চ্যাম্পিয়ন্স লিগ জেতানো টুচেলকে বরখাস্ত করল চেলসি,ব্যর্থ বিবাহ-নয়া বান্ধবী হয়ে উঠেছিল ড্রেসিংরুমের আলোচ্য বিষয়

বিগত দুই বছরের একাধিক সাফল্য দেওয়া জার্মান কোচ থমাস টুচেলকে বরখাস্ত করল চেলসি। মঙ্গলবার ক্রোয়েশিয়ার দল ডায়নামো জাগরেবের বিরুদ্ধে চেলসির ০-১ গোলে অবিশ্বাস্য হারের পরই ছেঁটে ফেলা হল টুচেলকে। প্রিমিয়ার লিগের প্রতিপক্ষ ম্যানচেস্টার সিটি'কে পরাস্ত করে ২০২১ চ্যাম্পিয়ন্স লিগ স্ট্যামফোর্ড ব্রিজে এনেছিল চেলসি। চলতি প্রিমিয়ার লিগে ছয় ম্যাচে তিনটিতে জয় নিয়ে টেবিলের ষষ্ঠ স্থানে রয়েছে চেলসি। বাকি তিনটি ম্যাচের মধ্যে একটি ড্র এবং দু'টি হারে নীল জার্সিধারীরা।

টুচলের সময়ে তিনটি ট্রফি জিতেছে চেলসি। উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ ছাড়াও ক্লাবের ট্রফি ক্যাবিনেটে এসেছে উয়েফা সুপার কাপ এবং ক্লাব বিশ্ব কাপ। ক্লাবের পক্ষ থেকে প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছেন, "চেলসি এফসি'র প্রত্যেকের পক্ষ থেকে ক্লাব থমাস এবং তাঁর সহকারীদের ধন্যবাদ জানায় ক্লাবকে দেওয়া তাঁদের সময়ের জন্য। চ্যাম্পিয়ন্স লিগ, সুপার কাপ এবং ক্লাব বিশ্বকাপ জেতার ফলে চেলসির ইতিহাসে স্থান করে নিয়েছেন থমাস। ক্লাবের নতুন মালিক পক্ষ দায়িত্ব নেওয়ার ১০০ দিন পূর্ণ হওয়ার পর এবং ক্লাবকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য মনে করে এটাই সঠিক সময় এই পরিবর্তনের জন্য। ক্লাব নতুন প্রধান কোচ নিযুক্ত না করা পর্যন্ত চেলসির কোচিং স্টাফ দলের ট্রেনিং এবং পরবর্তী ম্যাচগুলির দায়িত্বে থাকবে। নতুন প্রধান প্রশিক্ষক নিযুক্ত না হওয়ার পর্যন্ত আর কোনও মন্তব্য করা হবে না।"

বিভিন্ন রিপোর্ট মারফত জানা গিয়েছে ব্যক্তিগত জীবনে ভাল সময়ের মধ্যে দিয়ে যাচ্ছেন না টুচেল। তাঁর ব্যক্তিগত জীবন ড্রেসিং রুমে ফুটবলারদের আলোচনার বিষয় হয়ে উঠেছিল। ব্যর্থ বিবাহ এবং টুচেলের নতুন বান্ধবী আলোচনার বিষয় হয়ে উঠেছিল ড্রেসিংরুমে। জানা গিয়েছে তাঁর ব্যক্তিগত জীবন এবং অনিয়মিত আচরণের জন্য জার্মান ম্যানেজার টুচেলের উপর চেলসির স্কোয়াড আস্থা হারিয়েছে।" সূত্রের খবর অনুযায়ী ব্রাইটনের প্রশিক্ষক গ্রাহাম পটার চেলসির পরবর্তী কোচ হওয়ার জন্য ফেভারিট। তাঁকে চাইছে ক্লাবের নতুন মালিক পক্ষও। পটারের সঙ্গে চেলসির কথা বলার উপর অনাপত্তি জানিয়েছে ব্রাইটন। চেলসির কোচ হওয়ার জন্য পছন্দের তালিকায় রয়েছে জিনেদিন জিডান। কিন্তু কিংবদন্তি এই ফুটবলারের লক্ষ্য দিদিয়ে দেঁশচ্যাম্পসের থেকে ফ্রান্সের মূল দলের দায়িত্ব হাতে পাওয়া বিশ্বকাপের পর। তবে সব দিক থেকে দেখলে পটারই এগিয়ে রয়েছেন চেলসির পরবর্তী কোচ হওয়ার জন্য।

More CHELSEA News  

Read more about:
English summary
Chelsea part ways with Thomas Tuchel. Tuchel won Champions League, Super Cup, Club World Cup with the blues.
Story first published: Wednesday, September 7, 2022, 19:26 [IST]