রানি এলিজাবেথের জীবনের প্রতি বছর চিহ্নিত ৯৬ রাউন্ড গান স্যালুটে, দেখুন ভিডিও

রানি দ্বিতীয় এলিজাবেথের প্রয়াণকে স্মরণীয় করে রাখা হল ৯৬ রাউন্ড গান স্যালুটে। তাঁর জীবনের প্রতি বছরের স্মরণে ৯৬টি গান স্যালুট করা হয়। বৃহস্পতিবার ব্রিটেনের সবথেকে দীর্ঘমেয়াদি রানি প্রয়াত হন। শুক্রবার পূর্ণ রাষ্ট্রীর মর্যাদায় ৯৬ রাউন্ডের গানস্যালুটে তাঁকে শেষ বিদায় জানানো হয়। তাঁর জীবনের প্রতিটি বছর স্মরণ করা হয় গান স্যালুটের মাধ্যমে।

শুক্রবার ব্রিটেনের রাজধানীর হাইড পার্ক ও টাওয়ার অফ লন্ডন, স্কটল্যান্ডের এডিনবার্গ ক্যাসেল, উত্তর আয়ারল্যান্ডের হিলসবরো ক্যাসেল এবং ওয়েলসের কার্ডিফ ক্যাসেল, চ্যেনেল দ্বীপপুঞ্জ ও জিব্রাল্টার থেকে ৯৬টি গান স্যালুট দেওয়া হয়। প্রতি দশ সেকেন্ডে একটি রাউন্ড গান স্যালুট দেওয়া হয়েছিল। ৯৬ রাউন্ডের গান স্যালুট ছিল রানির জীবনের প্রতি রাউন্ডের স্মারক।

লন্ডনে কিংস ট্রুপ রয়্যাল হর্স আর্টিলারি হাইড পার্কে গান স্যালুট দেওয়া হয়েছে। একই সময়ে আর্টিলারি কোম্পানি কর্তৃক টাওয়ার অফ লন্ডনে একটি গুলি করা হয়েছিল। ব্রিটেনে সবথেকে দীর্ঘমেয়াদি সিংহাসনে ছিলেন রানি দ্বিতীয় এলিজাবেথ। রানি হিসেবে তিনি রাজার দায়িত্ব পালন করে গিয়েছেন। তিনি স্কটিশ হাইল্যান্ডে তাঁর এস্টেট বালমোরাল ক্যাসেলে বৃহস্পিতবার ৯৬ বছর বয়সে প্রয়াত হন। তারপরই রাষ্ট্রীয় শোকজ্ঞাপনের একট অনুষ্ঠানে গান স্যালুট দেওয়া হয়।

#WATCH | The United Kingdom: Royal gun salutes of 96 rounds to mark each year of #QueenElizabethII's life taking place in London, Belfast, Cardiff and Edinburgh.

(Source: Reuters) pic.twitter.com/2CIGXzfQ97

— ANI (@ANI) September 9, 2022

তাঁর ৯৬ বছরের জীবনে রানি দ্বিতীয় এলিজাবেথ ৭০ বছর রাজত্ব করেছেন। এত দীর্ঘ সময়ে অন্য কোনও রাজা বা রানি রাজত্ব করতে পারেননি। সাধারণত একটি ঐতিহ্যবাহী রাজকীয় স্যালুট ২১ রাউন্ড নিয়ে গঠিত হয়। ১৯০১ সালে রানি ভিক্টোরিয়া এবং ১৯৬৫ সালে উইনস্টন চার্চিলের মৃত্যুতে ওই রূপ গান স্যালুট দেওয়া হয়েছিল। এবার সেখানে ছিল খানিক বৈচিত্র্য। ওয়েস্টমিনস্টার অ্যাবে, সেন্ট পলস ক্যাথেড্রাল ও উইন্ডসর ক্যাসেলে ঘন্টাধ্বনির পর গান স্যালুট দেওয়া হয়। পতাকাও অর্ধনমিত রাখা হয় ব্রিটেনে।

রানি দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুর পর ব্রিটিশ প্রধানমন্ত্রী লিজ ট্রাস বিশেষ যৌথ সংসদ অধিবেশনে শ্রদ্ধা নিবেদন করেন। ট্রাস বলেন, রানির মৃত্যুর ঘোষণার পর থেকে বিশ্বজুড়ে মানুষ হৃদয়বিদারক শোকবার্তা পাঠিয়েছেন। যাঁরা তাঁর সঙ্গে দেখা করেছেন, তাঁরা প্রত্যেকই তাঁদের সাক্ষাতের স্মরণীয় মুহূর্তটি স্মরণে রাখবেন। যাঁরা তাঁর সঙ্গে কোনওদিন দেখা করেননি তাঁরা প্রয়াত রানির ছবিকে ব্রিটেনের আইকন হিসেবে চিহ্নিত করে রাখবেন। এভাবেই তিনি শোক বার্তা প্রদান করেন রানি দ্বিতীয় এলিজাবেথের বিদেহি আত্মার প্রতি।

More BRITAIN News  

Read more about:
English summary
Britain remembered the each year of Queen Elizabeth’s life with gun salute of 96 rounds.
Story first published: Friday, September 9, 2022, 22:09 [IST]