এশিয়া কাপে ভারত-পাকিস্তান ম্যাচ নিয়ে অকপট সূর্যকুমার, পেসার ও স্পিনারদের সামলাতে কোন অস্ত্র?

এশিয়া কাপেই ভারতীয় টিম ম্যানেজমেন্ট টি ২০ বিশ্বকাপের কম্বিনেশন চূড়ান্ত করার পথে। হেড কোচ রাহুল দ্রাবিড় এমন ১৫ জন ক্রিকেটারকে চান যাঁরা যে কোনও দিন যে কোনও পরিস্থিতিতে মাঠে নেমে নিজেদের সেরাটা উজাড় করে দিতে প্রস্তুত। ভারতের প্রথম একাদশে নিশ্চিত ক্রিকেটারদের অন্যতম সূর্যকুমার যাদব। হংকং ম্যাচে বিধ্বংসী ব্যাটিংয়ের পর আজ তিনিই হতে পারেন ভারতের তুরুপের তাস।

ভারতের ৩৬০ ডিগ্রি ব্যাটার

সূর্যকুমার যাদবকে এখনই ভারতের টি ২০ দলের সেরা ব্যাটার বলা যায় কিনা তা নিয়ে চর্চা তুঙ্গে। তবে ভারতের ব্যাটিং লাইন আপের থ্রি সিক্সটি ডিগ্রি প্লেয়ারের তকমা সেঁটে গিয়েছে SKY-এর গায়ে। রোহিত শর্মার মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে আইপিএলে অনেক গুরুত্বপূর্ণ ইনিংস খেলেছেন। মুম্বইয়ের হয়ে অভিষেক ২০১০ সালে হলেও সূর্যর আন্তর্জাতিক অভিষেক হয় গত বছর। ২৫টি টি ২০ আন্তর্জাতিক খেলে রান করেছেন ৭৫৮। ব্যাটিং গড় ৩৯.৮৯ গড় ও ১৭৭.৫১ স্ট্রাইক রেট। ইংল্যান্ডের বিরুদ্ধে শতরান করেছেন, তাঁর ৬টি অর্ধশতরানও রয়েছে। চলতি এশিয়া কাপে পাকিস্তানের বিরুদ্ধে পাঁচে নেমে ১৮ বলে ১৮ করেছিলেন। এরপর হংকং ম্যাচে চারে নেমে ২২ বলে অর্ধশতরান পূর্ণ করেছেন। ২৬ বলে ৬৮ রানের ইনিংস খেলে অপরাজিত ছিলেন। ৬টি করে চার ও ছয় মেরেছেন। শেষ ৭ ওভারে বিরাট কোহলির সঙ্গে অবিচ্ছেদ্য জুটিতে যোগ করেছেন ৯৮ রান। অনেক ক্রিকেট বিশেষজ্ঞ এমন পরামর্শও দিচ্ছেন, সূর্যকে তিনেই পাঠানো হোক।

পাকিস্তান ম্যাচ নিয়ে

ভারতীয় দল টি ২০ ক্রিকেটে যে আগ্রাসী ব্যাটিংয়ের পরিকল্পনা করেছে তার সঙ্গে মানানসই সূর্যর ব্যাটিং-শৈলী। কপিবুক শট যেমন মারেন, তেমনই অবলীলায় মারেন এমন কিছু শট যা একান্তই তাঁর নিজস্ব, টি ২০ ক্রিকেটের পক্ষেও উপযোগী। স্টার স্পোর্টসের ফলো দ্য ব্লুজ অনুষ্ঠানে সূর্যকুমার যাদব বলেন, ছোট থেকেই দেখছি ভারত-পাকিস্তান দ্বৈরথকে সকলেই সেরা বলে অভিহিত করেন, এই ম্যাচ নিয়ে অনেক চর্চা হয়। কিন্তু আমি বা যে কেউ যখন মাঠে নামি তখন এই ম্যাচকে অন্য ম্যাচের চোখেই দেখি। অন্য ম্যাচের জন্য আমরা যেভাবে প্রস্তুত হই, রুটিন মেনে চলি, পাকিস্তান ম্যাচের ক্ষেত্রেও তেমনটাই হয়। মাঠে তা সকলে দেখতেও পান। আমি নিজেও আলাদা কিছু অনুভব করি না। বাইরে এই ম্যাচ নিয়ে কে কী ভাবছেন, কী প্রত্যাশা, এ সব কিছুই মাথায় থাকে না মাঠে নামার সময়। নিজের জোনে থেকে পরিকল্পনামাফিক খেলাই তাঁর লক্ষ্য বলে জানিয়েছেন সূর্য।

নিজের ব্যাটিং বারবার দেখা

মুখে যতই বলুন না ভারত-পাকিস্তান ম্যাচের একটা আলাদা পরিবেশ, আলাদা রকমের চাপ থাকেই। তা সামলাতেও বিভিন্ন রণকৌশল নেওয়া হয়। এমনকী এই ম্যাচকে অন্য ম্যাচের চোখে দেখার কথাটাও চাপ কাটানোর এক কৌশল বলেই মত বিশেষজ্ঞদের। ভারত-পাক ম্যাচের প্রস্তুতি প্রসঙ্গে সূর্যকুমার যাদব বলেন, সবার উপরে আমি প্রস্তুতিকেই রাখি। আমি বিগত তিন-চার বছর ধরে ঘরে বসে নিজের ব্য়াটিংই খুঁটিয়ে খুঁটিয়ে বারবার দেখি। এই প্রক্রিয়া মেনে চললে কিছুটা এগিয়ে থাকা যায়। ফলে প্রস্তুতির বিষয়টিকেই সবচেয়ে অগ্রাধিকার দিয়ে থাকি। এতে উপকৃত হয়েছি। সে কারণেই এই প্রক্রিয়াই চালিয়ে যাব।

পছন্দের শট

নিজের পছন্দের শট হিসেবে স্যুইপ শটকেই বেছে নিয়েছেন সূর্য। স্পিনার বা জোরে বোলার যিনিই বল করুন না কেন প্রয়োজন মনে করলে এই শটটি খেলতে দ্বিধায় পড়েন না। মাঠের চারধারে শট খেলে থাকেন পরিস্থিতি বিবেচনা করেই। রঞ্জি ট্রফিতেও কিছু আগ্রাসী শট খেলেছেন বলে জানান সূর্যকুমার যাদব। জোরে বোলারের বিরুদ্ধে স্যুইপের পাশাপাশি স্কুপ শটকেও কার্যকরী বলে মনে করেন তিনি। সাদা বল বা লাল বল কিংবা ক্রিকেটের যে কোনও ফরম্যাটেই ব্যাটিংয়ের জন্য মানসিক প্রস্তুতি তাঁর একইরকম থাকে। নিজের ব্যাটিং খুঁটিয়ে দেখে চিহ্নিত করেন কোন ক্ষেত্রে কোন ধরনের শট কার্যকরী হবে। সেইমতো নেটেও অনুশীলন করেন। আর এভাবেই এক বছরের মধ্যেই ভারতের মিডল অর্ডারের বড় ভরসা হয়ে উঠেছেন সূর্য।

More ASIA CUP News  

Read more about:
English summary
Asia Cup: Surya Kumar Yadav Says I Just Try To Stay In My Zone And Play The Game. Suraya Remained Unbeaten On 68 Off 26 Balls Against Hong Kong.