শুক্রবার সুপ্রিম কোর্ট ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনালের একটি আদেশের ওপর স্থগিতাদেশ জারি করেছে। ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনাল গোয়ার বিখ্যাত সমুদ্র সৈকত শ্যাক কার্লিসের কিছু অংশ ভেঙে ফেলার নির্দেশ দিয়েছিল। সুপ্রিম কোর্টের একটি বেঞ্চ কার্লিসের বার ও রেস্তোরাঁ মালিককে বাণিজ্যিক কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রাখার নির্দেশ দিয়েছে।
দেশের প্রধান বিচারপতি উদয় উমেশ ললিতের নেতৃত্বে একটি বেঞ্চ শুক্রবার জানিয়েছে, একটি নির্দিষ্ট নম্বর ছাড়া জমির বাকি অংশের নির্মাণ ভেঙে ফেলা যেতে পারে। ন্যাশনাল গ্রিন ট্রাইবুন্যালের একটি পর্যবেক্ষণে জানানো হয়, কোনও অনুমতি ছাড়াই এই অঞ্চলে বাণিজ্যিক স্বার্থে নির্মাণ হয়েছে। সেই কারণে সৈকত বরাবর কিছু নির্মাণ এনজিটি ভেঙে ফেলার নির্দেশ দেয়। এনজিটির এই সিদ্ধান্তের বিরোধিতা করে কার্লিসের রেস্তোরাঁ ও বারের মালিক সুপ্রিম কোর্টে আবেদন করেন। সুপ্রিম কোর্টে শুনানি শুরু হওয়ার আগেই ভেঙে ফেলার প্রক্রিয়াটি শুরু হয় বলে জানা গিয়েছে।
গোয়ার ডেপুটি সুপারিনটেনডেন্ট জীববা ডালভি বলেন, ন্যাশনাল গ্রিন ট্রাইবুন্যালের নির্দেশেই ভেঙে ফেলার কাজ শুরু হয়েছে। সেই কাজে যাতে কোনও বাধা না আসে, তা গোয়া পুলিশ নিশ্চিত করছে। শুক্রবার সুপ্রিম কোর্টের শুনানিতে ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনালের রায়ের ওপর স্থগিতাদেশ জারি করা হয়। এরপর কার্লিসের নির্মাণ ভাঙার কাজ বন্ধ করে দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে।
হরিয়ানার বিজেপি নেত্রী তথা ও অভিনেত্রী সোনালি ফোগাটের মৃত্যু পর সংবাদের শিরোনামে উঠে এসেছিল কার্লিস রেস্তোরাঁ এবং বার। ফোগাট মৃত্যুর ২৩ অগাস্ট মৃত্যুর আগের রাতে কার্লিসে গিয়েছিলেন বলে জানা যায়। সেখানে ফোগাটের দুই পরিচিত তাঁকে জোর করে মাদক সেবন করায় বলেও অভিযোগ। কার্লিসেই ভোর রাতের দকে ফোগাট গুরুতর অসুস্থ হয়ে পড়েন। তাঁকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করে। গোয়া পুলিশ কার্লিসে তল্লাশি চালিয়ে শৌচালয় থেকে মাদক উদ্ধার করে। কার্লিসের মালিক এডউইন নুনেসকে গ্রেফতার করে। মাপুসার একটি আদালত আপাতত নুনেসকে জামিনে মুক্তি দিয়েছে।
ফোগাটের মৃত্যুর পর একাধিক চাঞ্চল্যকর তথ্য প্রকাশ্যে আসে। কার্লিসে ফোগাটকে জোর করে মাদক দেওয়ার সিসিটিভি ফুটেজ গোয়া পুলিশের কাছে আলে। ঘটনার সঙ্গে জড়িত সন্দেহ ফোগাটের দুই সহকারীকে পুলিশ গ্রেফতার করেছে। তবে ফোগাটের মৃত্যু মাদকের কারণে হয়েছে কি না, তা জানা যায়নি।
২০২৪-র ভোটে ঝুঁকি নিতে নারাজ বিজেপি, চাণক্য অমিত শাহের রণকৌশলেই আস্থা রাখছেন মোদী