ভারত-পাকিস্তান ম্যাচ মানেই ক্রিকেটপ্রেমীরা উত্তেজিত থাকেন। স্টেডিয়ামের শব্দব্রহ্মে তৈরি হয় আলাদা রকমের পরিবেশ। আজ সুপার ফোরে ভারত-পাকিস্তান ম্যাচ ঘিরেও তার ব্যতিক্রম হয়নি। যদিও টসের সময় হলো বিভ্রাট। বড় ভুল করে বসলেন ভারতের প্রাক্তন কোচ রবি শাস্ত্রী। যার জন্য সোশ্যাল মিডিয়ায় তাঁতে নিয়ে তৈরি হয়েছে মিম, চলছে হাসিঠাট্টাও।
আজ টসের সময় কয়েন উপরে ছোড়েন ভারত অধিনায়ক রোহিত শর্মা। সম্প্রচারকারী চ্যানেলে ভালোভাবেই শোনা যায় পাকিস্তানের অধিনায়ক বাবর আজম টেল কল করেছেন। যদিও ধারাভাষ্যকার রবি শাস্ত্রী আরও জোরে বলে ওঠেন, হেড করা হয়েছে। তবে এই ভুল বোঝাবুঝির অবসান ঘটান ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফট। তিনি জানান, বাবর টেল বলেছিলেন। টস জিতে বাবর ফিল্ডিংয়েরও সিদ্ধান্ত নেন।
The coin has favoured Babar, check out below what Pakistan chose to do!
— Star Sports (@StarSportsIndia) September 4, 2022
Keep watching #INDvPAK at the DP World #AsiaCup2022 on Star Sports & Disney+Hotstar!#BelieveInBlue #GreatestRivalry - Round2 pic.twitter.com/C2PyULDCRB
সোশ্যাল মিডিয়ায় এরপর শুরু হয় রবি শাস্ত্রীকে নিয়ে চর্চা। এই ভুলটিকে লঘু করার জন্য কেউ শাস্ত্রীর এনার্জির প্রশংসা করেন। তবে বেশিরভাগই সমালোচনা করতে থাকেন। একজন মজা করে লেখেন, বাবর টেল কল করলেন, রবি শাস্ত্রী হেড কল করলেন, টস জিতলেন বাবর! তিনি আরও লিখেছেন, রবি শাস্ত্রীর বোকার মতো ভুলের খেসারৎ আশা করি আজ যেন দিতে না হয়। কেউ আবার মজা করে লিখেছেন, রবি শাস্ত্রীই পাকিস্তানের হয়ে টস কল করেছিলেন, বাবর নয়। কেউ আবার লিখেছেন, বাবর টেল বলেছেন, টেল পড়েছে। রবি শাস্ত্রী ভুল করে হেড বলেছেন। এটা নিয়ে বাড়তি চর্চার কোনও কারণ নেই।
Babar azam calls tails....
— SpicyGirl1 (@Spicy_Girl111) September 4, 2022
Ravi Shastri calss its head and babar won the toss. hope Ravi Shastri's stupid mistake didn't cost us much
Is it just me or Ravi Shastri goofed up today during the toss #INDvsPAK #AsiaCup2022 #ravishastri
— Shubham Sharma (@Shubhams_94) September 4, 2022
Bro is no one gonna talk about how Ravi Shastri messed up the toss
— Shaik Khursheed Javed (@FadedJaved) September 4, 2022
And when the referee confirmed how did Rohit assured it's babar's call??
Basically Ravi Shastri made the toss call from Pakistan Side and not Babar Azam🤣🤣🤣#INDvsPAK
— Pяαηαν (@oyeitnamatsoch) September 4, 2022
এদিন টস হেরে ব্য়াট করতে নেমে ভারত ঝোড়োগতিতে রান তোলা শুরু করে। পাকিস্তানের বিরুদ্ধে টি ২০ আন্তর্জাতিকে দলগত দ্রুততম ৫০ ও ১০০ রান এদিনই পূর্ণ করে ভারত। ৪.২ ওভারে ৫০ রানের পর ১০০ রান আসে ১০.৪ ওভারে। ১০ ওভারের শেষে স্কোর ছিল ৩ উইকেটে ৯৩। তবে ভারতীয় ইনিংসের দ্বিতীয়ার্ধে রাশ টেনেছেন পাকিস্তানের বোলাররা। ১৬ ওভারের শেষে স্কোর দাঁড়ায় ৫ উইকেটে ১৪০। লোকেশ রাহুল ২৮, রোহিত শর্মা ২৮, সূর্যকুমার যাদব ১৩, ঋষভ পন্থ ১৪ ও হার্দিক পাণ্ডিয়া শূন্য রানে সাজঘরে ফেরেন। ভারতকে লড়াইয়ের জায়গায় নিয়ে যাচ্ছে বিরাট কোহলির দায়িত্বশীল ব্যাটিং। পাকিস্তানের সাদাব খান ৪ ওভারে ৩১ রান দিয়ে ২টি উইকেট নিয়েছেন। মহম্মদ হাসনাইন, হ্যারিস রউফ ও মহম্মদ নওয়াজ পেয়েছেন একটি করে উইকেট। হার্দিক আউট হওয়ার পর ব্যাট করতে নেমেছেন দীপক হুডা।
এশিয়া কাপে পাকিস্তানের বিরুদ্ধে ঝোড়ো ব্যাটিংয়ে নজির গড়ল ভারত, বিশ্বরেকর্ড রোহিত শর্মার