চরম বিদ্যুৎ সংকটে বাংলাদেশ
করোনা কালে অর্থনৈতিক সংকট সাফল্যের সঙ্গে মোকাবিলা করেছে বাংলাদেশ। কিন্তু ২০২২ সালের প্রথম থেকেই চরম জ্বালািন সংকটে ভুগছে গোটা দেশ। তার জেরে বিপুল বিদ্যুৎ সংকট তৈরি হয়েছে। কারণ অধিকাংশটাই তাপবিদ্যুৎ থেকে হয়ে থাকে বাংলাদেশে। পরিস্থিতি মোকাবিলায় শেষে সপ্তাহে একদিন স্কুলের অতিরিক্ত ছুটি ঘোষণা করা হয়েছে। সেই সঙ্গে সরকারি অফিসেও কাজের সময় কমিয়ে দেওয়া হয়।
অগ্নিমূল্য পেট্রোল-ডিজেল
গত কয়েক মাসে জ্বালানি তেলের দাম অস্বাভাবিক হারে বেড়েছে বাংলাদেশে। ইউক্রেন-রাশিয়ার যুদ্ধর জেরে ভারতকেও সেই পরিস্থিতির মোকাবিলা করতে হয়েছে। শ্রীলঙ্কায় যেমন হাজার টাকা লিটার দরে বিক্রি হচ্ছিল পট্রোল-ডিজেল। সেই পরিস্থিতির দিকে এগোচ্ছিল বাংলাদেশ। এই নিয়ে প্রতিবাদে উত্তাল হয়েছিল দেশ। সেই পরিস্থিতি ভারত সাফল্যের সঙ্গে কাটিয়ে উঠেছে। সেই অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে বাংলাদেশকে সহযোগিতার আশ্বাস দিয়েছেন।
পারস্পরিক সহযোগিতার আশ্বাস
করোনা পরিস্থিতিতেও বাংলাদেশকে সহযোগিতা করেছে ভারত। করোনা টিকা পাঠানো থেকে শুরু করে করোনা চিকিৎসার সরঞ্জাম পাঠিয়েছে ভারত। মোদী-হাসিনা বৈঠকে সেই পারস্পরিক সহযোগিতার সম্পর্ককে এগিয়ে নিয়ে যাওয়ার বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মোদীর সঙ্গে বৈঠকের আগেই দুই দেশের বন্ধুত্বের বার্তা দিয়েছিলেন শেখ হাসিনা। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে ভারতের অবদান স্মরণ করিয়েছেন।