বিরাট কোহলির প্রশংসায় পঞ্চমুখ প্রাক্তন থেকে বর্তমান ক্রিকেটাররা, সমর্থকদের আবেগের বিস্ফোরণ সমাজিক মাধ্যমে

নিরন্তর প্রতীক্ষার অবসান ঘটিয়ে বিরাট কোহলি হাসি ফুটিয়েছে অগুণিত অনরাগীর মুখে। প্রায় তিন বছর ধরে প্রিয় তারকার ব্যর্থতা দেখতে দেখতে নাজেহাল হয়ে ওঠা তাঁর শুভানুধ্যায়ীরা আজ তৃপ্ত কারণ প্রিয় চিকু শতরান পেয়েছে যে এশিয়া কাপে আফগানিস্তানের বিরুদ্ধে। ১০২১ দিন এবং ৮৩ ইনিংস পর বিরাট কোহলির ব্যাট থেকে তিন অঙ্কের রান বের হতেই সামাজিক যোগাযোগ মাধ্যমে বিরাট বন্ধনায় মেতেছেন বর্তমান থেকে প্রাক্তন ক্রিকেটার এবং ভারতীয় ক্রিকেটের সমর্থককূল।

বিরাট কোহলির ভক্তরা এ দিন সামাজিক যোগাযোগ মাধ্যমকে হাতিয়ার করে একের পর এক টুইট করতে থাকেন। যেখান থেকে স্পষ্ট ভালবাসার মানুষটির উজ্জ্বল হাসি আজ তাঁদের হৃদয়ের মধ্যে সমস্ত আশঙ্কার সমাপ্তি ঘটিয়েছে, জানান দিয়েছে ফিরে এসেছেন তিনি- যিনি বিশ্ব ক্রিকেটে পা রেখেছেন শাসন করতে।

বিরাট কোহলির ইনিংস:

এশিয়া কাপ ২০২২-এ নিয়মরক্ষার শেষ ম্যাচে মাঠে নেমেছিল ভারত। আফগানিস্তানের বিরুদ্ধে পরীক্ষানিরীক্ষার পথে হেঁটেছিল টিম ইন্ডিয়া। বিশ্রাম নেন রোহিত শর্মা। ভারত অধিনায়কের অনুপস্থিতিতে কে এল রাহুলের সঙ্গে ওপেনিং করতে নেমে শেষ পর্যন্ত ক্রিজে ছিলেন বিরাট। ১২টি চার এবং ৬টি ছয়ের সৌজন্যে ৬১ বলে ১২২ রানের অপরাজিত ইনিংস খেলেন তিনি।

মুশফিকুর রহিম:

বিরাটের এই শতরান আসার পরই টুইট করেন বাংলাদেশের তারকা মুশফিকুর রহিম। তিনি লেখেন, "এই ভাবেই ফিরে আসেন চ্যাম্পিয়নরা। আমার নজরে সর্ব কালের সেরা বিরাট কোহলিকে শুভেচ্ছা জানাই। একটা জিনিসেরই অভাব ছিল এবং উনি সেটা চেনা মেজাজে করে দেখালেন।"

সুরেশ রায়না:

প্রথম আন্তর্জাতিক টি-২০ শতরান পেলে বিরাট। তোমার জন্য অত্যন্ত খুশি, তুমি এটার যোগ্য। এই অসাধারণ ইনিংসের জন্য কুর্নিশ জানাই।

চেতন সাকারিয়া:

আক্ষরিক অর্থেই আমি কাঁদতে চাই। অবশেষে ৭১তম শতরান এলো।

এবি ডেভিলিয়ার্স:

গতকাল যখন ওর সঙ্গে কথা বলি তখনই বুঝতে পারি কিছু একটা হতে চলেছে। আমার বন্ধু, খুব ভাল খেলেছো।

হরভজন সিং:

অসাধারণ চ্যাম্পিয়ন কোহলি। তুমি শতরান পেয়েছো দেখে ভাল লাগছে।

কুলদীপ যাদব:

বিরাট কোহলির দু'টি ছবি পোস্ট করেন কুলদীপ যাদব এবং লেখেন, "বিরাট কোহলি সর্বকালের সেরা। এইটুকুই ব্যাস। এটাই টুইট।"

খুশির ঠিকানা নেই বিরাট ভক্তদের:

বর্তমান এবং প্রাক্তন ক্রিকেটারদের পাশাপাশি সমর্থকেরাও বিরাটকে ভরিয়ে দিয়েছেন প্রশংসায়। এক জন লিখেছেন, "এক মাত্র সত্যিই যাঁরা বিরাট কোহলিকে ভালবাসেন তাঁরাই বুঝতে পারবেন এর খুশি কতখানি।"

রাজা ফিরে এসেছে:

বিরাটকে রাজার সঙ্গে তুলনা করেন তাঁর এক অনুগামী। তিনি বিরাটে ব্যর্থতার সময়ে তৈরি হওয়া একাধিক খবরের পেপার কার্টিংকে ব্যাকগ্রাউন্ডে রেখে একটি ছবি পোস্ট করেন যাঁর সামনে উজ্জ্বল কোহলি এবং লেখেন, "রাজা ফিরে এসেছে। কখনও হাল ছেড়ো না।"

বিরাটকে কুর্নিশ:

গ্যালারিতে উপস্থিত এক পাঞ্জাবি ভদ্রলোক বিরাটের এই ইনিংস দেখার পর তাঁকে 'টেক অ্যা বো' ভঙ্গিতে কুর্নিশ জানান। সেই ভদ্রলোকের কথা উল্লেখ করেই এক জন লেখেন, "আজ সমস্ত ভারতীয়ই এই সর্দার আঙ্কেলের মতো।"

রাজার প্রত্যাবর্তন:

আরও এক সমর্থক টুইটারে বিরাটকে রাজার সঙ্গে তুলনা করেছেন। তিনি লিখেছেন, "অপেক্ষার অবসান, রাজা ফিরে এসেছেন।"

More VIRAT KOHLI News  

Read more about:
English summary
Fans and Cricketers heaped praises Virat Kohli on his brilliant century against Afghanistan in Asia Cup 2022..
Story first published: Friday, September 9, 2022, 1:18 [IST]