আমি যেন তাঁদের চাকর! দিল্লির নেতাজি মূর্তির উদ্বোধনী অনুষ্ঠান এড়িয়ে যাওয়া নিয়ে মোদী সরকারকে নিশানা মমতার

দিল্লিতে (Delhi ) নেতাজি মূর্তির (Neraji Statue) উদ্বোধনী অনুষ্ঠানে তিনি যোগ দেবেন না। এদিন নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে (Netaju Indore Stadium) দলের কর্মসূচিতে যোগ দিয়ে এই কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। কারণ হিসেবে আমন্ত্রণপত্রটি (Invitation letter) সঠিক নয় বলেও মন্তব্য করেছেন তিনি। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, বুধবার তিনি এব্যাপারে আমন্ত্রণ পেয়েছেন।

আন্ডার সেক্রেটারির চিঠিতে ক্ষুব্ধ মমতা

কলকাতার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে দলের কর্মসূচিতে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, বুধবার তিনি একজন আন্ডার সেক্রেটারির কাছ থেকে একটা চিঠি পেয়েছেন, যেখানে বলা হয়েছে ৮ সেপ্টেম্বরর সন্ধে সাতটায় নেতাজি মূর্তির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। সেখানে তাঁকে সন্ধেয় ছটায় উপস্থিত থাকার আমন্ত্রণ জানানো হয়েছে। এরপরেই মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, তিনি যেন তাদের (কেন্দ্রীয় সরকার) চাকর। মুখ্যমন্ত্রী প্রশ্ন তোলেন এই ধরনের অনুষ্ঠানের জন্য কীভাবে একজন আন্ডার সেক্রেটারি আমন্ত্র জানাতে পারেন। তাঁর প্রশ্ন কালচারাল মিনিস্টার কি এতটাই বড় হয়ে গেলেন?

নেতাজির মূর্তিতে মালা দিয়েই তিনি ইন্ডোরে

মুখ্যমন্ত্রী জানান, তিনি দিল্লির অনুষ্ঠানে যোগ দিচ্ছেন না, আমন্ত্রণ নিয়ে প্রতিবাদ জানাতে। তবে নেতাজির প্রতি শ্রদ্ধা জানাতে নেতাজি ইন্ডোরে ঢোকার আগে তিনি নেতাজির মূর্তিতে মালা দিয়েছেন।

সন্ধেয় দিল্লিতে অনুষ্ঠান

বুধবার সন্ধেয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ইন্ডিয়া গেটের কাছে নেতাজি সুভাষচন্দ্র বসুর ২৮ ফুটের মূর্তির আবরণ উন্মোচন করবেন। এছাড়াও রাজপথের নামকে কর্তব্য পথ করবেন আনুষ্ঠানিকভাবে।
সঙ্গে তিনি সেন্ট্রাল ভিস্তারও উদ্বোধন করবেন।

বৈদেশিক বিষয় নিয়ে কথা বলতে চান না

চারদিনের ভারত সফরে এসেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেষ হাসিনা। বাংলাদেশের প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করার আগ্রহ প্রকাশ করেছিলেন। কিন্তু সেই ব্যবস্থা করা হয়নি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেছেন, এই ধরনের অনুষ্ঠানে প্রথবমার বাংলাকে আমন্ত্রণ জানানো হল না। বাংলাদেশের প্রধানমন্ত্রীর সঙ্গে তাঁর ভাল সম্পর্কের কথাও জানান মমতা বন্দ্যোপাধ্যায়। হাসিনার সঙ্গে তাঁর সাক্ষাত হওয়া নিয়ে কেন্দ্রীয় সরকার কেন চিন্তিত তা তিনি জানেন না।
মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন বৈদেশিক বিষয় কিংবা দুটি দেশের সম্পর্ক নিয়ে তিনি কোনও কথা বলতে চান না। কিন্তু তিনি লক্ষ্য করেছেন, যখনই তাঁকে কোনও বিদেশি রাষ্ট্র আমন্ত্রণ জানায়, তখন কেন্দ্র তাঁকে বাধা দেওয়ার চেষ্টা করে। এব্যাপারে তিনি শিকাগো, চিনের কথাও উল্লেখ করেন। তাঁর সঙ্গে বিজেপি অতিথিদের দেখা করতে দেওয়ার ব্যাপারে কেন্দ্রীয় সরকার কেন উদ্বিগ্ন, তা তিনি জানেন না বলেও মন্তব্য করেন মমতা বন্দ্যোপাধ্যায়।

তীব্র মুদ্রাস্ফীতির মধ্যেও অতিরিক্ত আয়ের উৎস রয়েছে! আর্থিক সাবলম্বীর দিকে নিয়ে যাওয়ার উপায়গুলি একনজরেতীব্র মুদ্রাস্ফীতির মধ্যেও অতিরিক্ত আয়ের উৎস রয়েছে! আর্থিক সাবলম্বীর দিকে নিয়ে যাওয়ার উপায়গুলি একনজরে

More MAMATA BANERJEE News  

Read more about:
English summary
She is not their servant, Mamata Banerjee hits out at Modi government on skipping Delhi's Netaji statue inauguration ceremony