বিরাট কোহলির সই করা ব্যাট পেয়ে আপ্লুত পাকিস্তানের ক্রিকেটপ্রেমী, ৫ লাখ দিরহামেও বেচবেন না

বিরাট কোহলি শতরানের খরা কাটিয়েছেন আফগানিস্তানের বিরুদ্ধে। টি ২০ আন্তর্জাতিকে প্রথম শতরান হাঁকিয়ে অপরাজিত ছিলেন। ম্যাচের সেরার পুরস্কারও পেয়েছেন। একইসঙ্গে বিরাট উপহার দিয়েছেন পাকিস্তানের এক ক্রিকেট-ভক্তকেও। সেই ক্রিকেটপ্রেমী ৫ লক্ষ দিরহাম পেলেও বিরাটের সই করা ব্যাটটি বেচবেন না। আজীবন রেখে দেবেন এই অমূল্য স্মারক।

বিরাটে মুগ্ধ পাক-ভক্ত

পাকিস্তানের ওই ক্রিকেটপ্রেমীর শখ তারকা ক্রিকেটারদের দিয়ে ব্যাটে সই করিয়ে তা সযত্নে রেখে দেওয়া। সেই লক্ষ্যেই বিরাট কোহলিকেও অনুরোধ করেছিলেন। তবে ভাবেননি তাঁর অনুরোধ বিরাট রক্ষা করবেন। অবশেষে সাধপূরণ হতেই দুবাই ইন্টারন্যাশনাল স্টেডিয়ামের সামনে দাঁড়িয়ে নিজের উচ্ছ্বাস গোপন রাখেননি ওই ক্রিকেটপ্রেমী। সাংবাদিক বিমল কুমারের ইউটিউব চ্যানেলে দেওয়া সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন কীভাবে বিরাটের কাছ থেকে অমূল্য এই উপহার তিনি সংগ্রহ করলেন।

অমূল্য উপহার

তিনি বলেন, আমার হাতে যে ব্যাটটি দেখছেন তা বিরাট কোহলি ভাইয়া সই করে দিয়েছেন। এটা আমার কাছে অমূল্য উপহার। আমি অত্যন্ত সৌভাগ্যবান। আজ বিরাট কোহলি শতরান করলেন। এশিয়া কাপে এটিই ছিল তাঁদের শেষ ম্যাচ। সেদিনই তিনি আমাকে এই উপহার দিলেন। আমি খুব ভাগ্যবান। আমি তাঁকে একবার বিশেষ অনুরোধ জানিয়েছিলাম, তিনি তা রক্ষা করেছেন। ওই ক্রিকেটপ্রেমীকে প্রশ্ন করা হয় ভবিষ্যতে বিরাটের সই করা ব্যাটটি বিক্রি করবেন কিনা। উত্তরে তিনি বলেন, আমার পাশে দাঁড়ানো একজন বললেন চার-পাঁচ হাজার দিরহাম দিচ্ছি, ব্যাটটি আমাকে দিন। কিন্তু আমি তো এটা বিক্রি করব না। কেউ পাঁচ লক্ষ দিরহাম দিলেও তা বিক্রি করব না। উল্লেখ্য, ১ দিরহাম= ভারতীয় মুদ্রায় ২১.৬৮ টাকা।

কোহলির সই করা ব্যাট

জানা গিয়েছে, এই ক্রিকেটপ্রেমী বিগত ৮-৯ বছর ধরে তারকা ক্রিকেটারদের ব্যাট সংগ্রহ করে থাকেন। তাঁর কাছে দেড় শতাধিক এমন ব্যাট রয়েছে। ইমরান খান থেকে শাহিদ আফ্রিদি, বীরেন্দ্র শেহওয়াগ থেকে যুবরাজ সিংয়ের স্বাক্ষরিত ব্যাট রয়েছে তাঁর দখলে। তবে বিরাট কোহলির সই করা ব্যাট পেয়ে উচ্ছ্বাস প্রকাশের ভাষা হারিয়েছেন পাক ক্রিকেটপ্রেমী। তাও আবার বিরাট কোহলির প্রথম আন্তর্জাতিক টি ২০ শতরানের দিনেই।

এশিয়া কাপে বিরাট

বিরাট কোহলি চলতি এশিয়া কাপে পাঁচটি ম্যাচে ২ বার অপরাজিত থেকে ২৭৬ রান করেছেন। যা এখনও অবধি সর্বাধিক। ব্যাটিং গড় ৯২, স্ট্রাইক রেট ১৪৭.৫৯। একটি শতরান করেছেন। পাকিস্তান ও হংকংয়ের বিরুদ্ধে রয়েছে অর্ধশতরানও। শ্রীলঙ্কার বিরুদ্ধে শূন্য রানে আউট হওয়ার পরই বিধ্বংসী শতরান হাঁকান কিং কোহলি।

More ASIA CUP News  

Read more about:
English summary
Asia Cup: Pakistan Fan Revealed How He Managed Virat Kohli's Autographed Bat Which Is Priceless Gift. He Says It Will Remain With Him Forever As Part Of His Exclusive Collection Of Autographed Bats From Cricket Stars.