অঘটনের ওপেন থেকে বিদায় নাদালের, হেঁয়ালি রেখে গেলেন আবারও কোর্টে ফেরা নিয়ে

এ বারের ইউএস ওপেনের নাম বদলে অঘটনের ওপেন বললে সেটা একেবারেই উপযুক্ত হবে বছরের শেষ গ্র্যান্ড স্ল্যাম বর্ণনা করা হবে। সেরেনা উইলিয়ামস, ভেনাস উইলিয়াম, ড্যানিল মেদভেদেভ, এমা রাডুকানুর মতো বিশ্ব টেনিস শীর্ষ স্থানীয় তারকাদের পর এ বার ইউএস ওপেন ২০২২-এর প্রি-কোয়ার্টার ফাইনাল থেকে ছিটকে গেলেন রাফায়েল নাদাল। স্প্যানিশ তারকা'কে কার্যত একপেশে ভাবে পরাজিত করেন আমেরিকার প্রতিযোগী ফ্রান্সে তিয়াফো।

মঙ্গলবার আর্থার অ্যাশে অঘটন ঘটানো তিয়াফো তৃতীয় মার্কিন টেনিস খেলোয়াড় যিনি পরাজিত করলেন রাফায়েল নাদালকে। এ দিন নাদালকে ৬-৪, ৪-৬, ৬-৪, ৬-৩ ব্যবধানে পরাজিত করেন তিনি। এ দিন শুরুতেই অঘটনের ইঙ্গিত দিয়েছিলেন ফ্রান্সে টিয়াফো। প্রথম সেটে তাঁর দাপুটে জয় সেই ইঙ্গিত দিলেও তাতে খুব বেশি চোখ কপালে ওঠেনি নাদালের ভক্তদের কারণ প্রথম এবং দ্বিতীয় রাউন্ডেও প্রথম সেট হেরে পরবর্তী তিনটি সেট জিতে ম্যাচ বের করেনিয়েছিলেন প্রাক্তন বিশ্ব চ্যাম্পিয়ন। এখানেই সেই রকমই কিছু হতে চলেছে মনে হচ্ছিল যখন ২২টি গ্র্যান্ডস্ল্যামের মালিক দ্বিতীয় সেটে ৬-৪ ব্যাবধানে জিতে ম্যাচে সমতা ফিরিয়ে আনেন। তবে, এর পরের দুই সেটে যা ফলাফল হয় তার জন্য কোনও ভাবেই প্রস্তুত ছিলেন না বাম হাতি টেনিস নক্ষত্র এবং তাঁর ভক্তরা। দ্বিতীয় সেটে ম্যাচে সমতা ফেরানো নাদাল তৃতীয় সেট জিতে ম্যাচের রাশ হাতে তুলে নেবে এমনটাই আশা করেছিল গোটা আর্থার অ্যাশ কিন্তু ঘটল উল্টোটাই। তৃতীয় সেটে স্প্যানিশ মহানক্ষত্র পরাজিত হন ৪-৬ ব্যবঘানে, চতুর্থ সেটে ম্যাচে সমতা ফিরিয়ে আনার সুযোগ থাকলেও তা কাজে লাগাতে পারেননি সুরকির কোর্টের রাজা। তৃতীয় সেটটি হাতছাড়া করেন ৩-৬ ব্যবধানে।

ইউএস ওপেন থেকে ছিটকে যাওয়া দিন প্রতিপক্ষকে কৃতিত্ব দেওয়ার পাশাপাশি আত্ম সমালোচনাও শোনা গিয়েছে নাদালের কন্ঠে। তিনি বলেছেন, "তিয়াফো আজ আমার থেকে ভাল খেলেছে, তাই বাড়ি ফেরার বিমান আজ আময়া ধরতে হবে।" পাশাপাশি সমর্থকদের মনকে কাঁদিয়ে কিংবদন্তি নক্ষত্র আবারও কোর্টে ফেরার উপর অনিশ্চিয়তার প্রবল ছাপ দিয়ে গেলেন। তিনি বলেন, "জানি না আবার কবে ফিরতে পারব। টেনিস ছাড়াও তো জীবনে অনেক গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে।"

এ দিনের হার সম্পর্কে ২২টি গ্র্যান্ডস্ল্যামের মালিক বলেন, "কোনও অজুহাত দিতে চাই না। আমাকে আত্মসমালোচনা করতে হবে। সেভাবেই উন্নতি হবে। সমাধানের পথ বেড় হবে। আজ দীর্ঘ সময় ধরে উচ্চমানে টেনিস খেলতে আমি ব্যর্থ হয়েছি। সেখানে ও (তিয়াফো) অনেকটাই ভাল খেলেছে। আমার আরও ভালো শট মারা উচিত ছিল। টেনিস খেলাটা পোজিশনের উপর নির্ভর করে। খেলোয়াড়কে খুব দ্রুত নড়াচড়া করতে হয় কোর্টে। কিন্তু আজকে আমি আমার প্রতিপক্ষের বিরুদ্ধে বেশি কিছু করতে পারিনি।ভাল অনুশীলন করলেও প্রতিযোগীতা শুরু হতেই আমার খেলার মান পড়ে যায়। বিগত কয়েকটা মাস অনেক কিছু বদলে গিয়েছে। এই সব নিয়ে অজুহাত দিয়ে কোনও লাভ নেই। আমার থেকে ভাল একজনের কাছে আমি আজ হেরেছি। "

More RAFAEL NADAL News  

Read more about:
English summary
Rafael Nadal knocked out from US Open 2022. He lost against Frances Tiafoe in pre-quarter final match.
Story first published: Tuesday, September 6, 2022, 12:03 [IST]