IPL 2023: জল্পনার অবসান! মহেন্দ্র সিং ধোনিই আইপিএলে নেতৃত্ব দেবেন চেন্নাই সুপার কিংসকে

যাবতীয় জল্পনার অবসান। আইপিএলের আরও একটি মরশুমে মহেন্দ্র সিং ধোনিকে খেলতে দেখা যাবে। শুধু তাই নয়, চেন্নাই সুপার কিংসকে তিনিই নেতৃত্ব দেবেন। আজ এ কথা জানিয়েছেন চেন্নাই সুপার কিংসের সিইও কাশী বিশ্বনাথন। ২০২২ সালের আইপিএল শুরুর আগে ধোনি ক্যাপ্টেন্সির ব্যাটন তুলে দিয়েছিলেন রবীন্দ্র জাদেজার হাতে। তবে বিপর্যয়ে বেসামাল সিএসকের অধিনায়ক হিসেবে ফের হাল ধরতে হয়েছিল মাহিকে।

ধোনিই ক্যাপ্টেন

বিগত কয়েক বছর ধরেই মহেন্দ্র সিং ধোনির পাকাপাকিভাবে অবসর নিয়ে জল্পনা চলছে। কিন্তু প্রতিটি আইপিএলের আসরেই ধোনি বারবার তাঁর অবসর নিয়ে জল্পনা উড়িয়ে দেন। এমনকী তিনি জানিয়েছিলেন, তাঁর আন্তর্জাতিক ক্রিকেটের বিদায়ী ম্যাচের সাক্ষী হতে না পারলেও আইপিএল থেকে অবসর নেওয়ার আগে চেন্নাইয়ের ক্রিকেটপ্রেমীরা মাঠে বসে তাঁর শেষ ম্যাচ দেখতে পারবেন। ধোনি সেই কথা রাখার দিকেই এগোচ্ছেন। আগামী মরশুমই ক্রিকেট মাঠে ধোনির শেষ বছর হতেই পারে। তবে যেহেতু নামটা ধোনি, তাই নিশ্চিতভাবেই কিছু বলা যায় না।

অবসর জল্পনায় জল

২০২২ সালের আইপিএল চলাকালীন ধোনি জানিয়েছিলেন তিনি আগামী বছরের আইপিএলে খেলবেন। মেগা নিলাম থেকে নতুন ক্রিকেটারদের যে দল গড়া হয়েছে তাতে বেশ কয়েকজন বোলারের প্রতিভা ও দক্ষতার প্রশংসা করেছিলেন এমএসডি। আগামী বছরের আইপিএলে চেন্নাই সুপার কিংসের পারফরম্যান্স যে ভালো হবে সে ব্যাপারটিও জোর গলায় বলেছিলেন ধোনি। সকলেই একমত, ক্রিকেটকে পাকাপাকিভাবে গুডবাই জানালেও ধোনি চেন্নাই সুপার কিংসের সঙ্গেই থাকবেন। গত আইপিএল চলাকালীন ধোনি সিএসকে জার্সি দেখিয়ে এ কথাও বলেছিলেন, প্লেয়ার জার্সি না অন্য কোনও জার্সিতে তাঁকে দেখা যাবে তা নিয়ে সিদ্ধান্ত নেননি। যদিও সিএসকে কর্তারা বারবার বলে আসছিলেন, ধোনি ২০২৩ সালের আইপিএলে খেলবে। পরের দিকে সেই ইঙ্গিত দিয়েও রাখেন মাহি।

সাফল্যের আশায় সিএসকে

ফলে ধোনিই যে চেন্নাই সুপার কিংসের ক্যাপ্টেন থাকবেন সেটা নিয়ে কারও সংশয় ছিল না। ধোনি অনেক চিন্তাভাবনা করে জাদেজাকে অধিনায়ক করার পক্ষে রায় দিলেও সেই প্রয়াস সফল হয়নি। জাদেজার হাত থেকে ক্যাপ্টেন্সির ব্যাটন যখন ফের ধোনির কাছে যায় তখন অনেকটাই দেরি হয়ে গিয়েছিল। ২০২০ সালের পর ২০২২ সালের আইপিএলে চেন্নাই সুপার কিংস প্লে অফে যেতে পারেনি। তবে ২০২০ সালের ব্যর্থতার পর ঘুরে দাঁড়িয়ে ২০২১ সালে ধোনির সিএসকে যেমন চ্যাম্পিয়ন হয়েছিল, তেমনটা আগামী মরশুমে ঘটবে বলে আশায় সিএসকে ও ধোনি-ভক্তরা।

জাড্ডু কি থাকছেন?

ধোনি সিএসকের অধিনায়ক থাকছেন, এই বিষয়টি নিশ্চিত হলেও ধোঁয়াশা থাকছে রবীন্দ্র জাদেজাকে নিয়ে। জাড্ডু সম্প্রতি হাঁটুর চোট পেয়ে এশিয়া কাপ থেকে ছিটকে গিয়েছেন। ভারতের হেড কোচ রাহুল দ্রাবিড় এখনই জাদেজাকে টি ২০ বিশ্বকাপের ভাবনা থেকে সরাতে নারাজ। কিন্তু তাঁর হাঁটুতে অস্ত্রোপচার হলে অনির্দিষ্টকালের জন্য মাঠের বাইরে চলে যাবেন নির্ভরযোগ্য অলরাউন্ডার। মাস ছয়েকও মাঠের বাইরে থাকার আশঙ্কা রয়েছে। ফলে আইপিএলে কী হবে, তা এখনই বলা যাচ্ছে না। সম্প্রতি জানা গিয়েছিল, গত আইপিএলের পর থেকে জাদেজার সিএসকে ম্যানেজমেন্টের সঙ্গে যোগাযোগই নেই। ফলে জাদেজা চেন্নাই সুপার কিংসে থাকবেন কিনা তা স্পষ্ট হতে এখনও সময় বাকি। জাড্ডুকে চেন্নাই সুপার কিংস ছেড়ে দেয় কিনা সেটাও দেখার।

More IPL News  

Read more about:
English summary
IPL 2023: MS Dhoni Will Continue To Lead Chennai Super Kings In The Upcoming Season. The Development Was Confirmed By CSK CEO Kasi Vishwanathan.