এশিয়া কাপে বিরাটের নতুন শটে মুগ্ধ কাইফ, ইরফানের ভবিষ্যদ্বাণীতে বোল্ড পাক-ভক্ত

এশিয়া কাপে আজ সুপার ফোরে নজর থাকবে বিরাট কোহলির দিকে। গ্রুপ পর্বের ম্যাচে পাকিস্তানের বিরুদ্ধে ৩৫ ও হংকংয়ের বিরুদ্ধে অপরাজিত ৫৯ রানের ইনিংস খেলা বিরাটকে ভারতীয় দল কোন ভূমিকায় চাইছে তা স্পষ্ট করে দিয়েছেন হেড কোচ রাহুল দ্রাবিড়। দলের অনুশীলনে আলাদা করে কথা বলেছেন কোহলির সঙ্গে। বিরাট-ভক্তরা আশায় ফিরে পাওয়া ফর্মের ধারাবাহিকতা দেখা যাবে আগামী ম্য়াচগুলিতেও।

পাকিস্তানের বিরুদ্ধে বিরাট

টি ২০ আন্তর্জাতিকে বিরাট কোহলির ব্যাটিং গড় সবচেয়ে বেশি শ্রীলঙ্কার বিরুদ্ধে। সাতটি ম্যাচ খেলার পর গড় ৮৪.৭৫। এর পরের সেরাটাই পাকিস্তানের বিরুদ্ধে। বিরাট কোহলি পাকিস্তানের বিরুদ্ধে ৮টি টি ২০ আন্তর্জাতিক খেলেছেন। ৬৯.২০ গড় রেখে রান করেছেন ৩৪৬। সর্বাধিক স্কোর অপরাজিত ৭৮, ২০১২ সালে কলম্বোয় ৬১ বলের ইনিংসে ছিল আটটি চার ও দুটি ছয়। পাকিস্তানের বিরুদ্ধে তিনটি টি ২০ অর্ধশতরান রয়েছে কোহলির। ২০১৬ সালে কলকাতায় পাকিস্তানের বিরুদ্ধে টি ২০ বিশ্বকাপে বিরাট ৩৭ বলে অপরাজিত ৫৫ রান করেছিলেন। গত টি ২০ বিশ্বকাপে ভারত পাকিস্তানের কাছে ১০ উইকেটে হারলেও সেই ম্যাচে বিরাট ৪৯ বলে ৫৭ রান করেছিলেন। চলতি এশিয়া কাপে দুবাইয়েই করেন ৩৪ বলে ৩৫।

কোহলি রানে ফেরায় খুশি কাইফ

বিরাট কোহলি এশিয়া কাপে রান পাওয়ায় খুশি ভারতের প্রাক্তন ক্রিকেটার মহম্মদ কাইফ। তিনি বলেন, বিরাট ভালোই খেলছেন। দারুণভাবে কামব্যাক করেছেন। যা দেখে ভালো লাগছে। বিরাট যখন রান পাচ্ছিলেন না তখনও ক্রিকেটপ্রেমীরা তাঁর জন্য প্রার্থনা করছিলেন। সকলেই উদ্বিগ্ন থাকলেও কেউ মনে করেননি বিরাট ফিনিশ হয়ে গিয়েছেন! সকলেই জানেন বিরাট একজন অনবদ্য ব্যাটার। তাঁর ফর্ম ক্লিক করছিল না কিছুটা সময় ধরে। কিন্তু কখনও ছন্দ হারাননি। আইপিএলেও গুজরাত টাইটান্সের বিরুদ্ধে তিনি ৭২ রানের ইনিংস খেলেন। রশিদ খানকে ছক্কা মেরেছিলেন। ফলে এতেই স্পষ্ট হয়েছিল তিনি ছন্দ হারাননি।

নজরে নতুন শট

কাইফের কথায়, এমনটা ক্রিকেটারের জীবনে হতেই পারে যে তিনি দীর্ঘদিন রান পেলেন না। কিন্তু এশিয়া কাপে পাকিস্তানের জোরে বোলারদের বিরুদ্ধে এবং হংকং ম্যাচে বিরাট ভালো ব্যাটিং করেছেন। আগের ম্যাচে আগ্রাসী ব্যাটিং করেছেন। ছক্কা মেরেছেন। লেগ স্পিনারের বিরুদ্ধে ক্রস ব্যাটে তিনি যে মিড উইকেট দিয়ে শট খেলেছিলেন, তেমনটা তাঁকে মারতে দেখা যায় না। লাইন বরাবর মিড উইকেটের উপর দিয়ে নতুন ধরনের শট তিনি খুব বেশি খেলেন না। বিরাট ফর্মে ফিরছেন এটা যেমন স্পষ্ট, তেমনই থাকছে ফিল গুড ফ্যাক্টর।

ইরফানের ভবিষ্যদ্বাণী

এদিকে, সম্প্রচারকারী চ্যানেলে ধারাভাষ্য দেওয়ার ফাঁকে পাকিস্তানের এক ভক্ত ইরফান পাঠানের সঙ্গে কুশল বিনিময় করে জানতে চান, আজকের ম্যাচে কোন দল জিতবে? ইরফানের সটান জবাব, রিপিট হবে। অর্থাৎ ভারত যেভাবে আগের ম্যাচে পাকিস্তানকে হারিয়েছে তারই পুনরাবৃত্তি হবে। ওই পাক ক্রিকেটভক্ত জানতে চান, ইরফান গত টি ২০ বিশ্বকাপের পুনরাবৃত্তির কথা বললেন কিনা। ইরফান বলেন, ওই একবারই ভারত বিশ্বকাপে হেরেছে। যেটা অস্বাভাবিক কিছু নয়, তবে ওটা বারবার হবে না।

More ASIA CUP News  

Read more about:
English summary
Asia Cup: Irfan Pathan Is Confident Of India's Win Over Pakistan. Mohammed Kaif Is Happy To See Virat Kohli Back In Form.
Story first published: Sunday, September 4, 2022, 15:29 [IST]