চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারত-পাক ম্যাচের আগে ট্রোল হওয়া সরফরাজ আহমেদের পাশে দাঁড়িয়েছিলেন বীরু,জেনে নিন কী ঘটেছিল

ক্রিকেটের ইতিহাসে হাতে গোনাট যে দু-তিনটি প্রতিদ্বন্দ্বীতা অমর হয়ে রয়েছে বা ভবিষ্যতেও থাকবে সেইগুলির মধ্যে সর্ব সেরা ভারত-পাকিস্তান দ্বৈরথ। ভারত-পাক ম্যাচের সামনে হার মানে ইংল্যান্ড-অস্ট্রেলিয়ার অ্যাশেজও। যুগের পর যুগ এই দুই দলের মধ্যে খেলা হলেই তৈরি হয়েছে বহু স্মরণীয় মুহূর্ত। যার মধ্যে এমন বহু ঘটনা রয়েছে যা দীর্ঘ সময় স্মরণীয় হয়ে থাকবে ক্রিকেটপ্রেমীদের মধ্যে। একে অপরের বিরুদ্ধে নিখাদ অন্তহীন প্রতিদ্বন্দ্বীতার মধ্যেও বারবার ফুটে উঠেছে সম্মান প্রদানের সৌজন্য। এশিয়া কাপ ২০২২-এ দুই দল যখন সুপার ফোরের লড়াইয়ের আগে তৈরি হচ্ছে তখন দেখে নেওয়া যাক এমনই এক ঘটনা যেখানে চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ী পাকিস্তান দলের অধিনায়ক সরফরাজ আহমেদে সমর্থনে সমালোচকদের কড়া জবাব দিয়েছিলেন বীরেন্দ্র শেহওয়াগ।

সরফরাজের পাশে দাঁড়ান শেহওয়াগ:

২০১৭ চ্যাম্পিয়ন্স ট্রফির সময়ে ভাতৃত্ব বোধের পরিচয় দিয়েছিলেন শেহওয়াগ। পাকিস্তানের তৎকালীন অধিনায়ক সরফরাজ আহমেদ তাঁর দুর্বল ইংরেজির জন্য সোশ্যাল মিডিয়ায় যখন ঠাট্টার শিকার হচ্ছিলেন তখন তাঁর সমর্থনে প্রাচীরের মতো দাঁড়িয়েছিলেন বীরু। টুইট করে এক 'অভদ্য এবং নিম্ন রুচি সমপন্ন'-এর উদ্দেশ্যে লেখেন, "ইংরেজি বলতে না পারার জন্য সরফরাজের সমালোচনা করাটা উন্মাদের মতো দেখাচ্ছে। ওর কাজ খেলা এবং সেটা দারুণ ভাবে করে পাকিস্তানকে ফাইনালে নিয়ে গিয়েছে।" ইংরেজি বলতে না পারার জন্য সরফরাজের সমালোচনাকে ঔপনিবেশিক মানসিকতা বলে উল্লেখ করেছিলেন ভারতীয় ক্রিকেটের অন্যতম সেরা নক্ষত্র। চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে ভারত বনাম পাকিস্তান ম্যাচের ঠিক আগের দিন এই টুইটটি করেন বীরু।

ভারক'কে হারিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফি চ্যাম্পিয়ন হয়েছিল পাকিস্তান:

২০১৭ চ্যাম্পিয়ন্স ট্রফিতে ইতিহাস তৈরি করেন সরফরাজ আহমেদ। পাকিস্তানের ক্রিকেট ইতিহাসে তৃতীয় আইসিসি ইভেন্টে পাক বাহিনীকে চ্যাম্পিয়ন করান তিনি। লন্ডনের দ্য ওভালে পাকিস্তানের বিরুদ্ধে ১৮০ রানে পরাজিত হয়েছিল ভারত। প্রথমে ব্যাটিং করে ৩৩৮/৪ রান করে সরফরাজ আহমেদের নেতৃত্বাধীন পাকিস্তান। ফকর জামান করেন ১১৪ রান এই ম্যাচে। পাহাড়প্রমাণ রান তাড়া করতে নেমে ভারতের ইনিংস শেষ হয়ে গিয়েছিল ১৫৮ রানে। একমাত্র হার্দিক পান্ডিয়া (৭৬) চেষ্টা করেছিলেন কিছু একটা করার। মহম্মদ আমির এবং হাসান আলিতিনটি করে উইকেট সংগ্রহ করেন।

আইসিসি ইভেন্টে পাকিস্তানের পারফরম্যান্স:

২০০৯ আইসিসি টি-২০ বিশ্বকাপ জয়ের পর এটিই ছিল আইসিসি ইভেন্টে পাকিস্তানের পরবর্তী সাফল্য। পাকিস্তান নিজেদের ক্রিকেট ইতিহাসে তিন বার আইসিসি ইভেন্টে চ্যাম্পিয়ন হয়েছিল। ১৯৯২ সালে বিশ্বকাপ জেতে পাকিস্তান। এর পর দ্বিতীয় খেতাবটি আসে ২০০৯ সালে আইসিসি টি-২০ বিশ্বকাপের রূপে। ২০১৭ সালে তৃতীয় সাফল্যটি ধরা দেয় চ্যাম্পিয়ন্স ট্রফি হিসেবে।

এশিয়া কাপ ২০২২-এ ভারত-পাক ম্যাচ:

ভারত এবং পাকিস্তান একে অপরের বিরুদ্ধে ম্যাচ দিয়ে এশিয়া কাপ ২০২২-এ নিজেদের অভিযান শুরু করে। প্রথম ম্যাচে ভারতের বিরুদ্ধে পাঁচ উইকেটে পরাজিত হয় পাকিস্তান। ভারতের হয়ে ম্যাচ উইনিংস পারফরম্যান্স দেন হার্দিক পান্ডিয়া। বল হাতে তিন উইকেট এবং ব্যাট হাতে করেন ১৭ বলে অপরাজিত ৩৩ রান। ভারতের হয়ে চার উইকেট পেয়েছিলেন ভুবনেশ্বর কুমার। পাকিস্তানের হয়ে সর্বাধিক ৪৩ রান করেছিলেন মহম্মদ রিজওয়ান।

More INDIA News  

Read more about:
English summary
Before the final match of ICC Champions Trophy 2022 between India and Pakistan, Virender Sehwag stands beside Pakistan Captain Sarfaraz Ahmed who was criticized badly for weak english. Sehwag literally slams those idiots for making fun of the former Pak captain.
Story first published: Sunday, September 4, 2022, 13:01 [IST]