এশিয়া কাপের ম্যাচে আর কিছুক্ষণ পরেই দুবাইয়ে সুপার ফোরের ম্যাচে মুখোমুখি ভারত ও পাকিস্তান। গত রবিবার গ্রুপ পর্বের ম্যাচে পাকিস্তানকে হারিয়ে দিয়েছিল ভারত। এই দুই দল ফাইনালে উঠলে আগামী রবিবার ফের দুই চিরপ্রতিদ্বন্দ্বী দেশ পরস্পরের মুখোমুখি হবে। রোহিত শর্মার দল শক্তি ও ভারসাম্যের নিরিখে এগিয়ে থাকলেও পাকিস্তান চাইবে বদলা নিতে। এই ম্যাচ শুরুর আগেই শুরু হয়ে গিয়েছে মিমের দাপট।
পাকিস্তানের উইকেটকিপার-ব্যাটার মহম্মদ রিজওয়ান জানিয়েছেন, পাকিস্তান শিবিরে ক্রিকেটাররা এশিয়া কাপে ভারত-পাকিস্তান দ্বৈরথকে বেস্ট অব থ্রি সিরিজ বলেই ধরছে। দুই দেশের দ্বিপাক্ষিক সিরিজ বন্ধ রয়েছে। গত টি ২০ বিশ্বকাপে পাকিস্তান দুবাইয়েই ভারতকে হারিয়েছিল। বিশ্বকাপের আসরে সেটি ছিল ভারতের বিরুদ্ধে পাকিস্তানের প্রথম জয়। যদিও সেই পরাজয়কে কেউই গুরুত্ব দিচ্ছেন না। সম্প্রতি বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় বলেছিলেন, ১৯৯২ সাল থেকে ২০২২ অবধি বিশ্বকাপে ভারতকে একবারই হারিয়েছে পাকিস্তান। ফলে চিন্তার কিছু নেই। সব দল সব ম্যাচেই জিতবে এটা হতে পারে না। তবে টি ২০ বিশ্বকাপে কাউকে ফেভারিটও ধরা যায় না। কে ভেবেছিল আইপিএল গুজরাত টাইটান্স জিতবে? তবে ভারত ভালো দল, ভালো খেলছে।
Another low scoring but mind blowing clash is uploading .Go well @ImRo45 &company.#INDvsPAK2022 #pakvsindia #AsiaCupT20 pic.twitter.com/mpNCGSYf7p
— youweraj singh (@youwerajsingh12) September 4, 2022
Aavesh Khan has viral fever🥲#INDvsPAK2022 #INDvsPAK #CricketTwitter pic.twitter.com/R4PloVeWjW
— Guddu Bhaiya🦁 (@KatiriyaGovind) September 4, 2022
Match between ind vs pak on sunday again.
— Italiya Meet (@ItaliyaMeet3) September 3, 2022
Le Pakistan team :#INDvsPAK2022 pic.twitter.com/WUqW13JNMj
ইরফান পাঠানও পাকিস্তানের এক ক্রিকেট ভক্তর প্রশ্নের উত্তরে বলেছেন, আজকের ম্যাচে আগের ফলেরই পুনরাবৃত্তি হবে। অর্থাৎ চলতি এশিয়া কাপে গত রবিবার ভারত যেমন জয় পেয়েছে, তেমনই ভারতই জিতবে। ভারতীয় শিবির পাকিস্তান ম্যাচকে বাড়তি গুরুত্ব দিচ্ছে না। এটিকে অন্য ম্যাচের মতো করে দেখার জন্য ক্রিকেটারদের পরামর্শ দিয়েছেন হেড কোচ রাহুল দ্রাবিড়। পাকিস্তানের বোলিং শক্তিকে সমীহ করেও দ্রাবিড় বলেছেন, ভারতের বোলিংও ভালো, তা ম্যাচের ফলাফলেই প্রতিফলিত। তাছাড়া ভারতের ব্যাটাররা সুকৌশলেই সামলেছেন পাক বোলারদের। তাই নিজেদের শক্তি ও রণকৌশলে ফোকাস রেখে বাবর আজমদের দলকে নিয়ে বিশেষ ভাবছে না ভারত।
India Face Pakistan on Sunday as Asia Cup 2022 Super 4#INDvsPAK2022 #AsiaCup2022 pic.twitter.com/5BQvkDy0PX
— Jatin Kataria (@iamjatinkataria) September 3, 2022
#Pakistan Cricket Team Watching Virat Kohli, Hardik Pandya & SKY's Batting:#INDvsPAK2022 #AsiaCup2022 #ViratKohli #ViratKohli𓃵 #HardikPandya #SKY #RohitSharma #BabarAzam #BabarAzam𓃵 #RahulDravid #pakvsindia pic.twitter.com/zWjRAVdBUG
— KL Rahul Fans #AsiaCup2022 #INDvPAK (@itsPRB) September 4, 2022
Pakis🇵🇰 players on Sunday be like 😂😂❤️#INDvsPAK2022 #AsiaCupT20 pic.twitter.com/VdvOKx1tXa
— Times of Maryada 🚜💪☀️ (@TMaryada) September 3, 2022
বাবর আজমের দল এশিয়া কাপের ফাইনালে ওঠার আশা জিইয়ে রাখতে আজকের ম্যাচে যে কোনও মূল্যে জয় ছিনিয়ে নিতে চাইবে। যা পাকিস্তানকে এশিয়া কাপ তো বটেই, টি ২০ বিশ্বকাপের প্রথম ম্যাচে ভারতের মুখোমুখি হওয়ার আগে আত্মবিশ্বাস বাড়াতে পারবে। আবেশ খানের জ্বর, তিনি ভারতের প্রথম একাদশে নাও থাকতে পারেন। তবে ভারতের যা শক্তি তাতে ক্রিকেটপ্রেমীরা নিশ্চিত ফের ভারতই জয়লাভ করবে। পাকিস্তানের সমর্থকদের খোঁচা দিয়ে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়েছে প্রচুর মিম।