ম্যাচের দিনক্ষণ:
এএফসি কাপ ২০২২-এ এটিকে মোহনবাগান বনাম কুয়ালা লামপুর সিটি এফসি'র মধ্যে হতে চলা ইন্টার জোন প্লে-অফ সেমিফাইনাল ম্যাচটি ৭ সেপ্টেম্বর (বুধবার) কলকাতার যুবভারতী ক্রীড়াঙ্গণে অনুষ্ঠিত হতে চলেছে। এই ম্যাচটি শুরু হবে সন্ধ্যা সাড়ে ছ'টা থেকে।
টিভিতে কোথায় দেখবেন ম্যাচ:
এএফসি কাপ ২০২২-এ এটিকে মোহনবাগান বনাম কুয়ালা লামপুর সিটি এফসি'র মধ্যে হতে চলা ইন্টার জোন প্লে-অফ সেমিফাইনাল ম্যাচটি দেখা যাবে স্টার স্পোর্টস নেটওয়ার্কে অর্থাৎ স্পোর্টস ১, স্টার স্পোর্টস ১ এইচডি, স্টার স্পোর্টস ২, স্টার স্পোর্টস ২ এইচডি-তে এই ম্যাচটি দেখতে পাবেন। স্টার স্পোর্টস ১ বাংলায় বাংলা ভাষায় ধারাভাষ্য উপভোগ করতে পারবেন বাঙালি ফুটবলপ্রেমী মানুষেরা।
অনলাইনে কী ভাবে দেখবেন এই ম্যাচ:
টিভিতে যদি ম্যাচ দেখা সম্ভব না হয় এবং আপনার কাছে কোনও অ্যান্ড্রোয়েড বা আইফোন থাকে তা হলে সহজেই নিজের ফোন বা ট্যাবে এই ম্যাচ দেখতে পারবেন। এএফসি কাপ ২০২২-এ এটিকে মোহনবাগান বনাম কুয়ালা লামপুর সিটি এফসি'র মধ্যে হতে চলা ইন্টার জোন প্লে-অফ সেমিফাইনাল ম্যাচটি দেখা যাবে হটস্টারে।
যে পথে এএফসি কাপ ২০২২-এর ইন্টার জোনাল সেমিফাইনালে পৌঁছায় এটিকে মোহনবাগান:
এটিকে মোহনবাগান এএফসি ইন্টার জোনাল সেমিফাইনালে পৌঁছায় কোয়ালিফায়ার রাউন্ড খেলে। যোগ্যতা অর্জনকারী পর্বে শ্রীলঙ্কার ব্লু স্টার দলকে ৫-০ গোলে এবং বাংলাদেশের ঢাকা আবহনীকে ৩-১ গোলে হারিয়ে গ্রুপ পর্বে নিজেদের জায়গা করে নেন সবুজ-মেরুন। মূল পর্বে গ্রপ 'ডি'-তে প্রথম ম্যাচেই অপর ভারতীয় দল গোকুলাম কেরলের বিরুদ্ধে বিধ্বস্ত হয় এটিকে মোহনবাগান। ওই ম্যাচেই চোট পেয়ে মাঠের বাইরে চলে যান স্প্যানিশ ডিফেন্ডার তিরি। এখনও সেই চোট তিনি কাটিয়ে উঠতে পারেননি। প্রথম ম্যাচ হারলেও পরবর্তী দুই ম্যাচে দারুণ ভাবে ফিরে আসে পালতোলা নৌকার সাওয়ারিরা। মাজিয়া এফসি এবং বসুন্ধরা কিংসকে পর পর দুই ম্যাচে হারিয়ে ৬ পয়েন্ট নিয়ে গ্রুপ টপার হয়ে এএফসি ইন্টার জোনাল সেমিফাইনালে পৌঁছয় এটিকে মোহনবাগান।