বিজয় দিবসের আগেই প্রতিশ্রুতিবদ্ধ! শেখ হাসিনার সঙ্গে গৌতম আদানির সাক্ষাতে উঠে এল যেসব বিষয়

চারদিনের ভারত সফরের প্রথম দিনেই নয়াদিল্লিতে শিল্পপতি গৌতম আদানির (Gautam Adani) সঙ্গে বৈঠক করলেন বাংলাদেশের (Bangladesh) প্রধানমন্ত্রী শেখ হাসিনা (sheikh hasina)। সাহসী দৃষ্টিভঙ্গীর কারণে আদানি হাসিনার প্রশংসাও করেন। চলতি বছরের ডিসেম্বরের মধ্যে গোড্ডা তাপবিদ্যুৎ কেন্দ্র থেকে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহের লাইনের কাজ শেষ হয়ে যাবে বলে আশা প্রকাশ করেছেন গৌতম আদানি।

সাক্ষাত নিয়ে আদানির টুইট

বাংলাদেশের প্রধানমন্ত্রীর সঙ্গে তাঁর সাক্ষাত নিয়ে টুইট করেছেন বিশ্বের তৃতীয় ধনী ব্যক্তি। সেখানে তিনি বলেছেন, দিল্লিতে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করাটা সম্মানের বিষয়। বাংলাদেশের জন্য তাঁর দৃষ্টিভঙ্গী অনুপ্রেরণামূলক এবং অত্যাশ্চর্যভাবে সাহসী।
সেখানে তিনি আরও বলেছেন. ১৬০০ মেগাওয়াটের গোড্ডা তাপবিদ্যুৎ প্রকল্পের ডেডিকেটেড ট্রান্সমিশন লাইন ২০২২-এর ১৬ ডিসেম্বরের মধ্যে চালু করতে প্রতিশ্রুতিবদ্ধ বলে জানিয়েছেন তিনি।

ঝাড়খণ্ডের গোড্ডায় তৈরি হয়েছে তাপবিদ্যুৎ কেন্দ্র

আদানি গ্রুপের সংস্থা আদানি পাওয়ার ঝাড়খণ্ডের গোড্ডায় ১৬০০ মেগাওয়াটের তাপবিদ্যুৎ কেন্দ্র তৈরি করেছে। সেখান থেকে ডেডিকেটেড ট্রান্সমিশন লাইনের মাধ্যমে বাংলাদেশের পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ডকে বিদ্যুৎ সরবরাহ করা হবে।

চারদিনের ভারত সফরে শেষ হাসিনা

সোমবার ভারতে এসেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার সকালে তাঁকে রাষ্ট্রপতি ভবনে গার্ড অফ আনার দেওয়া হয়। সোমবার তিনি ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে বৈঠক করেন। ভারতের রাষ্ট্রপতি দৌপদী মুর্মু এবং উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়ের সঙ্গেও তিনি সাক্ষাৎ করবেন।
সোমবার বৈঠকের পরে ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর বলেছেন. বাংলাদেশের প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাত করতে পেরে তিনি আনন্দিত।

ভারত অনেক কিছু করতে পারে

সোমবার নয়াদিল্লিতে বাংলাদেশের হাইকমিশনের তরফে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সংবর্ধনাও দেওয়া হয়। সেই সময় সাংবাদিক প্রশ্নের উত্তরে হাসিনা বলেন. রোহিঙ্গা শরণার্থীদের সমস্যার সমাধানে ভারত গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে। তিনি আরও বলেছেন, ভারত একটা বড় দেশ। তারা বাংলাদেশকে সমস্যা মোকাবিলায় সহায়তা করতে অনেক কিছু করতে পারে।
এবার শেখ হাসিনার প্রতিনিধি গলে রয়েছেন সেদেশের বিদেশমন্ত্রী একেআবদুল মোমেন, বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি, রেল মন্ত্রী নুরুল ইসলাম সুজন, মুক্তিযুদ্ধ মন্ত্রী মোজাম্মেল হক এবং প্রধানমন্ত্রী আর্থিক বিষয়ক উপদেষ্টা মসিউর একেএম রহমান।
হাসিনার এবারের সফরে কুশিয়ারা নদীর জলবন্টন নিয়ে চুক্তি স্বাক্ষরিত হতে পারে। গত বছরে শেখ মুজিবর রহমানের জন্মশতবর্ষ এবং বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের ৫০ বছর উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে যোগ দিতে বাংলাদেশে গিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

বৃহস্পতিবার শেখ হাসিনা রাজস্থানের আজমের শরিফে মইনুদ্দিন চিসতির দরগায় যেতে পারেন। এর আগে ২০১৯-এর অক্টোবরে তিনি নয়াদিল্লিতে এসেছিলেন।

নির্দিষ্ট পোশাকে স্কুলে যাওয়া কি ধর্মীয় অধিকারের অঙ্গ? হিজাব বিতর্কে মিনি-মিডি প্রসঙ্গ সুপ্রিম কোর্টেরনির্দিষ্ট পোশাকে স্কুলে যাওয়া কি ধর্মীয় অধিকারের অঙ্গ? হিজাব বিতর্কে মিনি-মিডি প্রসঙ্গ সুপ্রিম কোর্টের

More GAUTAM ADANI News  

Read more about:
English summary
Gautam Adani talks to Sheikh Hasina on Godda Thermal Power Project before Vijay Diwas