লোকসভা ভোটে ৫০-এ ঠেকবে বিজেপির আসন, দিল্লি যাওয়ার আগে ইঙ্গিতপূর্ণ বার্তা নীতীশের

প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে সামিল হচ্ছেন নীতীশ কুমার সম্প্রতি এই নিয়ে জল্পনা শুরু হয়ে গিয়েছে। তারই মধ্যে দিল্লি সফরে যাচ্ছেন তিনি। তার আগে ইঙ্গিতপূর্ণ বার্তা দিয়েছেন নীতীশ কুমার। তিনি বলেছেন, মাত্র ৫০টি আসন পাবে বিজেপি। দিল্লি সফরের আগে নীতীশের এই বক্তব্য যথেষ্ট ইঙ্গিতপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল।

৫০ আসন পাবে বিজেপি

হাতে মাত্র আর একটা বছর। তারপরেই ফের পরীক্ষার মুখে মোদী-শাহরা। তার তোরজোর শুরু করে দিয়েছে বিজেপি। একাধিক অবিজেপি রাজ্যকে ছলে-বলে-কৌশলে নিজেদের দখলে আনার মরিয়া চেষ্টা চালাচ্ছে তারা। ইতিমধ্যেই কৌশলে মহারাষ্ট্রকে দখলে এনেছে তারা। এবার টার্গেট পশ্চিমবঙ্গ-ছত্তিশগড়-ঝাড়খণ্ড-দিল্লি। বিহারে পাশা উল্টে দিয়েছেন নীতীশ কুমার। মহারাষ্ট্রের ছকেই সেখানে এগোেত শুরু করেছিল বিজেপি। আঁচ টের পেয়েই তড়িঘড়ি বিজেপির হাত ছেড়ে মহাজোটের হাত ধরেছেন তিনি। দিল্লি সফরে যাওয়ার আগে তিনি তীব্র নিশানা করে বলেেছন, ২০২৪-র লোকসভা ভোটে বিজেপি ৫০ আসনও পাবে না দেশে। গেরুয়া ঝড় তো দূরের কথা। নীতীশের এই বার্তা যথেষ্ট ইঙ্গিত পূর্ণ।

বিজেপিরকে নিশানা

বিহারে সরকারে থাকতে আরজেডির হাত ছেড়ে বিজেপির হাত ধরেছিলেন নীতীশ। ২০২১-র বিধানসভা ভোটে বিজেপির বেশি ভোট পেয়েছে বিহারে। জেডিইউ-র আসন সংখ্যা অনেকটাই কমেছিল। আরজেডি তুলনামূলক ভাল ফল করেছিল। তারপরেও আরজেডি সরকার গড়তে পারেনি। বিজেপির সঙ্গে জোট করে সরকার গড়েন নীতীশ কুমার। কিন্তু সেই জোট বেশি দিন স্থায়ী হয়নি। দেড় বছরের মাথায় সেউ জোট ভেঙে যায়। নীতীশ কুমার অভিযোগ করেন বিজেপি কাউকে সম্মান করতে জানে না। তাই তাঁদের সঙ্গে জোট রাখা সম্ভব নয়।

প্রধানমন্ত্রী জল্পনা

বিজেপির হাত ছাড়ার পর নীতীশ কুমারকে নিয়ে নতুন জল্পনা শুরু হয়েছে। বিহারের বাবুতে প্রধানমন্ত্রী চাই। এতদিন দিদিকে প্রধানমন্ত্রী চাই শোনা যাচ্ছিল। এবার বিহারিবাবুকে প্রধানমন্ত্রী চাই ঝড় উঠেছে সোশ্যাল মিডিয়ায়। তার মধ্যেই দিল্লি সফরে যাচ্ছেন নীতীশ। তাই নিয়ে নতুন জল্পনা শুরু হয়েছে। এরই মাঝে বিজেপিকে িনয়ে নীতীশের ইঙ্গিতপূর্ণ মন্তব্য নতুন করে জল্পনার পারদ চড়িয়েছে। শনিবার জেডিউইর বিশেষ বৈঠকে এই মন্তব্য করেন তাঁরা। জেডিইউর এগজিকিউটিভ কমিটির বৈঠকে সিদ্ধান্ত হয়েছে যেন বিরোধী ঐক্য গঠনে গুরুত্বপূর্ণ বৈঠক করবে বিজেপি।

কেন দিল্লি সফর নীতীশের

বিহারে বিজেপির সঙ্গে জোট ভাঙার পরেই দিল্লি সফরে নীতীশ কুমার। এই নিয়ে জল্পনা শুরু হয়ে গিয়েছে। সূত্রের খবর বিরোধী ঐক্যে শান দিতেই নীতীশ কুমার দিল্লি যাচ্ছেন। এতদিন টিএমসি সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়কে বারবার দিল্লি ছুটে যেতে দেখা গিয়েছে। নীতীশ আবার মহাজোটে ফিরে আসায় নতুন সমীকরণ তৈরি হতে পারে বলে মনে করা হচ্ছে। তিন দিনের দিল্লি সফরে অবিজেপি দলে শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক করার কথা নীতীশ কুমারের।

লক্ষ্য লোকসভা নির্বাচন, বিরোধী ঐক্য নিয়ে আলোচনায় দিল্লি সফরে নীতীশ কুমার লক্ষ্য লোকসভা নির্বাচন, বিরোধী ঐক্য নিয়ে আলোচনায় দিল্লি সফরে নীতীশ কুমার

More NITISH KUMAR News  

Read more about:
English summary
BJP will get only 50 seat in Loksabha vote said Nitish Kumar
Story first published: Sunday, September 4, 2022, 14:42 [IST]