দল গড়ছেন আজাদ
কংগ্রেস ছেড়ে বেরিয়ে এসেছেন প্রবীণ রাজনৈতিক নেতা গুলামনবি আজাদ। সেই কংগ্রেসের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন তিিন। কংগ্রেস ছেড়ে বেরিয়ে আসার ১ সপ্তাহের মধ্যে নতুন দল তৈরি করার কথা ঘোষণা করেছেন গুলাম নবী আজাদ। জম্মু কাশ্মীরে সভা করে তিনি নিজের দল তৈরির কথা ঘোষণা করেন। তার পরেই তিনি বলেছেন কাশ্মীরের মানুষের পাশে আছেন তিনি। তাঁরাই ঠিক করবেন নতুন রাজনৈতিক দলের নাম এবং পতাকা ঠিক করবে। উপত্যকার মানুষের বিশ্বাস অর্জন করতেই আজাদের এই পদক্ষপ বলে মনে করা হচ্ছে।
কংগ্রেসের প্রতি ক্ষোভ
দীর্ঘদিনের সম্পর্ক কংগ্রেসের সঙ্গে। সেই সংগ্রেসের সঙ্গেই শেষ পর্যন্ত সম্পর্ক ছেড়েছেন তিনি। সম্প্রতি কংগ্রেসের সভাপতি নির্বাচন িনয়ে দলের অন্দরে ক্ষোভ উগরে দিয়েছিলেন তিনি। আজাদ অভিযোগ করেছিলেন কংগ্রসের নতুন প্রজন্ম এখন তাঁদের নামই জানে না। তাঁদের সম্মন দেয়না। রাহুল গান্ধীর বিরুদ্ধে ক্ষোভউগরে দিয়েছিলেন তিনি। রাহুল গান্ধীর বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে অজাদ বলেছিলেন, তিনি সময় সময় রাহুল গান্ধীর ভাল চেয়েছেন। যাতে রাহুলের রাজনৈতিক গ্রাফ ভাল থাকে সেই চেষ্টাই করেছেন।
বিক্ষুব্ধ আজাদ
গান্ধী পরিবারের হাতেই থাকবে কিনা কংগ্রেসের রাশ এই নিয়ে জোর বিরোদ তৈরি হয়েছে কংগ্রেসের অন্দরে। কপিল সিবল থেকে শুরু করে আজাদ এরা সকলেই গান্ধীদের বাইকে কাউকে সভাপতি করার দাবি জািনয়ছিলেন। কংগ্রসের ২৩ জন নেতা গান্ধী পরিবারের কেউ নন এমন ব্যক্তিকে সভাপতি পদে বসানোর দাবি জনিয়েছিলেন। তাতেই ক্ষোভ বাড়তে শুরু করে। একের পর এক নেতা বিক্ষুব্ধ হয়ে উঠেিছলেন।
টার্গেট কাশ্মীর
কাশ্মীরকে টার্গেট করে এগোচ্ছে বিজেপি। সামনেই সেখানে ভোট করানোর পরিকল্পনা রয়েছে মোদী সরকারের। তার আগে উপত্যকায় কংগ্রেসের জোর ভাঙতেই বিজপির পরিকল্পনা বলে মনে করা হচ্ছে। কংগ্রেস ছাড়ার পর মোদীর প্রশংসা শোনা গিয়েছে আজাদের মুখে। প্রথমে মনে করা হচ্ছিল বিেজপিতে যোগ দেবেন কংগ্রেস নেতা। কিন্তু সব জল্পনা উড়িয়ে দিয়ে কংগ্রেস ছেড়ে িনজের আলাদা রাজনৈতিক দল গড়ার কতা ঘোষণা করেছেন আজাদ। সেই দল যে ভোটে বিজেপির সহযোগী হবে না সেটা আলাদা করে বলা যাচ্ছে না।