বিরাট কোহলির ইনিংস:
এশিয়া কাপ ২০২২-এ নিয়মরক্ষার শেষ ম্যাচে মাঠে নেমেছিল ভারত। আফগানিস্তানের বিরুদ্ধে পরীক্ষানিরীক্ষার পথে হেঁটেছিল টিম ইন্ডিয়া। বিশ্রাম নেন রোহিত শর্মা। ভারত অধিনায়কের অনুপস্থিতিতে কে এল রাহুলের সঙ্গে ওপেনিং করতে নেমে শেষ পর্যন্ত ক্রিজে ছিলেন বিরাট। ১২টি চার এবং ৬টি ছয়ের সৌজন্যে ৬১ বলে ১২২ রানের অপরাজিত ইনিংস খেলেন তিনি।
|
মুশফিকুর রহিম:
বিরাটের এই শতরান আসার পরই টুইট করেন বাংলাদেশের তারকা মুশফিকুর রহিম। তিনি লেখেন, "এই ভাবেই ফিরে আসেন চ্যাম্পিয়নরা। আমার নজরে সর্ব কালের সেরা বিরাট কোহলিকে শুভেচ্ছা জানাই। একটা জিনিসেরই অভাব ছিল এবং উনি সেটা চেনা মেজাজে করে দেখালেন।"
Maiden T20 century , so happy for you @imVkohli You totally deserved it🔥 Immense respect for such a brilliant innings #INDvAFG pic.twitter.com/H1EVC1N86A
— Suresh Raina🇮🇳 (@ImRaina) September 8, 2022
সুরেশ রায়না:
প্রথম আন্তর্জাতিক টি-২০ শতরান পেলে বিরাট। তোমার জন্য অত্যন্ত খুশি, তুমি এটার যোগ্য। এই অসাধারণ ইনিংসের জন্য কুর্নিশ জানাই।
|
চেতন সাকারিয়া:
আক্ষরিক অর্থেই আমি কাঁদতে চাই। অবশেষে ৭১তম শতরান এলো।
|
এবি ডেভিলিয়ার্স:
গতকাল যখন ওর সঙ্গে কথা বলি তখনই বুঝতে পারি কিছু একটা হতে চলেছে। আমার বন্ধু, খুব ভাল খেলেছো।
Well done champion kohli @imVkohli happy to see you getting a 100 👏 #indvsafghanistan #AsiaCup2022
— Harbhajan Turbanator (@harbhajan_singh) September 8, 2022
হরভজন সিং:
অসাধারণ চ্যাম্পিয়ন কোহলি। তুমি শতরান পেয়েছো দেখে ভাল লাগছে।
|
কুলদীপ যাদব:
বিরাট কোহলির দু'টি ছবি পোস্ট করেন কুলদীপ যাদব এবং লেখেন, "বিরাট কোহলি সর্বকালের সেরা। এইটুকুই ব্যাস। এটাই টুইট।"
|
খুশির ঠিকানা নেই বিরাট ভক্তদের:
বর্তমান এবং প্রাক্তন ক্রিকেটারদের পাশাপাশি সমর্থকেরাও বিরাটকে ভরিয়ে দিয়েছেন প্রশংসায়। এক জন লিখেছেন, "এক মাত্র সত্যিই যাঁরা বিরাট কোহলিকে ভালবাসেন তাঁরাই বুঝতে পারবেন এর খুশি কতখানি।"
|
রাজা ফিরে এসেছে:
বিরাটকে রাজার সঙ্গে তুলনা করেন তাঁর এক অনুগামী। তিনি বিরাটে ব্যর্থতার সময়ে তৈরি হওয়া একাধিক খবরের পেপার কার্টিংকে ব্যাকগ্রাউন্ডে রেখে একটি ছবি পোস্ট করেন যাঁর সামনে উজ্জ্বল কোহলি এবং লেখেন, "রাজা ফিরে এসেছে। কখনও হাল ছেড়ো না।"
|
বিরাটকে কুর্নিশ:
গ্যালারিতে উপস্থিত এক পাঞ্জাবি ভদ্রলোক বিরাটের এই ইনিংস দেখার পর তাঁকে 'টেক অ্যা বো' ভঙ্গিতে কুর্নিশ জানান। সেই ভদ্রলোকের কথা উল্লেখ করেই এক জন লেখেন, "আজ সমস্ত ভারতীয়ই এই সর্দার আঙ্কেলের মতো।"
|
রাজার প্রত্যাবর্তন:
আরও এক সমর্থক টুইটারে বিরাটকে রাজার সঙ্গে তুলনা করেছেন। তিনি লিখেছেন, "অপেক্ষার অবসান, রাজা ফিরে এসেছেন।"