কমিউনিস্টদের নির্মম অত্যাচার ম্যাগসেসের, শৈলজার পুরস্কার প্রত্যাখ্যানের কারণ জানাল দল

ভারতের কমিউনিস্ট পার্টির প্রবীণ নেতা তথা কেরলের প্রাক্তন স্বাস্থ্যমন্ত্রী কেকে শৈলজা আগেই ব়্যামন ম্যাগসেসে পুরস্কার প্রত্যাখ্যান করেছেন। এশিয়ার অন্যতম সর্বোচ্চ সম্মান হিসেবে ব়্যামন ম্যাগসেসে পুরস্কারকে গণ্য করা হয়। তিনি জানিয়েছিলেন, কেন্দ্রীয় দলের নেতাদের সঙ্গে আলোচনা করে এই সিদ্ধান্ত নিয়েছেন। ভারতীয় কমিউনিস্ট পার্টির এই সিদ্ধান্তে কেরল সহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে মিশ্র প্রতিক্রিয়া পাওয়া গিয়েছে। কেরলের কমিউনিস্ট পার্টির সমর্থক এই সিদ্ধান্ত মেনে নিতে পারেননি। কেন ব়্যামন ম্যাগাসেসে পুরস্কার প্রত্যাখ্যান করা হল, তা কমিউনিস্ট পার্টির তরফে জানানো হল।

কী বললেন কেরলের প্রাক্তন স্বাস্থ্যমন্ত্রী

কেরলের প্রাক্তন স্বাস্থ্যমন্ত্রী কেকে শৈলজা আগেই ব়্যামন ম্যাগসেসে পুরস্কার প্রত্যাখ্যানের কারণ জানিয়েছিলেন। তিনি বলেন, 'ব্যক্তিগতভাবে এই পুরস্কারের জন্য আমার নাম নথিভুক্ত করা হয়েছিল। কিন্তু করোনা মহামারীর সময় রাজ্যের স্বার্থে আমি একা কোনও কাজ করিনি। এটি আমাদের সম্মিলিত চেষ্টা ছিল। তাই আমি এই পুরস্কার গ্রহণ না করার সিদ্ধান্ত নিয়েছি। আমি তাদের ধন্যবাদ জানিয়ে বিনয়ের সঙ্গে পুরস্কারটি প্রত্যাখ্যান করেছিলাম।'

সীতারাম ইয়েচুরির দাবি

সিপিআই(এম) এর সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি জানান, পুরস্কারটি ব়্যামন ম্যাগসেসের নামে। তিনি এক সময় ফিলিপিন্সে কমিউনিস্টদের ওপর নির্মম অত্যাচার করেছিলেন। সাংবাদিকদের মুখোমুখি হয়ে সীতারাম ইয়েচুরি বলেন, 'কেরলে জনস্বাস্থ্য পরিষেবার জন্য এই পুরস্কারটি দেওয়া হচ্ছে। কিন্তু এটি কেরলের এলডিএফ সরকার ও স্বাস্থ্যবিভাগের সম্মিলিত চেষ্টার ফল। কোনও ব্যক্তিগত চেষ্টা এখানে প্রাধান্য পায়নি।' এছাড়াও তিনি জানান, ব়্যামন ম্যাগসেসে এখনও পর্যন্ত কোনও সক্রিয় রাজনীতিবিদকে দেওয়া হয়নি। সেই কারণে কেন্দ্রীয় কমিটির তরফে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

অন্যান্য বাম নেতাদের দাবি

কেরলের প্রাক্তন স্বাস্থ্যমন্ত্রী কেকে শৈলজার পুরস্কার প্রত্যাখ্যান প্রসঙ্গে অন্যান্য বাম নেতারা বলেন, ম্যাগসেসে একজন কট্টর কমিউনিস্ট বিরোধী ছিলেন। ১৯৫০ দশকে ফিলিপিন্সে কমিউনিস্টদের একটি আন্দোলনকে নিষ্ঠুরভাবে দমন করেছিলেন। সেই সময় ফিলিপিন্সের সেন্ট্রাল লুজোনের কৃষকরা একটি কমিউনিস্ট গেরিলা আন্দোলন সংগঠিত করেছিল। যিনি কমিউনিস্টদের নির্মম পীড়ন করেছিলেন, তাঁর নামে এই পুরস্কার। তাই শৈলজা অত্যন্ত বিনয়ের সঙ্গে এই পুরস্কার প্রত্যাখ্যান করেছেন।

সিদ্ধান্তের বিরোধিতায় সমর্থকরা

দলের এই সিদ্ধান্তের বিরোধিতা করেছেন সিপিআই-এমের একাধিক কর্মী সমর্থকরা। কোট্টোয়াম ভিত্তিক ব্যবসায়ী তথা সিপিআই-এমের সমর্থক সজীব থমাস জানিয়েছেন, রাজ্যের মুখ্যমন্ত্রী পিনরাই বিজয়ন নিজে একা লাইম লাইটে থাকতে চান। দলের অভ্যন্তরে বা মন্ত্রিসভায় কেউ তাঁর থেকে জনপ্রিয় হোক, তা তিনি কখনই চান না। সেই কারণেই শৈলজাকে এই সম্মান নিতে বাধা দেওয়া হয়েছে।

মুখ্যমন্ত্রীর পরিবারের সম্পত্তি বৃদ্ধি মামলার গ্রহণযোগ্যতা নিয়ে হলফনামা চাইল হাইকোর্ট মুখ্যমন্ত্রীর পরিবারের সম্পত্তি বৃদ্ধি মামলার গ্রহণযোগ্যতা নিয়ে হলফনামা চাইল হাইকোর্ট

More KERALA News  

Read more about:
English summary
CPIM claims KK Shailaja turns down Magsaysay award due to oppression of communists
Story first published: Tuesday, September 6, 2022, 17:38 [IST]