রবিবার রাতভর জেরা করা হয়েছে বিধায়ক সুবোধ অধিকারীর আপ্ত সহায়ককে। তারপরেই সোমবার সকালে সিবিআইয়ের ৫টি দল হানা দিয়েছে রানিকুঠির এক অভিজাত আবাসনে। তার থেকেই অনুমান বিধায়কের আপ্ত সহায়ককে জেরা করেই এই অভিযান। গতকাল থেেকই শহরের একাদিক জায়গায় অভিযান চালাচ্ছে সিবিআই।
বিস্তারিত আসছে...