নিয়ম শিথিল! ইউক্রেন থেকে ফেরা মেডিক্যাল ছাত্রদের জন্য বড় ঘোষণা NMC-র

ইউক্রেনে (Ukraine) যুদ্ধ শুরু হওয়ার পরে সেখানে অধ্যায়নরত হাজার হাজার মেডিক্যাল ছাত্রছাত্রী (Medical Students) দেশে ফিরে এসেছিলেন। তারপর থেকে তাঁরা অনিশ্চয়তার মধ্যে ছিলেন। এবার তাঁদের চিন্তা কিছুটা দূর করল ন্যাশনাল মেডিক্যাল কমিশন। ইউক্রেন থেকে ফেরা ছাত্রছাত্রীরা অন্য যে কোনও দেশের বিশ্ববিদ্যালয়ে স্থানান্তরিত হতে পারবে এবং তাঁদের পড়াশোনা শেষ করতে পারবে বলে জানিয়েছে এনএমসি (NMC)।

বিশেষ পরিস্থিতিতে বিশেষ অনুমতি

বিশেষ পরিস্থিতিতে, ন্যাশনাল মেডিক্যাল কমিশন জানিয়েছে, এইসব ছাত্রছাত্রীরা বিশ্বের যে কোনও দেশে গিয়ে তাদের কোর্স সম্পূর্ণ করতে পারবে। মঙ্গলবার এনএমসির তরফে বলা হয়েছে এই পরিবর্তনটি বিদেশমন্ত্রকের সঙ্গে পরামর্শ করেই করা হয়েছে। সেখানে বলা হয়েছে, এই ধরনের ছাত্রছাত্রীরা কোর্সের বাকি সময়ের জন্য অস্থায়ীভাবে অন্য বিশ্ববিদ্যালয়ে স্থানান্তরিত হতে পারবেন।

এনএমসির আইন

এনএমসির আইনে বলা রয়েছে, দেশের যেসব ছাত্রছাত্রী বাইরের কোনও দেশে মেডিক্যাল পড়তে গিয়েছেন, তাঁদেরকে শুধুমাত্র একটি বিশ্ববিদ্যালয় থেকেই ডিগ্রি অর্জন করতে হবে।

ডিগ্রি দেবে ইউক্রেনের বিশ্ববিদ্যালয়ই

এনএমসির সরকারি বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিদেশের বিশ্ববিদ্যালয়ে কোর্স শেষের পরে ডিগ্রি দেবে ইউক্রেনের যে বিশ্ববিদ্যালয় তাঁরা পড়াশোনা শুরু করেছিলেন, সেইসব বিশ্ববিদ্যালয়।

বাকি সব ধারা একই থাকছে

ন্যাশনাল মেডিক্যাল কমিশনের তরফে জানানো হয়েছে, ছাত্রছাত্রীদের অন্য বিশ্ববিদ্যালয়ের কোর্স শেষের জন্য পড়াশোনা করতে নো-অবজেকশন সার্টিফিকেট দেওয়া হলেও, ২০০২ সালের স্ক্রিনিং টেস্টের নিয়মকানুন একই থাকছে। সেক্ষেত্রে কোনও পরিবর্তন করা হচ্ছে না বলেও জানানো হয়েছে।

আক্রান্ত কৃষক, শ্রমিক, ছোট ও মাঝারি ব্যবসায়ীরা! ভারত জোড়ো যাত্রার শুরুতে বিজেপিকে নিশানা রাহুলেরআক্রান্ত কৃষক, শ্রমিক, ছোট ও মাঝারি ব্যবসায়ীরা! ভারত জোড়ো যাত্রার শুরুতে বিজেপিকে নিশানা রাহুলের

More MEDICAL News  

Read more about:
English summary
Relaxasion in rules, NMC's big announcement for returning medical students from Ukraine
Story first published: Wednesday, September 7, 2022, 20:41 [IST]