মায়ের মৃত্যুতে গভীর দুঃখ অনুভব করলেন রাজা চার্লস। বৃহস্পতিবার রানি দ্বিতীয় এলিজাবেথের প্রয়াণ ঘটেছে। তারপর শুক্রবার মায়ের মৃত্যুতে শোকপ্রকাশ করে রাজা তৃতীয় চার্লস গভীর শ্রদ্ধাঞ্জলি অর্পণ করে বলেন, আমার প্রিয় মা তোমাকে অনেক ধন্যবাদ। তুমি আমার প্রিয় বাবাকে সঙ্গ দিতে মহান যাত্রা শুরু করেছ।
চার্লস মায়ের মৃত্যুতে ব্যথাতুর হয়ে ওঠেন। তিনি আজীবন রানির সেবা করে যাবেন বলে অঙ্গীকার করেছিলেন। কিন্তু সেই অঙ্গীকার ভঙ্গ হয়েছে আমার মৃত্যুতে। তারপর শোক সামলে তিনি বলেন, মা, তোমাকে ধন্যবাদ। অ্যাঞ্জেলসের ফ্লাইটে তুমি শান্তিতে বিশ্রাম নাও। সেখানে চিরশান্তির গান শোনো। তোমার আত্মার চিরশান্তি কামনা করি।
চার্লস একইসঙ্গে বলেন, মা দূর থেকে আমাকে আশীর্বাদ করে, যাতে আমি প্রতিষ্ঠানটিকে টিকিয়ে রাখতে পারি। রানি এলিজাবেথ ৭০ বছর ধরে মানুষেক সেবা করে গিয়েছেন। তাঁর পদাঙ্ক অনুসরণ করে আমিও যেন মানুষের সেবায় নিজেকে বিলিয়ে দিতে পারি। তারপর তিনি বলেন, আমি আমার মায়ের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাই। আমি তাঁর সেবামূলক জীবনকে অনুসরণ করব সারাজীবন।
চার্লস এদিন বলেন, ১৯৪৭ সালে তাঁর ২১ তম জন্মদিনে রানি দ্বিতীয় এলিজাবেথ কেপটাউন থেকে কমনওয়েলথ পর্যন্ত প্রতিশ্রুতিবদ্ধ হয়েছিলেন যে, তিনি তাঁর জীবনকে জনগণের সেবায় উৎসর্গ করবেন। তিনি তাঁর প্রতিশ্রতির থেকেও বেশি করে গিয়েছেন। তিনি নিজেকে জনগণেসর সেবায় উৎসর্গ করেছেন। এইভাবেই মাকে শেষ শ্রদ্ধা জানান রাজা তৃতীয় চার্লস। এদিন তিনি একইসঙ্গে যুবরাজ হিসেবে উইলিয়াম ও যুবরানি হিসেবে কেটের নাম ঘোষণা করেন।
এদিন রানি দ্বিতীয় এলিজাবেথের প্রয়াণকে স্মরণীয় করে রাখা হল ৯৬ রাউন্ড গান স্যালুটে। তাঁর জীবনের প্রতি বছরের স্মরণে ৯৬টি গান স্যালুট করা হয়। শুক্রবার ব্রিটেনের রাজধানীর হাইড পার্ক ও টাওয়ার অফ লন্ডন, স্কটল্যান্ডের এডিনবার্গ ক্যাসেল, উত্তর আয়ারল্যান্ডের হিলসবরো ক্যাসেল এবং ওয়েলসের কার্ডিফ ক্যাসেল, চ্যেনেল দ্বীপপুঞ্জ ও জিব্রাল্টার থেকে ৯৬টি গান স্যালুট দেওয়া হয়। প্রতি দশ সেকেন্ডে একটি রাউন্ড গান স্যালুট দেওয়া হয়েছিল। ৯৬ রাউন্ডের গান স্যালুট ছিল রানির জীবনের প্রতি রাউন্ডের স্মারক।
৯৬ বছরের জীবনে রানি দ্বিতীয় এলিজাবেথ ৭০ বছর রাজত্ব করেছেন। এত দীর্ঘ সময়ে অন্য কোনও রাজা বা রানি রাজত্ব করতে পারেননি। সাধারণত একটি ঐতিহ্যবাহী রাজকীয় স্যালুট ২১ রাউন্ড নিয়ে গঠিত হয়। ১৯০১ সালে রানি ভিক্টোরিয়া এবং ১৯৬৫ সালে উইনস্টন চার্চিলের মৃত্যুতে ওই রূপ গান স্যালুট দেওয়া হয়েছিল। এবার সেখানে ছিল খানিক বৈচিত্র্য। ওয়েস্টমিনস্টার অ্যাবে, সেন্ট পলস ক্যাথেড্রাল ও উইন্ডসর ক্যাসেলে ঘন্টাধ্বনির পর গান স্যালুট দেওয়া হয়। পতাকাও অর্ধনমিত রাখা হয়।