নজরে ১৪৪টি নির্বাচনী কেন্দ্র
বিজেপি সূত্রের খবর, লোকসভার ১৪৪টি নির্বাচনী এলাকাকে বিভিন্ন ক্লাস্টারে ভাগ করা হয়েছে। প্রতি ক্ষেত্রে একজন মন্ত্রীকে দায়িত্ব দেওয়া হয়েছে। স্মৃতি ইরানি, ধর্মেন্দ্র প্রধান, পীযূষ গয়াল, ভূপেন্দ্র যাদব, অনুরাগ ঠাকুর, নরেন্দ্র তোমার, সঞ্জীব বালিয়ান, মহেন্দ্র পাণ্ডে সহ একাধিক মন্ত্রীকে ইতিমধ্যে দায়িত্ব দেওয়া হয়েছে। দলীয় সূত্রের খবর, বৈঠকে ক্লাস্টারের ইনচার্জ মন্ত্রীদের কাছ থেকে একটি রিপোর্ট চাওয়া হবে। সেই রিপোর্টের ভিত্তিতে ১৪৪টি লোকসভা কেন্দ্রের বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনা করা হবে। এছাড়াও লোকসভা নির্বাচনে জয় নিশ্চিত করতে দলের প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বৈঠকে আলোচনা করা হবে বলে জানা গিয়েছে।
নির্বাচনী কেন্দ্রের দায়িত্বে মন্ত্রীরা
জানা গিয়েছে, ক্লাস্টারের ইনচার্জ মন্ত্রীদের রিপোর্ট ৩১ অগাস্টের মধ্যে তৈরি করার নির্দেশ দেওয়া হয়েছিল। মঙ্গলবার সেই রিপোর্ট নিয়েই আলোচনা হবে। ১৪৪টি নির্বাচনী এলাকায় বিজেপির দুর্বলতা চিহ্নিত করার বিষয়ে জোর দেওয়া হয়েছে। পাশাপাশি কীভাবে এলাকাগুলোতে বিজেপি শক্তিশালী দল হিসেবে নিজেদের প্রতিষ্ঠা করতে পারে, সেই বিষয়ে রিপোর্টে মতামত দেওয়ার নির্দেশ দলের শীর্ষ নেতৃত্বের তরফে করা হয়েছিল। দেশের যে সব লোকসভা নির্বাচন কেন্দ্রে বিজেপি দুর্বল, সেখানে জয় নিশ্চিত করতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
লক্ষ্য জয় নিশ্চিত
জানা গিয়েছে, ১৪৪টি লোকসভা কেন্দ্রগুলোর বেশিরভাগে আগেরবার বিজেপি নিজেদের জয় নিশ্চিত করতে পারেনি। অনেকক্ষেত্রে বিজেপি খুব কম ভোটের কারণে পরাজিত হয়েছে। সেই কারণেই বেশ কয়েকজন মন্ত্রীর ওপর লোকসভা কেন্দ্রগুলিতে বিজেপির দুর্বলতা খুঁজে বার করার নির্দেশ দেওয়া হয়েছিল। সেই কারণে মন্ত্রীদের ওই লোকসভা নির্বাচনী কেন্দ্রে গিয়ে বাস করারও পরামর্শ দেওয়া হয়।
পরবর্তী পদক্ষেপ নিয়ে আলোচনা
দলীয় সূত্রের খবর, মন্ত্রীরা নির্দেশ অনুযায়ী এলাকাগুলো পরিদর্শন করেছেন। স্থানীয় নেতাদের পাশাপাশি দলীয় কর্মী সমর্থকদের সঙ্গে কথা বলেছেন। তারপরেই রিপোর্ট তৈরি করেছেন। স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ, সর্বভারতীয় বিজেপির সভাপতি জেপি নাড্ডার সামনে এই রিপোর্ট পেশ করা হবে। তারপরেই নির্বাচনী এলাকাগুলোকে সামনে রেখে বৈঠক হবে।