অভিযুক্ত ২৭ বছর ধরে অপরাধ জগতে
পুলিশের তদন্তে বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। জানা যাচ্ছে।, অভিযুক্ত অনিল গত ২৭ বছর ধরে অপরাধ জগতের সঙ্গে যুক্ত। তার বিরুদ্ধে গাড়ি চুরি ছাড়াও হত্যা, অস্ত্র আইন ও চোরাচালানের মতো একাধিক মামলা রয়েছে। অন্তত ১৮০ টি মামলা অনিলের বিরুদ্ধে রিয়েছে বলেও খবর। দীর্ঘদিন ধরেই অনিলের খোঁজে তল্লাশি চালাচ্ছিল পুলিশ। কিন্তু কিছুতেই লোকেট করতে তদন্তকারীরা পারছিলেন না বলেই খবর। 90 এর দশকে সবচেয়ে বেশি (মারুতি 800) গাড়ি চুরি করেছে সে। সে গাড়ি চুরি করে জম্মু ও কাশ্মীর, নেপাল ও উত্তর-পূর্ব সহ রাজ্যের বিভিন্ন জায়গাতে পাচার করে দিত। ফলে গাড়িগুলিকে খুঁজে পাওয়া কার্যত মুসকিল ছিল পুলিশের কাছে।
একাধিক রাজ্যে অপরাধের সঙ্গে যুক্ত
শুধু দিল্লিতেই নয়, একাধিক রাজ্যে অনিল চৌহানের কুকীর্তি ছড়ানো। বিস্তৃত তাঁর অপরাধের সীমা। আর সেই কারণে দিল্লি পুলিশের আগেও গ্রেফতার করা হয়েছে অনিলকে। কিন্তু ছাড়া পেয়ে ফের একবার অপরাধের জগতে ঢুকে যায় সে। পুলিশ সূত্রে জানা যাচ্ছে, গাড়ি চুরির ব্যবসা থেকে প্রচুর সম্পত্তির মালিক অনিল চৌহান। দিল্লি, মুম্বাই এবং উত্তর-পূর্বের একাধিক রাজ্যে তাঁর সম্পতি ছড়ানো রয়েছে বলেও পুলিশ সূত্রে খবর। সেই সমস্ত জায়গাতে তল্লাশি চালানো হবে বলেও খবর।
আর্থিক তছরুপের মতো মারাত্মক অভিযোগ রয়েছে
অভিযুক্তের বিরুদ্ধে অর্থ পাচারের মতো মারাত্মক মামলাও রয়েছে। আর তা করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। 1990 সালে, তিনি দিল্লির খানপুর এলাকায় থাকতেন এবং একটি অটোরিকশা চালাতেন। আর এরপরেই অনিলের অপরাধ জগতে ঢুকে পড়া। এরপর আর পিছনে তাকাতে হয়নি তাঁকে। সাম্প্রতিক সময়েও সে অস্ত্র চোরাচালান করত বলেও জানতে পেরেছে পুলিশ।