কোহলি আজ একাধিক নজির গড়তে পারেন, টি ২০ আন্তর্জাতিকে শ্রীলঙ্কার বিরুদ্ধে বিরাটের পারফরম্যান্স কেমন?

এশিয়া কাপে আজ অস্তিত্ব রক্ষার লড়াইয়ে নামছে ভারত। সুপার ফোরে পাকিস্তানের কাছে পরাস্ত হওয়ার পর আজ দুবাইয়ে যদি শ্রীলঙ্কার কাছেও ভারত হেরে যায় তাহলে রোহিত শর্মাদের হাতে কার্যত এসে যাবে দেশে ফেরার টিকিট। এই গুরুত্বপূর্ণ ম্যাচে ভারতের ব্যাটিং লাইন আপ নির্ভরশীল বিরাট কোহলির ফর্মের দিকে। চলতি এশিয়া কাপে সর্বাধিক রান সংগ্রহকারীদের তালিকায় থাকা বিরাট ইতিমধ্যেই টানা দুটি অর্ধশতরান হাঁকিয়েছেন।

নজিরের হাতছানি

বিরাট কোহলির সামনে রয়েছে আজ একাধিক নজির গড়ার হাতছানি। আর ৩৯ রান করলেই তিনি চলতি এশিয়া কাপে সর্বাধিক রান সংগ্রহকারী হয়ে যাবেন। পাকিস্তানের মহম্মদ রিজওয়ান ৩ ম্যাচে ১৯২ রান করেছেন। গড় ৯৬, স্ট্রাইক রেট ১২৮, সর্বাধিক স্কোর অপরাজিত ৭৮। তাঁর পরেই রয়েছেন বিরাট কোহলি। বিরাট ৩ ম্যাচে ১৫৪ রান করেছেন। রিজওয়ানের মতো তিনিও দুটি অর্ধশতরান হাঁকিয়েছেন। বিরাটের সর্বাধিক স্কোর আগের ম্যাচে পাকিস্তানের বিরুদ্ধে (৪৪ বলে ৬০)। চলতি এশিয়া কাপে বিরাটের ব্যাটিং গড় ৭৭, স্ট্রাইক রেট ১২৬.২২। বিরাট কোহলির ব্যাটে রানের ধারাবাহিকতা বজায় থাকলে তা ভারতীয় দলের পক্ষেও ইতিবাচকই হবে।

রোহিতের পরেই

বিরাট কোহলি আজ শ্রীলঙ্কার বিরুদ্ধে যদি ৩৮ রান করেন তাহলে বিশ্বের দ্বিতীয় ব্যাটার হিসেবে টি ২০ আন্তর্জাতিকে তিনি সাড়ে তিন হাজার রানের মাইলস্টোন স্পর্শ করবেন। বিরাট ২০১০ সাল থেকে এখনও পর্যন্ত ১০২টি টি ২০ আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন। তাঁর মোট রান ৩৪৬২, গড় ৫০.৯১, স্ট্রাইক রেট ১৩৭.১০। ৩২টি অর্ধশতরান করেছেন, যা টি ২০ আন্তর্জাতিকে সর্বাধিক। এমনকী বিশ্বের কোনও ক্রিকেটার এই ৩২ বার টি ২০ আন্তর্জাতিকে ৫০ বা তার বেশি রান করতে পারেননি। টি ২০ আন্তর্জাতিকে সর্বাধিক রান সংগ্রহকারীদের তালিকায় শীর্ষে থাকা রোহিত শর্মা (১৩৫ ম্যাচে ৩৫৪৮ রান) একমাত্র ক্রিকেটার যিনি এই ফরম্যাটের আন্তর্জাতিক ক্রিকেটে সাড়ে তিন হাজার রান পেরিয়েছেন। দ্বিতীয় স্থানে রয়েছেন নিউজিল্যান্ডের মার্টিন গাপটিল, তাঁর রান ১২১ ম্যাচে ৩৪৯৭। ফলে বিরাট যদি আজ ৩৬ রান করেন তাহলে টি ২০ আন্তর্জাতিকে সর্বাধিক রান সংগ্রহকারীদের তালিকায় দ্বিতীয় স্থান দখল করবেন।

সেরা ব্য়াটিং গড়

বিরাট কোহলির টি ২০ আন্তর্জাতিকে সেরা ব্যাটিং গড় রয়েছে শ্রীলঙ্কার বিরুদ্ধে। ২০২০ সালে তিনি শেষবার শ্রীলঙ্কার বিরুদ্ধে টি ২০ আন্তর্জাতিক খেলেছেন। চলতি বছর ভারত সফরে যখন শ্রীলঙ্কা এসেছিল তখন বিরাট বিশ্রামে ছিলেন। শ্রীলঙ্কার বিরুদ্ধে বিরাট ৬টি টি ২০ আন্তর্জাতিক খেলেছেন, ৬টি ইনিংসে ২ বার অপরাজিত থেকে তিনি ২৫৪ রান করেছেন, সর্বাধিক ৮২। গড ৮৪.৭৫, স্ট্রাইক রেট ১৪০.৬৬। চারটি অর্ধশতরান রয়েছে। ২০১২ থেকে ২০২০ সালের মধ্যে শ্রীলঙ্কার বিরুদ্ধে বিরাটের রান যথাক্রমে ৬৮, ৭৭, অপরাজিত ৫৬, ৮২, অপরাজিত ৩০ এবং ২৬। ২০১২, ২০১৪, ২০১৬ ও ২০১৭ সালে খেলেছেন একটি করে ম্যাচ। এ ছাড়া ২০২০ সালে দেশের মাটিতে টি ২০ সিরিজে খেলেছেন। এই সিরিজের প্রথম ম্য়াচ বৃষ্টিতে ভেস্তে গিয়েছিল, একটি বলও খেলা হয়নি।

চলতি এশিয়া কাপে

চলতি এশিয়া কাপে বিরাট কোহলি দুরন্ত ফর্মে রয়েছেন। প্রথম ম্যাচে পাকিস্তানের বিরুদ্ধে তিনি করেছিলেন ৩৫ রান। এরপর হককং ম্যাচে ৫৯ রান করে অপরাজিত থাকেন। পাকিস্তানের বিরুদ্ধে সুপার ফোরে তাঁর ব্যাট থেকে এসেছে ৬০ রানের ইনিংস। আজকের ম্যাচে ভারতের সাফল্য অনেকাংশেই নির্ভর করবে কিং কোহলির ব্যাটের উপরেই।

More ASIA CUP News  

Read more about:
English summary
Asia Cup: Virat Kohli Needs 38 Runs To Complete 3500 T20I Runs Only After Rohit Sharma. He Needs 39 Runs To Become Highest Run Getter Of The Ongoing Asia Cup.