এশিয়া কাপে টস জিতে ভারতকে ব্যাট করতে পাঠাল পাকিস্তান, রোহিতের দলে তিনটি পরিবর্তন

এশিয়া কাপে আজ সুপার ফোর পর্বে অভিযান শুরু করছে ভারত-পাকিস্তান। গত রবিবার গ্রুপ পর্বের ম্যাচের পর আজকের ম্যাচটিও হচ্ছে দুবাই ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে। চলতি এশিয়া কাপের প্রথম সাক্ষাতে পাকিস্তানকে পরাস্ত করেছিল ভারত। আজ টস জিতে ফিল্ডিং নিয়েছে পাকিস্তান।

ভারতীয় দলে তিনটি পরিবর্তন হয়েছে। হার্দিক পাণ্ডিয়া, দীপক হুজা ও রবি বিষ্ণোই এসেছেন প্রথম একাদশে। পাকিস্তান দলে পেসার শাহনওয়াজ দাহানির জায়দায় মহম্মদ হাসনাইনকে নেওয়া হয়েছে। টস জিতে ফিল্ডিং নেওয়া পাকিস্তান অধিনায়ক মনে করছেন, ডিউ ফ্যাক্টর ম্যাচের ফলাফল নির্ধারণে কাজ করবে। হংকং ম্যাচে পাকিস্তান প্রতিপক্ষকে ৩৮ রানে অল আউট করে ১৫৫ রানে জিতেছিল। সেই জয়ের ধারা আজও বজায় রাখতে চাইছেন বাবর আজম।

Pakistan have won the toss and elect to bowl first.

Live - https://t.co/xhki2AW6ro #INDvPAK #AsiaCup202 pic.twitter.com/mxxy1wDwKp

— BCCI (@BCCI) September 4, 2022

চলতি এশিয়া কাপে গ্রুপ পর্বে দুটি ম্যাচই জিতেছিল। জয়ের সেই ধারাবাহিকতা বজায় রাখাকে গুরুত্বপূর্ণ বলে মনে করছেন রোহিত শর্মা। ভারত অধিনায়ক বলেন, প্রথম একাদশ চূড়ান্ত করার কাজ নিশ্চিতভাবেই কঠিন। তবে প্রতিপক্ষ অনুযায়ী রণকৌশল নির্ধারণ করা হচ্ছে এবং তার সঙ্গে মানানসই একাদশই গড়া হচ্ছে। হংকং ম্যাচে হার্দিক খেলেননি। তিনি খেলছেন। রবীন্দ্র জাদেজা এশিয়া কাপ থেকে ছিটকে গিয়েছেন। তাঁর জায়গায় দলে এসেছেন দীপক হুডা। আবেশ খানের জায়গায় স্পিনার রবি বিষ্ণোই। দীনেশ কার্তিককে এই ম্যাচে বসাতে হয়েছে। হার্দিক পাণ্ডিয়া গত রবিবারের পর আজ ম্যাচ খেলবেন। এই কদিনের বিশ্রামে তরতাজা হয়ে হার্দিক মাঠে নামতে মুখিয়ে রয়েছেন। ভুবনেশ্বর কুমার ও অর্শদীপ সিংয়ের সঙ্গে হার্দিক তৃতীয় পেসার। যুজবেন্দ্র চাহালের স্পিন-সঙ্গী বিষ্ণোই। দীপক হুডাকে দিয়েও বোলিং করানো হতে পারে বলে মনে করা হচ্ছে।

🪙📸 pic.twitter.com/Co824EKWem

— Pakistan Cricket (@TheRealPCB) September 4, 2022

এশিয়া কাপে পারস্পরিক সাক্ষাতে ভারত এগিয়ে রয়েছে পাকিস্তানের চেয়ে। এমনকী টি ২০ আন্তর্জাতিকে শেষ পাঁচটি দ্বৈরথে ভারত ৪-১ ব্যবধানে এগিয়ে আছে পাকিস্তানের চেয়ে। পিচ রিপোর্ট দিতে গিয়ে সঞ্জয় মঞ্জরেকর জানিয়েছেন, উইকেটে ঘাস রয়েছে। ওয়াসিম আক্রম মনে করছেন, বল ভালো ক্যারি করবে। ফলে সিমাররা ফায়দা আদায় করে নিতে পারবেন। টস জেতা দল প্রথমে বোলিং করতে চাইবে বলেও জানিয়েছিলেন আক্রম। মঞ্জরেকর টসের অনেক আগেই পিচ রিপোর্ট দেওয়ার সময় ভারতীয় শিবিরকে পরামর্শ দেন, তিন স্পিনার খেলানোর সিদ্ধান্ত নিলে তা আরও একবার বিবেচনার জন্য। আবেশ খানের ভাইরাল জ্বর। ফলে তিনি খেলতে পারছেন না। ভারতীয় দলে অতিরিক্ত স্পিনারও নেই। ফলে রবি বিষ্ণোই প্রথম একাদশে এলেন।

Three changes for #TeamIndia going into this game.

Deepak Hooda, Hardik Pandya and Ravi Bishnoi come in the Playing XI.

Live - https://t.co/xhki2AW6ro #INDvPAK #AsiaCup202 pic.twitter.com/ZeimY92kpW

— BCCI (@BCCI) September 4, 2022

ভারত- রোহিত শর্মা (অধিনায়ক), লোকেশ রাহুল, বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, ঋষভ পন্থ (উইকেটকিপার), হার্দিক পাণ্ডিয়া, দীপক হুডা, ভুবনেশ্বর কুমার, রবি বিষ্ণোই, অর্শদীপ সিং ও যুজবেন্দ্র চাহাল।

পাকিস্তান- বাবর আজম (অধিনায়ক), মহম্মদ রিজওয়ান (উইকেটকিপার), ফখর জামান, ইফতিখার আহমেদ, খুশদিল শাহ, শাদাব খান, আসিফ আলি, মহম্মদ নওয়াজ, নাসিম শাহ, হ্যারিস রউফ, মহম্মদ হাসনাইন।

More ASIA CUP News  

Read more about:
English summary
Asia Cup: Pakistan Have Won The Toss And Elected To Bowl Against India In Super 4 Match. Hardik Pandya, Deepak Hooda And Ravi Bishnoi In India's Playing XI.