বদলা নেওয়ার বার্তা টিএমসির
েনতাজি ইন্ডোরে তৃণমূলের সাংগঠনিক সভায় একের পর এক বিস্ফোরক বার্তা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। তিনি দলীয় কর্মীদের চাঙ্গা করতে বলেছেন,'ইডি, সিবিআই-কে তোয়াক্কা করে না তৃণমূল, ইডি সিবিআইয়ের বরুদ্ধে একাই লড়ার ক্ষমতা রাখেন তাঁরা। পঞ্চায়েত নির্বাচন এবং ২০২৪-র লোকসভা ভোটে বদলা নেব'। তিনি আরও বলেছন অমিত শাহ তৃণমূলকে ভয় করে, সেজন্যই ইডি-সিবিআই দেখিয়ে ধমকে চমকে দমিয়ে রাখার চেষ্টা করছেন' প্রসঙ্গত উল্লেখ্য গতকাল মন্ত্রী মলয় ঘটকের বাড়িতে হানা দিয়েছিল সিবিআই। একসঙ্গে তাঁর ৬টি বাড়িতে হামলা চালানো হয়।
অমিত শাহকে নিশানা
এদিনের সভা থেকে অমিত শাহকে নিশানা করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। অমিত শাহকে পাপ্পু বলে িনশানা করেছেন তিনি। অভিষেক বলেছেন, অমিত শাহ দেেশর সবচেয়ে বড় পাপ্পু। হাজার চেষ্টা করলেও তৃণমূলকে দমিয়ে রাখা যাবে না বলে শাহকে বিঁধেছেন অভিষেক। তিনি বলেছেন, 'অমিত শাহ জাতীয়তাবাদের কথা বলেন, তাঁর ছেলে জাতীয় পতাকা ধরতে অস্বীকার করেন। অমিত শাহর উচিত ছেলেকে ত্যাজ্যপুত্র করা। অমিত শাহ টিমসিকে ভয় পান সেকারণে ইডি সিবিআইকে ভয় দেখানোর চেষ্টা করছে তারা।
পুজোর অনুদান িনয়ে বিজেপিকে নিশানা
দুর্গাপুজোয় মমতা বন্দ্যোপাধ্যায় পুজোর অনুদান ঘোষণা করেছন। তাই নিয়ে বিজেপি একের পরএক িনশানা করেছেন। আদালতে জনস্বার্থ মামলা দায়ের হয়েছে পুজোর অনুদান নিয়ে। পাল্টা বিজেপিকে নিশানা করে অভিষেক বলেছেন'গুজরাতে ৩ হাজার কোটির মূর্তি হলে দুর্গাপুজোয় অনুদান নয় কেন? মুখ্যমন্ত্রী লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পকে অপমান করছে বিজেপি। পেট্রোল-ডিজেলের দাম লিটার প্রতি ১০০ টাকা ছাড়িয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় কারও উপর একটাকা চাপায়নি।'
কুৎসা করে লাভ হবে না
বিজেপি ইচ্ছে করে তৃণমূলের বিরুদ্ধে কুৎসা করছে বলে অভিযোগ করেছন তিনি। অভিষেক বার্তা দিয়েছেন, তৃণমূলে ১ নম্বর, ২ নম্বর, ৩ নম্বর বলে কেউ নেই। তৃণমূলে একমাত্র নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখেও দলের ঐক্যের বার্তাই শোনা গিয়েছে। তিনি বলেছেন ইচ্ছে করে দলের অন্দরে বিভেদ তৈরি করার চেষ্টা করছেন। কারোর প্ররোচনায় পা দেবেন না দলীয় কর্মীদের বার্তা দিয়েছেন মমতা।