ভারতীয় ক্রিকেটের সঙ্গে যুক্ত হল মাস্টারকার্ড:
এই চুক্তির ফলে পুরুষ এবং মহিলা ক্রিকেটে ঘরের মাঠে ভারতের সমস্ত আন্তর্জাতিক ম্যাচে মূল স্পনসর হিসেবে থাকবে মাস্টারকার্ড। শুধু আন্তর্জাতিক ক্রিকেটেই নয়, অনূর্ধ্ব-১৯ এবং অনূর্ধ্ব-২৩ ম্যাচ যেগুলি দেশের মাটিতে আয়োজিত হবে তার টাইটেল স্পনসর হিসেবে থাকবে মাস্টারকার্ড। এ ছাড়া ঘরোয়া ক্রিকেট ইভেন্ট যেমন ইরানি ট্রফিস দলীপ ট্রফি, রঞ্জি ট্রফি যেগুলি বিসিসিআই আয়োজিত করবে তার টাইটেল স্পনসর থাকবে মাস্টারকার্ড।
বিশ্বব্যাপী বিভিন্ন ইভেন্টে স্পনরশিপ করে মাস্টারকার্ড:
স্পনসরশিপের ক্ষেত্রে বিশ্বের বিভিন্ন প্রান্তে বিভিন্ন ইভেন্টে একটা ভাল পরিমান অর্থ খরচ করে মাস্টারকার্ড। উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ, দ্য গ্র্যামি, কান ফিল্ম ফেস্টিভেল, অস্ট্রেলিয়ান ওপেন, ফরাসি ওপেনে স্পনসর করে আমেরিকার এই সংস্থাটি।
মাস্টারকার্ডের সঙ্গে পার্টনারশিপ নিয়ে বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়ের মন্তব্য:
বিশ্ব ক্রিকেটের অন্যতম কিংবদন্তি তথা বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় এই গাঁঠবন্ধন সম্পর্কে বলেছেন, "২০২২-২৩ মরসুমের জন্য ভারতে আয়োজিত সমস্ত ম্যাচে মাস্টারকার্ডকে টাইটেল স্পনসর হিসাবে বিসিসিআই স্বাগত জানায় মাস্টারকার্ডকে । আন্তর্জাতিক ক্রিকেটের পাশাপাশি ভারতের ঘরোয়া ক্রিকেটও খুব গুরুত্বপূর্ণ । কারণ আন্তর্জাতিক মঞ্চের সিঁড়ি সেটাই। ভারতীয় ক্রিকেটের ভবিষ্যৎ প্রজন্ম তৈরির ক্ষেত্রেও সাহায্য করবে মাস্টারকার্ড।"
মাস্টারকার্ডের অ্যাম্বাসেডর মহেন্দ্র সিং ধোনির বক্তব্য:
মাস্টারকার্ডের প্রচারের মুখ মহেন্দ্র সিং ধোনির সঙ্গে সংস্থাটি চার বছর ধরে চুক্তিবদ্ধ রয়েছে। ধোনি বলেছেন, "ক্রিকেটই আমার জীবন। আজ আমি যা তা সবই ক্রিকেটের জন্য। দেশের মাটিতে আয়োজিত সমস্ত ম্যাচের জন্য বিসিসিআই-কে মাস্টারকার্ড স্পনসর করছে জেনে দারুণ লাগছে । বিশেষ করে ঘরোয়া, জুনিয়র ও মহিলাদের ক্রিকেট এতে খুব উপকৃত হবে। আজ যারা রঞ্জি বা জুনিয়র পর্যায়ে খেলছে, তারাই ভবিষ্যতে দেশের হয়ে খেলবে এবং ১৩০ কোটির দেশকে গর্বিত করবে।"