শরীর ভাল নেই ব্রিটেনের রািন দ্বিতীয় এলিজাবেথের। চিিকৎসকদের পর্যবেক্ষনে রয়েছেন তিনি। চিকিৎসকরা তাঁর স্বাস্থ্য নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। খবর পেয়েই সেখানে ছুটে গিয়েছেন প্রিন্স চার্লিস এবং তাঁর স্ত্রী ক্যামেলিয়া। প্রিন্স ইউলিয়ামও পৌঁছে গিয়েছেন সেখানে।
৯৬ বছর বয়স হয়েছে রানি দ্বিতীয় এলিজাবেথের। কয়েকদিন আগে একটি বৈঠক বাতিল করেন রািন। তাঁর রাজনৈতিক উপদেষ্টা জানিয়েছিলেন রানির শরীর ভাল নেই। তাই তিিন বৈঠক করতে পারবেন না। তাঁর বিশ্রামের প্রয়োজন। তার পর থেকেই অসুস্থতা বাড়তে থাকে বলে বাকিংহাম প্যালেস সূত্রে খবর পাওয়া গিয়েছে। ২০২১-র অক্টোবর মাস থেকেই অসুস্থ রয়েছেন তিনি। দাঁড়িয়ে থাকতে সমস্যা হচ্ছে তাঁর। বেশি হাঁটতেও পারছেন না। হাঁটতেও সমস্যা হচ্ছিল রািনর।
বৃহস্পতিবার সকাল থেকেই তাঁর চিকিৎসকরা উদ্বেগ প্রকাশ করেন। তারপরই তাঁকে মেডিকল অবজারভেশনে রাখা হয়েছে বলে বাকিংহাম প্যালেস সূত্রে খবর। পরিবারের নিকট পরিজনদর খবরও দেওয়া হয়েছে রানির স্বাস্থ্য নিয়ে। কয়েকদিন আগেই ব্রিটেনের নতুন প্রধানমন্ত্রী লিজ ট্রাস তাঁর সঙ্গে সাক্ষাত করেন। বাকিংহাম প্যালেস সূত্র খবর তারপর থেকেই ভীষণ অসুস্থ হয়ে পড়েছেন রানি। তাঁকে ভীষণ ক্লান্ত দেখাচ্ছে। গত কয়েক সপ্তাহ ধরেই একাধিক অনুষ্ঠান বাতিল করেছেন তিিন। গত ফেব্রুয়ারি মাসে করোনায় আক্রান্ত হয়েছিলেন তিনি। করোনা কাটিয়ে সেরে উঠলেও তার পর থেকে শরীর ভাল যাচ্ছিল না রানির।
খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ব্রিটেনের নতুন প্রধানমন্ত্রী িলজ ট্রাস টুইট করে উদ্বেগ প্রকাশ করেছেন। টুইটে তিনি লিখেছে রানির অসুস্থ নিয়ে গোটা দেশ উদ্বেগে রয়েছে। সকলে তাঁর আরোগ্য কামনা করেছেন। প্রতিমূহূর্তে রািনর শারীরিক অবস্থার আপডেট নেওয়া হচ্ছে।