব্যাখ্যা করেছেন তিনি।

শোকস্তব্ধ বিশ্ব

অন্যদিকে, রানী দ্বিতীয় এলিজাবেথকে শ্রদ্ধা জানিয়ে আয়ারল্যান্ডের প্রধানমন্ত্রী মাইকেল মার্টিন বলেছেন যে 'তিনি' নিকটতম প্রতিবেশী আয়ারল্যান্ডের সাথে সম্পর্ক স্বাভাবিক করতে সাহায্য করেছেন। আয়ারল্যান্ড সরকারের পক্ষ থেকে, আমি ব্রিটেনের জনগণের প্রতি তাদের রাণী এলিজাবেথকে হারানোর জন্য গভীর সমবেদনা জানাতে চাই। শুধু তিনিই নয়, গোটা বিশ্বের তাবড় তাবড় নেতারা রানির প্রয়াণে একেবারে শোকস্তব্ধ।

BreakingNews: ৯৬ বছর বয়সে প্রয়াত রানি দ্বিতীয় এলিজাবেথBreakingNews: ৯৬ বছর বয়সে প্রয়াত রানি দ্বিতীয় এলিজাবেথ

More QUEEN ELIZABETH News  

Read more about:
English summary
Modi says Queen Elizabeth 2 showed him a handkerchief she got from Gandhi ji im her wedding
Story first published: Friday, September 9, 2022, 0:33 [IST]