দেশে মহিলাদের তুলনায় পুরুষদের আত্মহত্যার প্রবণতা বেশি, দাবি এনসিআরবি-র রিপোর্টের

সম্প্রতি ন্যাশনাল ক্রাইম রেকর্ড ব্যুরো দেশে আত্মহত্যার হার নিয়ে একটি বিস্তারিত প্রতিবেদন প্রকাশ করেছে। বয়সের ভিত্তি নারী ও পুরুষদের আত্মহত্যার প্রবণতার অনুপাত সেখানে প্রকাশ করা হয়েছে। দেখা গিয়েছে, ১৮ বছর পর্যন্ত মহিলা ও পুরুষদের মধ্যে আত্মহত্যার হার প্রায় এক। কিন্তু ৪৫ থেকে ৬০ বছরের মধ্যে এই অনুপাত অস্বাভাবিকভাবে পাল্টে যায়। এই বয়সের মধ্যে মহিলার থেকে পুরুষের আত্মহত্যার হার প্রায় ৫ গুন বেশি।

কী বলা হয়েছে এনসিআরবি-র রিপোর্টে

ন্যাশনাল ক্রাইম রেকর্ড ব্যুরোর তরফে জানানো হয়েছে, ১৮ বছর পর্যন্ত মহিলা ও পুরুষদের মধ্যে আত্মহত্যার হার প্রায় এক থাকে। ২০২১ সালের রিপোর্টের ভিত্তিতে দেখা গিয়েছে, ১৮ বছর বয়স পর্যন্ত মহিলাদের আত্মহত্যার সংখ্যা ৫,৬৫৫ ও পুরুষদের আত্মহত্যার সংখ্যা ৫,০৭৫। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে পুরুষ ও মহিলাদের মধ্যে আত্মহত্যার অনুপাত বাড়তে থাকে। এনসিআরবির রিপোর্টে দেখা গিয়েছে, ১৮ থেকে ৩০ বছরের মধ্যে পুরুষ ও মহিলাদের আত্মহত্যার অনুপাত ২ : ১। রিপোর্ট অনুযায়ী এই বয়সের ব্যবধানে ৩৭,৯৪১ জন পুরুষ ও ১৮,৫৮৮ জন মহিলা আত্মহত্যা করেছে। ৩০ থেকে ৪৫ বছরের ব্যবধানে মহিলা ও পুরুষদের মধ্যে আত্মহত্যার ব্যবধান বেড়ে গিয়ে দাঁড়ায় ৩ :১। এই বয়সের ব্যবধানে ৪০,৪১৫ জন পুরুষ ও ১১,৬২৯ জন মহিলা আত্মহত্যা করেছেন। ৪৫ থেকে ৬০ বছরের ব্যবধানে আত্মহত্যার অনুপাত হয় ৫ :১। এই বয়সের ব্যবধানে ২৪,৫৫৫ জন পুরুষ ও ৫,৬০৭ জন মহিলা আত্মহত্যা করেছেন।

পুরুষদের আত্মহত্যার হার বেশির কারণ

পারিবারিক, ব্যক্তিগত, কর্মক্ষেত্রে চাপের মুখে পড়ে বেশিরভাগ পুরুষ আত্মহত্যা করছেন বলে রিপোর্টে জানানো হয়েছে। পুরুষদের অধিকারের লড়াইয়ের সঙ্গে যুক্ত কর্মীরা জানিয়েছেন, নারীর ক্ষমতায়নের প্রভাব সমাজের ওপর পড়ছে। মহিলাদের আত্মহত্যার হার অনেক কম। কিন্তু তার নেতিবাচক প্রভাব পুরুষদের ওপর পড়ছে। তাঁরা পুরুষদের একাধিক সুরক্ষামূলক সুবিধা দেওয়ার পক্ষে সওয়াল করেন। তাঁরা প্রশ্ন তোলের মহিলা কমিশনের মতো কেন পুরুষ কমিশন হতে পারে না? একটি স্বেচ্ছাসেবী সংস্থার চেয়ারম্যান বরখা ত্রেহান বলেন, লিঙ্গ নিরপেক্ষভাবে আইন তৈরি করা উচিত। মহিলাদের সুরক্ষার জন্য ৫০টির বেশি আইন রয়েছে। কিন্তু পুরুষদের সুরক্ষার জন্য একটিও আইন নেই।

বিপদের মুখে পুরুষরা

স্বেচ্ছাসেবী সংস্থার তরফে জানানো হয়েছে, এই রিপোর্টে স্পষ্ট বোঝা যায়, সমাজে সব থেকে বেশি হতাশায় রয়েছেন পুরুষরা। সব থেকে বেশি বিপদের মুখে পড়েছেন পুরুষরা। দেশজুড়ে প্রতি ৪.৪৫ মিনিটে একজন পুরুষ আত্মহত্যা করেন। সেখানে প্রতি ৯টি একজন মহিলা আত্মহত্যা করেন। অন্য একটি তথ্য দেখায়, বিবাহিত পুরুষদের আত্মহত্যার হার বিবাহিত মহিলাদের আত্মহত্যার হারের প্রায় তিনগুন। ২০২১ সালের রিপোর্ট অনুযায়ী ৮১,০৬৩ জন পুরুষ আত্মহত্যা করেছেন। সেখানে মহিলাদের সংখ্যা ২৮,৬৬০।

ভারতে বাড়ছে আত্মহত্যা

ন্যাশনাল ক্রাইম ব্যুরো রিপোর্ট অনুযায়ী ভারতে ক্রমেই আত্মহত্যার মতো ঘটনা বাড়ছে। রিপোর্ট অনুযায়ী, ২০২০ সালের তুলনায় ২০২১ সালে আত্মহত্যার হার ৭.২ শতাংশ বেড়েছে। রিপোর্টে আরও জানা গিয়েছে, ভারতে বেশিরভাগ আত্মহত্যা গলায় ফাঁস লাগিয়েই করা হয়েছে। পারিবারিক সমস্যা, শারীরিক অসুস্থতা জনিত একাধিক ঘটনার জেরে আত্মহত্যার প্রবণতা ভারতে বেড়ে গিয়েছে।

More SUICIDE News  

Read more about:
English summary
NCRB report revealed that men are more suicidal than women
Story first published: Tuesday, September 6, 2022, 19:24 [IST]