সুদীপ্ত সেন আমাকে তাঁর টাকা নেওয়ার কথা জানিয়েছিলেন
আর এরপরেই মুখ খুললেন কুণাল ঘোষ। দেবযানীর মা শর্বরীর বিস্ফোরক দাবির পরেই সাংবাদিকদের মুখোমুখি হন তিনি। সেখানে তৃণমূল নেতার দাবি, এই ঘটনা শুভেন্দু অধিকারীর তৃণমূলে থাকাকালীন। বিজেপিতে শুভেন্দু অধিকারী গিয়েছেন বলেই এমন চুরির অপবাদ দেওয়া হচ্ছে তা মোটেই ঠিক নয় বলে দাবি কুণাল ঘোষের। তাঁর মতে, শুভেন্দু অধিকারী তৃণমূলে থাকাকালীনই সুদীপ্ত সেন আমাকে তাঁর টাকা নেওয়ার কথা জানিয়েছিলেন। তবে এখন যেটি সুদীপ্ত সেন চিঠি দিয়ে জানাচ্ছন তা ২০১৩ সালে আমি তদন্তের স্বার্থে সবাইকে বলেছিলাম বলেও দাবি কুণাল ঘোষ।
লেনদেনের বিষয়ে ছিলাম না
তবে কুণাল বলেন, আমি কোনও দিনই তাদের লেনদেনের বিষয়ে ছিলাম না। সারদা মিডিয়াতে চাকরি করেছি শুধু। সেই সময় কে শুভেন্দু অধিকারী? কেন মিডল্যান্ড পার্কে সেই সময় যেতেন? কাঁথিতেই বা কেন সুদীপ্ত সেনকে নিয়ে গিয়েছিল? একের পর এক প্রশ্ন কুণাল ঘোষের। শুধু তাই নয়, তাঁর কাঁধে বন্দুক রাখার সময় শুভেন্দু বহাল তবিয়তে তৃণমূলে ছিল বলে দাবি বর্তমান তৃণমূল মুখপাত্রের। সিআইডি প্রতিটি বিষয়ের তদন্ত করে দেখা উচিৎ বলেও বিস্ফোরক দাবি তাঁর।
শুভেন্দু অধিকারী বাঁচতে পারবে
কুণালের মতে, শুভেন্দু অধিকারীর সারদা থেকে টাকা নেওয়ার অভিযোগ নতুন নয়। ২০১৩ সাল থেকে টাকা নিয়েছে বলেও দাবি তাঁর। এই বিষয়ে তদন্তকারীদের জানিয়েছিলেন বলেও এদিন বিস্ফোরক দাবি করেন কুণাল। এমনকি এই বিষয়ে লিখিত স্টেটমেন্ট আছে বলেও জানিয়েছেন কুণাল ঘোষ। দেবযানীর মায়ের চিঠিকে ঢাল করে শুভেন্দু অধিকারী বাঁচতে পারবে না বলেও এদিন কার্যত হুঁশিয়ারি তৃণমূল নেতার। যদিও এই বিষয়ে এখনও পর্যন্ত বিরোধী দলনেতার কোনও বক্তব্য পাওয়া যায়নি।
সংবাদ শিরোনামে সারদা চিটফান্ড
বলে রাখা প্রয়োজন, সারদা-কাণ্ডের প্রায় দীর্ঘ ৯ বছরের বেশি হয়ে গিয়েছে! কোর্টের নির্দেশে সিবিআই এই মামলার তদন্ত করছে। যদিও এখনও পর্যন্ত এই ঘটনার কোনও দিশা দেখা যায়নি। তবে কুণাল ঘোষকে সেই সময় প্রথম রাজ্যের তৈরি সিট গ্রেফতার করে। মাঝে সমস্ত কিছু চুপ করে গেলেও নতুন করে ফের সংবাদ শিরোনামে সারদা চিটফান্ড কাণ্ড।