Asia Cup 2022: শেষ ছয় সাক্ষাতে কোথায় দাঁড়িয়ে ভারত-পাকিস্তান, বড় আঘাতটা রোহিত-বিরাটের ভারত পেয়েছিল ২০১৭ সালে

এশিয়া কাপ ২০২২-এ প্রথম ম্যাচে পাকিস্তানের বিরুদ্ধে ৫ উইকেটে জয় তুলে নেওয়া ভারতীয় দল আরও এক বার বাইশ গজে মুখোমুখি হতে চলেছে চিরপ্রতিদ্বন্দ্বীর বিরুদ্ধে। সুপার ফোরে ভারত-পাকিস্তান ম্যাচকে কেন্দ্র করে উন্মাদোনার চোরাস্রোত বইছে দুই দলের সমর্থকদের মধ্যে। রবিবার এশিয়া কাপ ২০২২-এর মঞ্চে আরও একটি ভারত-পাকিস্তান দ্বৈরথের আগে আসুন দেখে নেওয়া যাক দুই দলের শেষ ছয় সাক্ষাৎকারের পরিসংখ্যান।

ভারত বনাম পাকিস্তান, এশিয়া কাপ ২০২২:

চলতি এশিয়া কাপ অর্থাৎ এশিয়া কাপ ২০২২-এ গ্রুপ পর্বের ম্যাচে ভারত এবং পাকিস্তান একে অপরের বিরুদ্ধে মুখোমুখি হয়েছিল। উভয় দলেরই ছিল সেটি প্রথম ম্যাচ। ভারতীয় দল সেই ম্যাচে পাঁচ উইকেটে পরাস্ত করেছিল পাকিস্তানকে। প্রথমে ব্যাটিং করতে নেমে ১৪৭ রানে সমাপ্ত হয়ে গিয়েছিল পাকিস্তানের ইনিংস। ১৪৮ রানের টার্গেট তাড়া করতে নেমে দুই বল বাকি থাকতে পাঁচ উইকেটে জয় ছিনিয়ে নেয় ভারত। পাকিস্তানের হয়ে ৪৩ রান করেছিলেন মহম্মদ রিজওয়ান। আইসিসি'র বিচারে বিশ্বের সেরা ব্যাটসম্যান বাবর আজম ১০ রানে আউট হন। ভারতের হয়ে চারটি উইকেট নেন ভুবনেশ্বর কুমার এবং তিনটি উইকেট নেন হার্দিক পান্ডিয়া।

জবাবে ব্যাটিং করতে নেমে শুরুতে পর পর উইকেট হারায় ভারত। রানের খাতা না খুলেই প্যাভিলিয়নে ফেরেন কে এল রাহুল, রোহিত শর্মা করেন ১২ রান করে। বিরাট কোহলি করেন ৩৫ এবং সূর্যকুমার যাদব করেন ১৮। এই অবস্থায় ভারতকে লক্ষ্যে পৌঁছে দেয় রবীন্দ্র জাডেজা এবং হার্দিক পান্ডিয়ার ৫৩ রানের ম্যাচ উইনিং জুটি। ৩৫ রান করেন জাডেজা এবং ১৭ বলে ৩৪ রানের বিস্ফোরক ইনিংস খেলেন হার্দিক।

ভারত বনাম পাকিস্তান, আইসিসি টি-২০ ক্রিকেট বিশ্বকাপ ২০২১:

২০২১ সালের ২৪ অক্টোবর আইসিসি'র ইভেন্টে মুখোমুখি হয়েছিল ভারত এবং পাকিস্তান। আইসিসি টি-২০ বিশ্বকাপ ২০২১-এ সুপার ১২-এর ম্যাচে পাকিস্তান ১০ উইকেটে পরাজিত করে ভারতকে। ওই ম্যাচে ভারতের অধিনায়কের দায়িত্ব পালন করা বিরাট কোহলি একমাত্র এই ম্যাচে ভারতের হয়ে ঠিক মতো রান করতে পেয়েছিলেন। ৫৯ রান করেছিলেন তিনি, কোহিল ছাড়া ঋষভ পন্থের ৩৯ রানের ইনিংস সম্মানজনক রানে শেষ করতে সাহায্য করে ভারতকে। পাকিস্তানের হয়ে তিন উইকেট নেন শাহিন শাহ আফ্রিদি। রানা তাড়া করতে নেমে একটি উইকেটও হারায়নি পাকিস্তান। বাবর আজম করেন অপরাজিত ৬৮ রান এবং মহম্মদ রিজওয়ানের ব্যাট থেকে আসে অপরাজিত ৭৯ রান।

ভারত বনাম পাকিস্তান, আইসিসি ক্রিকেট বিশ্বকাপ ২০১৯:

আইসিসি বিশ্বকাপ ২০১৯-এ ভারত ৮৯ রানে পরাজিত করে পাকিস্তানকে। ভারতের ৩৩৬/৫ রানের জবাবে পাকিস্তানের ইনিংস শেষ হয়ে যায় ২১২/৬ রানে। রোহিত শর্মা ১৪০ রান করেন এই ম্যাচে। বিরাট কোহলি করেন ৭৭ রান। কে এল রাহুলের ব্যাট থেকে আসে ৫৭ রান। মহম্মদ আমির পাকিস্তানের হয়ে তিনটি উইকেট পেয়েছিলেন। পাকিস্তানের হয়ে ৬২ রান করেন ফকর জামান, ৪৮ রান করেন বাবর আজম, ইমাদ ওয়াসিম করেন ৪৬ রান। ভারতের হয়ে দু'টি করে উইকেট পান বিজয় শঙ্কর, কুলীপ যাদব এবং হার্দিক পান্ডিয়া।

ভারত বনাম পাকিস্তান, এশিয়া কাপ ২০১৮:

সুপার ফোরে ২০১৮ এশিয়া কাপে মুখোমুখি হয়েছিল ভারত এবং পাকিস্তান। প্রথমে ব্যাটিং করে পাকিস্তানের ইনিংস শেষ হয়ে গিয়েছিল ২৩৭/৭ রানে। শোয়েব মালিক করেছিলেন পাকিস্তানের হয়ে সর্বাধিক ৭৮ রান। ৪৪ রান করেছিলেন সরফরাজ আহমেদ। ভারতের হয়ে তিনটি করে উইকেট পেয়েছিলেন জসপ্রীত বুমরাহ, যুজবেন্দ্র চাহাল এবং কুলদীপ যাদব। মাত্র ১ উইকেট হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয় ভারতীয় দল। দুই ওপেনার রোহিত শর্মা এবং শিখর ধাওয়ান শতরান করেন। ১১১ রানে অপরাজিত ছিলেন রোহিত। ১১৪ রান করে রান-আউট হন শিখর ধাওয়ান।

ভারত বনাম পাকিস্তান, এশিয়া কাপ ২০১৮:

সুপার ফোরে নামার আগে গ্রুপের ম্যাচেও পাকিস্তান মুখোমুখি হয়েছিল ভারতের। ওই ম্যাটিও জেতে ভারত। প্রথমে ব্যাটিং করে ১৬২ রানে শেষ হয়ে যায় পাকিস্তানের ইনিংস। বাবর আজম করেনল ৪৭ রান এবং শোয়েব মালিক করেন ৪৩ রান। ভারতের হয়ে তিনটি করে উইকেট পান ভুবনেশ্বর কুমার এবং কেদার যাদব। জবাবে ব্যাট করতে নেমে ২ উইকেট হারিয়ে জয় তুলে নেয় ভারত। রোহিত শর্মা করেন ৫২ রান এবং শিখর ধাওয়ান করেন ৪৬ রান।

ভারত বনাম পাকিস্তান, চ্যাম্পিয়ন্স ট্রফি ২০১৭:

২০১৭ চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে পাকিস্তানের কাছে বিধ্বস্ত হয় ভারত। প্রথমে ব্যাটিং করে ৩৩৮/৪ রান করে সরফরাজ আহমেদের নেতৃত্বাধীন পাকিস্তান। ফকর জামান করেন ১১৪ রান এই ম্যাচে। আজহার আলিকরেছিলেন ৫৯ রান, মহম্মদ হাফিজ করেন ৫৭ রান। পাহাড়প্রমাণ রান তাড়া করতে নেমে ভারতের ইনিংস শেষ হয়ে গিয়েছিল ১৫৮ রানে। একমাত্র হার্দিক পান্ডিয়া (৭৬) চেষ্টা করেছিলেন কিছু একটা করার। মহম্মদ আমির এবং হাসান আলিতিনটি করে উইকেট সংগ্রহ করেন। দুইটি উইকেট পান শাদাব খান।

More INDIA News  

Read more about:
English summary
India vs Pakistan last six encounter's result. India won four times in the last six matches. Pakistan won two times including the final of ICC Champions Trophy 2017.
Story first published: Sunday, September 4, 2022, 12:02 [IST]