এসএসসি দুর্নীতি মামলায় বড় মোড়! আরও এক 'মিডলম্যান'কে আটক করল ইডি

স্কুল সার্ভিস নিয়োগ কেলেঙ্কারিতে আরও এক বড় সাফল্য! আরও এক মিডলম্যানকে আটক করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। ধৃত ওই ব্যক্তির সুব্রত মালাকার বলে জানা যাচ্ছে। আজ সোমবার সকাল থেকে নিয়োগ দুর্নীতি মামলায় রাজ্যের বিভিন্ন জায়গাতে তল্লাশি চালায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।

সোদপুর, কেষ্টপুর সহ অন্তত চার জায়গাতে তল্লাশি চালান গোয়েন্দা আধিকারিকরা। আর এরপরেই সোদপুর থেকে সুব্রত বলে এই ব্যক্তিকে ইডি আটক করে বলে জানা যাচ্ছে। তবে কেন তাঁকে আটক করা হল সে বিষয়ে একেবারে স্পিকটি নট সুব্রত। স্পষ্ট জানিয়েছেন, কিছু বলার নেই তাঁর।

সুব্রত মালাকারের সাতসকালে পৌঁছে যান তদন্তকারীরা

নিয়োগ দুর্নীতির তদন্তে নেমে একাধিক তথ্য সামনে এসেছে তদন্তকারীদের। এমনকি একাধিক নাম পেয়েছেন ইডির আধিকারিকরা। আর সেই সুত্র ধরেই আজ সোমবার সকাল থেকে বিভিন্ন জায়গাতে হানা দেন তদন্তকারীরা। শুধু তাই নয়, সোদপুরের ঘোলা এলাকার সুব্রত মালাকারের সাতসকালে পৌঁছে যান তদন্তকারীরা। কিন্তু সেই সময় পেশায় চার্টাড অ্যাকাউটেন্ট সুব্রত বাড়িতে ছিলেন না। স্ত্রীকে দিয়ে ডেকে পাঠানো হয়। কিছুক্ষণের মধ্যে সুব্রত বাড়িতে ফেলেন এবং জিজঙ্গাসাবাদে শুরু হয়।

সুব্রতের নামে একাধিক ফ্ল্যাটের হদিশ

প্রায় ছয় ঘন্টা ধরে সুব্রতকে জেরা করেন তদন্তকারীরা। সূত্রে খবর, সুব্রতের নামকে বিশাল সম্পত্তির খোঁজ পেয়েছেন তদন্তকারীরা। আর তা ব্যাঙ্ক অ্যাকাউন্টের লেনদেনের নথি সহ একাধিইক বিষয় ভালো ভাবে খতিয়ে দেখা হয়। আর তাতে বেশ কিছু সন্দেহভাজন তথ্য পান আধিকারিকরা। সেই মতো সুব্রতকে জেরা করলে বারবার প্রশ্নের উত্তর এড়িয়ে যান বলেই ইডি সূত্রে খবর। আর এরপরেই আটক করা হয় বলে জানা যাচ্ছে। সুব্রতের নামে একাধিক ফ্ল্যাটের হদিশ পেয়েছেন তদন্তকারী। এই মুহূর্তে সেখানে তল্লাশি চলছে বলেই খবর।

ব্যাপক টাকা লেনদেন হয়েছে।

এমনকি সুব্রত মালাকারের বেলঘরিয়াতে একটি অফিসও রয়েছে। সেখানেও ইডি আধিকারিকরা তল্লাশি চালাচ্ছেন বলেই খবর। অফিসে থাকা সমস্ত নথি এবং কম্পিউয়টার পরীক্ষা করে দেখা হচ্ছে। নিয়োগ দুর্নীতিতে ব্যাপক টাকা লেনদেন হয়েছে। সেই উৎস খুঁজতেই এই তল্লাশি চলছে বলে খবর।

একাধিক মিডলম্যানের খোঁজ

নিয়োগ তদন্তের কেলেঙ্কারিতে নেমে ইতিমধ্যে একাধিক মিডলম্যানের খোঁজ পেয়েছেন তদন্তকারীরা।; মূলত অযোগ্য প্রার্থীদের নামের তালিকা এরাই তৈরি করে প্রভাবশালীদের কাছে পাঠিয়ে দিতেন। আর সেই সুত্র ধরেই ইতিমধ্যে প্রষণ্ণ রায় এবং প্রদীপ রায়কে গ্রেফতার করেছে সিবিআই। তাদের জেরা করে আরও তথ্য পেয়েছেন আধিকারিকরা। এমনকি সুব্রত মালাকার নামে এক ব্যক্তির খোঁজও পাওয়া যায় বলে খবর।

More ENFORCEMENT DIRECTORATE News  

Read more about:
English summary
ED arrests another middleman Subrata Malakar in Recruitment Scam from Sodpur