এশিয়া কাপ থেকে ছিটকে দিয়েছিল হাঁটুর চোট, সফল অস্ত্রোপচারের পর জাদেজার মাঠে ফেরার সময়সীমা নিয়ে চর্চা

এশিয়া কাপে গ্রুপ পর্বের শেষেই ছিটকে যান রবীন্দ্র জাদেজা। ভারতীয় অলরাউন্ডারকে দীর্ঘদিন ধরে ভোগাচ্ছিল হাঁটুর চোট। হংকংয়ের বিরুদ্ধে ম্যাচের পর সেই সমস্যা আরও বেড়ে যায়। এরপরই জাদেজার পরিবর্ত হিসেবে ডেকে নেওয়া হয় অক্ষর প্যাটেলকে। আজ জাদেজা ইনস্টাগ্রাম পোস্টে লিখেছেন, তাঁর চোট সারাতে সফল অস্ত্রোপচার হয়েছে।

(ছবি- রবীন্দ্র জাদেজার ইনস্টাগ্রাম)

দুটি ছবি পোস্ট করে জাড্ডু আরও জানিয়েছেন, দ্রুতই রিহ্যাব শুরু হবে। যত দ্রুত সম্ভব তিনি ক্রিকেট মাঠে ফেরার জন্য মুখিয়ে রয়েছেন। এখন সবথেকে বড় প্রশ্ন হলো, এই অপারেশনের পর মাস দেড়েকের মধ্যেই তিনি টি ২০ বিশ্বকাপে খেলার জন্য ফিট হতে পারবেন কিনা।

More ASIA CUP News  

Read more about:
English summary
Ravindra Jadeja Who Had To Leave Indian Camp At Asia Cup Due To Knee Injury Has Undergone Surgery For The Issue. He Expects To Start Rehab Soon And Try To Get Back To Cricket Soon.
Story first published: Tuesday, September 6, 2022, 20:25 [IST]