বিশ্লেষণে বেঙ্গসরকার
খলিজ টাইমসকে দেওয়া সাক্ষাৎকারে দিলীপ বেঙ্গসরকার বলেন, টি ২০ খুব ছোট ফরম্যাট। ঠিক কোথায় সমস্যা রয়েছে তা খুঁজে বের করা কঠিন। দু-তিনটি ভালো বা খারাপ ওভার ম্যাচের রং বদলে দিতে পারে। টি ২০-তে সাফল্য পেতে সব বিভাগের একই সময় ক্লিক করাটা জরুরি। কিন্তু সেটাও আবার সম্ভব নয়। ব্য়াটাররা ভালো খেলে বোলারদের জন্য পর্যাপ্ত রানের পুঁজি দেবেন, এটা প্রত্যাশিত। যাতে বোলাররা ম্যাচ জেতাতে পারেন। পাওয়ারপ্লে ওভারগুলি খুব গুরুত্বপূর্ণ। এই সময় পজিটিভ খেলার পক্ষে সওয়াল করে ভারতের পরাজয়ের অন্যতম ফ্যাক্টর হিসেবে বেঙ্গসরকার চিহ্নিত করেছেন চোট সমস্যাকে। জসপ্রীত বুমরাহ, হর্ষল প্যাটেলের পর রবীন্দ্র জাদেজার ছিটকে যাওয়াকে।
কৌশলে গলদ
একইসঙ্গে ভারতের এশিয়া কাপ চলাকালীন পরীক্ষা-নিরীক্ষার কৌশলকে সমর্থক করছেন না জাতীয় নির্বাচকমণ্ডলীর প্রাক্তন চেয়ারম্যান। তিনি বলেন, ভারত পরীক্ষা-নিরীক্ষা চালিয়েই যাচ্ছে। দীনেশ কার্তিককে দলে রেখেই তাঁকে সেভাবে খেলানো হচ্ছে না। রবিচন্দ্রন অশ্বিনকে শ্রীলঙ্কা ম্যাচে প্রথমবার খেলানো হলো। টি ২০ বিশ্বকাপের কম্বিনেশন চূড়ান্ত করার জন্য ভারতীয় টিম ম্যানেজমেন্ট সকলকে সুযোগ দিতে চাইছে। কিন্তু মনে রাখতে হবে, এশিয়া কাপ বড় টুর্নামেন্ট। টুর্নামেন্টের ম্যাচ জেতা দলের মনোবল বাড়ানোর ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ। আমি সব সময় উইনিং কম্বিনেশনের পক্ষপাতী। এশিয়া কাপের মতো টুর্নামেন্টে পরীক্ষা-নিরীক্ষা না চালিয়ে তা দ্বিপাক্ষিক সিরিজে করা যেতেই পারে। এশিয়া কাপ বা বিশ্বকাপের মতো টুর্নামেন্টে জেতাটাই সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ।
ব্যাটারদের ফর্ম
এশিয়া কাপ থেকে ভারতের কিছু ইতিবাচক দিকও চিহ্নিত করেছেন বেঙ্গসরকার। তিনি বলেন, এই দলের দারুণ দক্ষতা রয়েছে। অনেক ম্যাচ উইনার রয়েছেন সূর্যকুমার যাদবের ইনিংসগুলি দেখে ভালো লেগেছে। বিরাট কোহলিও ফর্মে ফিরছেন। রোহিত শর্মাও শ্রীলঙ্কার বিরদ্ধে ভালো খেলেছেন। কোহলির চারটি ইনিংসের মধ্যে তিনটিতে ভালো খেলা অবশ্যই বড় পজিটিভ বিষয়। বিরাট একজন বিশ্বমানের ক্রিকেটার এবং ম্যাচ উইনার। টি ২০ বিশ্বকাপের আগে তাঁর ফর্মে ফেরাটা অত্যন্ত জরুরি ছিল। অস্ট্রেলিয়ায় টি ২০ বিশ্বকাপেও কোহলি যে ভারতের অন্যতম শক্তি হতে চলেছেন সে বিষয়ে সংশয় নেই ভারতীয় ক্রিকেটের কর্নেলের।
অর্শদীপের বোলিং
দিলীপ বেঙ্গসরকার প্রশংসা করেছেন পেসার অর্শদীপ সিংয়েরও। তিনি বলেন, তরুণ ক্রিকেটাররা যেভাবে নিজেদের এই পর্যায়ে মেলে ধরছেন তা সত্যিই খুব ভালো। অর্শদীপ প্রতিভাবান ক্রিকেটার। তাঁর অভিজ্ঞতা এখন কম। তবে ডেথ ওভারে খুবই ভালো বোলিং করছেন। চাপের মুখে তিনি যেভাবে বোলিং করছেন তা ভালো লক্ষঁ। বয়সের তুলনায় যে পরিণত ভাব অর্শদীপের মধ্যে রয়েছে, বেঙ্গসরকার তার প্রশংসাই করেছেন।