প্রকাশ্যে মানহানির নোটিশ ছিঁড়ে সাংসদের হুঁশিয়ারি,' 'সত্য বলার অধিকার আছে'

সংবাদমাধ্যমের সামনেই লেফটেন্যান্ট গভর্নর বিনয় কুমার সাক্সেনার দেওয়া মানহানির নোটিশ ছিঁড়ে ফেললেন সঞ্জয় সিং। যিনি কিনা আম আদমি পার্টির রাজ্যসভার সাংসদ। আর এই ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে জোর বিতর্ক। আজ বুধবার একটি সাংবাদিক বৈঠক করেন সঞ্জয় সিং।

আর সেখানেই সাংবাদিকদের সামনে লেফটেন্যান্ট গভর্নরের দেওয়া মানহানির নোটিশ ছিঁড়ে ফেলেলেন।

শুধু তাই নয়, বিনয় কুমার সাক্সেনার নাম করে হুঁশিয়ারি দিয়ে সাংসদ বলেন, ভারতের সংবিধান আমাকে সত্য কথা বলার অধিকার দিয়েছে। দেশের সর্বোচ্চ সংসদের সদস্য হিসেবে আমার সত্য কথা বলার অধিকার আছে।

কোনও দুর্নীতিবাজের পাঠানো নোটিশে আমি কখনই ভিত এবং সন্ত্রস্ত নয় বলেও স্পষ্ট বার্তা আপ সাংসদের। এমন নোটিশকে আমি ১০ বার ছিঁড়ে ফেললেও কিছু যায় আসে না বলেও দিল্লি রাজ্যপালকে কার্যত নরমে গরমে বার্তা তাঁর।

AAP MP @SanjayAzadSln ने LG VK Saxena के Defamation Notice का दिया करारा जवाब 🔥 pic.twitter.com/t9M6NWtVAW

— AAP (@AamAadmiParty) September 7, 2022

আবগারি নীতি সহ একাধিক ইস্যুতে কেজরিওয়াল সরকারের কার্যত ল্যাজেগোবরে অবস্থা। উপ মুখ্যমন্ত্রী মনিশ শিশোদীয়ার বাড়িতে ইতিমধ্যে সিবিআই তল্লাশি হয়েছে। এমনকি সরকারের আবগারি দফতরের একাধিক কর্তাকেও জেরা করা হয়েছে বলে সিবিআই সূত্রে খবর। আর এই ঘটনায় পালটা বিজেপির বিরুদ্ধে রাজনৈতিক প্রতিহিংসার অভিযোগ তুলেছেন অরবিন্দ কেজরিওয়াল।

এমনকি বিরোধীদের কণ্ঠরোধ করার চেষ্টা চলছে বলেও অভিযোগ তাঁর। যদিও বিজেপির মুখপাত্র সম্বিত পাত্র বলেছিলেন যে স্টিং মাস্টার একমাত্র, কেলেঙ্কারিতে অভিযুক্তদের একজনের বাবা পোল খুলেছিলেন। আর এরপরেই পালটা দিয়েছেন দিল্লির উপ মুখ্যমন্ত্রী মণিশ সিসোদিয়া।

বলেন, বিজেপি বহুদিন ধরে চিৎকার করে আসছে যে কেলেঙ্কারি হয়েছে। কখনও 1300 কোটি টাকা, কখনও 8,000 কোটি টাকা, কখনও 500, কখনও 144 কোটি, কখনও 30 কোটি টাকা কেলেঙ্কারি হয়েছে বলে অভিযোগ করা হচ্ছে। সিবিআইকে দিয়ে এফআইআরও করা হয়েছে। জোর করে অন্য মামলাতে আমাকে সিবিআই ফাঁসানোর চেষ্টা করছে বলেও অভিযোগ সে রাজ্যের উপ মুখ্যমন্ত্রীর।

সম্বিত পাত্র বলেন, দিল্লির কেজরিওয়াল সরকারের মদ নীতিই সবচেয়ে বড় কেলেঙ্কারি। এই কেলেঙ্কারিতে দিল্লির মুখ্যমন্ত্রী এবং উপ মুখ্যমন্ত্রী মোটা অঙ্কের টাকা রোজগার করেছে বলেও অভিযোগ বিজেপি। আর এই অভিযোগ পালটা অভিযোগের মধ্যে লেফটেন্যান্ট গভর্নর বিনয় কুমার সাক্সেনার দেওয়া মানহানির নোটিশ ছিঁড়ে তীব্র প্রতিবাদ জানালেন আপ সাংসদ সঞ্জয় সিং। যা নিয়ে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। তবে এই ঘটনায় এখনও বিজেপির তরফে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে সংসদ বলেন, আমি ভয় পাই না।

More AAM ADMI PARTY News  

Read more about:
English summary
Delhi Lt Guv Saxena sends Defamation Notice to AAP MP Sanjay Singh, MP Tears it On Camera.