|
এশিয়া কাপে প্রথমবার টি ২০ ফরম্যাটে দ্বৈরথ
এশিয়া কাপে ভারত ও আফগানিস্তান পরস্পরের মুখোমুখি হয়েছে ৫০ ওভারের ফরম্যাটে। এই প্রথমবার এশিয়া কাপে টি ২০ ফরম্যাটের দ্বৈরথে আমনে-সামনে হতে চলেছে দুই দেশ। ২০১৪ সালের এশিয়া কাপে মীরপুরে ভারত ৮ উইকেটে হারিয়েছিল আফগানিস্তানকে। সেই ম্যাচে শিখর ধাওয়ান ৭৮ বলে ৬০ রান করেছিলেন। ২০১৮ সালের এশিয়া কাপে সুপার ফোরে রোহিত শর্মার ভারত আফগানদের মুখোমুখি হয় দুবাইয়েই, সেই ম্যাচটি টাই হয়েছিল। ওই ম্যাচে লোকেশ রাহুল ৬৬ বলে ৬০ রানের ইনিংস খেলেছিলেন। ১১৬ বলে ১২৪ রান করেছিলেন আফগানিস্তানের মহম্মদ শাহজাদ। এশিয়া কাপে তিনি ছাড়া আর কেউ শতরান পাননি। এই ম্যাচেই মহম্মদ নবি ৪০ রানের বিনিময়ে ২ উইকেট তুলে নিয়েছিলেন। আফগানদের পক্ষে ভারতের বিরুদ্ধে এশিয়া কাপে এটিই সেরা বোলিং পারফরম্যান্স।
ভারতই এগিয়ে
ভারত ও আফগানিস্তান টি ২০ আন্তর্জাতিকে তিনটি ম্যাচে মুখোমুখি হয়েছে। তিনবারই জিতেছে ভারত। ২০১০ সালে প্রথম জয়টি এসেছিল ৭ উইকেটে গ্রস আইলেটে। এরপর ২০১২ সালে কলম্বোয় আফগানিস্তানকে ২৩ রানে হারায় ভারত। গত বছর টি ২০ বিশ্বকাপে আফগানদের ভারত পরাস্ত করেছিল ৬৬ রানে।
বোলারদের পারফরম্যান্স
আফগানিস্তানের বিরুদ্ধে ভারতীয় বোলারদের মধ্যে টি ২০ আন্তর্জাতিকে সেরা ইকনমি রবিচন্দ্রন অশ্বিনের। তিনি আফগানিস্তানের বিরুদ্ধে দুটি টি ২০ আন্তর্জাতিক খেলেছেন। চারটি উইকেট নিয়েছেন, ইকনমি ৪.২৫। এশিয়া কাপে আফগানিস্তানের বিরুদ্ধে সেরা বোলিং ফিগার রবীন্দ্র জাদেজার। যিনি চলতি এশিয়া কাপ থেকে ছিটকে গিয়েছেন। ২০১৪ সালে মীরপুরে জাদেজা ৩০ রান খরচ করে চারজন আফগান ব্যাটারকে সাজঘরে ফেরত পাঠিয়েছিলেন।
আরও কিছু পরিসংখ্যান
উইকেটকিপার হিসেবে ভারত-আফগানিস্তান টি ২০ ম্যাচে সর্বাধিক শিকার রয়েছে মহেন্দ্র সিং ধোনির। ২০১০ সালে আফগানিস্তানের বিরুদ্ধে টি ২০ ম্যাচে চারটি ক্যাচ ধরেছিলেন প্রাক্তন ভারত অধিনায়ক। ২০১৪ সালে শিখর ধাওয়ান ও অজিঙ্ক রাহানে ওপেনিং জুটিতে ১২১ রান যোগ করেছিলেন। এশিয়া কাপের ইতিহাসে ভারতের যে কোনও উইকেট জুটিতে এটিই সর্বাধিক রানের রেকর্ড। ২০১৮ সালে জাভেদ আহমাদি ও মহম্মদ শাহজাদ ওপেনিং জুটিতে ৬৫ রান যোগ করেছিলেন। এটি আফগানদের রেকর্ড।