মুম্বইয়ে বসে বাংলায় জঙ্গি কার্যকলাপ! ধৃত ডায়মন্ডহারবারের দুই বাসিন্দা

বড়সড় সাফল্য বাংলার এসটিএফের। জঙ্গি যোগের অভিযোগে দুই ব্যাক্তিকে গ্রেফতার করল বেঙ্গল পুলিশের এসটিএফ। আজ শনিবার মুম্বই থেকে দুজনকে গ্রেফতার করা হয়েছে বলে জানা যাচ্ছে। ধৃত দুজনের নাম সাদ্দাম হোসেন এবং সমীর হোসেন বলে জানা যাচ্ছে। ধৃত দুজনেই ডায়মন্ডহারের বাসিন্দা বলেও জানা যাচ্ছে।

ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে। আজই সম্ভবত ট্রানজিড রিমান্ডে ধৃত দুই জঙ্গিকে কলকাতায় নিয়ে আসা হবে বলে জানা যাচ্ছে। আর এরপরেই তাদের জেরা করা হবে বলে মনে করা হচ্ছে। তদন্তকারীরা মনে করছেন এদের পিছনে বড়সড় মাথা রয়েছে।

শুধু তাই নয়, কীভাবে ধৃত দুজন জঙ্গি কার্যকলাপের কাজ করত সে বিষয়টিও ধৃত দুজনকে জেরা করে বাংলার পুলিশ জানার চেষ্টা করবে বলেই জানা যাচ্ছে। সূত্রে খবর, গোপন সূত্রে বেঙ্গল এসটিএফের কাছে এদের খবর আসে। সেই মতো মুম্বও গিয়ে পৌঁছন তদন্তকারী আধিকারিকরা।

মুম্বই এটিএসকে সঙ্গে নিয়ে একটি এলাকাতে হানা এসটিএফের আধিকারিকরা। সেখানেই সমীর হোসেন শেখ এবং সাদ্দাম হোসেনকে গ্রেফতার করা হয় বলে জানা যাচ্ছে। দুজনেরই বয়স ৩০ থেকে ৩৪ বছরের মধ্যে বলে জানা যাচ্ছে। ধৃতদের বিরুদ্ধে জ্জঙ্গি কার্যকলাপের সঙ্গে যুক্ত থাকার প্রমাণ তদন্তকারীদের কাছে আছে বলেই খবর।

শুধু তাই নয়, মুম্বইইতে বসে একাধিক জঙ্গি সংগঠনের সঙ্গে যোগাযোগ এবং মডিউল তৈরির করার কাজ ধৃত দুজন চালাত বলেও চাঞ্চল্যকর প্রমাণ তদন্তকারীদের কাছে আছে বলেই খবর। এমনকি পশ্চিমবঙ্গেও জঙ্গি কার্যকলাপ চালানোর মতো মারাত্মক অভিযোগই ডায়মন্ডহারবারের এও দুই বাসিন্দার বিরুদ্ধে আছে বলে খবর।

এই দুজনের গ্রেফতারি বড়সড় সাফল্য বলেই মনেই করা হচ্ছে। ধৃত এই দুজনকে জেরা করে বাংলায় জঙ্গি কার্যকলাপ সংক্রান্ত তিথ্য ফাঁস হবে বলেও মনে করা হচ্ছে। বলে রাখা প্রয়োজন, গত কয়েক মাসে পশ্চিমবঙ্গ থেকে জঙ্গি সন্দেহে একাধিক ব্যক্তিকে গ্রেফতার করেছে এনআইএ।

এমনকি সীমান্ত সংলগ্ন একাধিক এলাকায় তল্লাশি চালিয়েছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। সেখানে দাঁড়িয়ে এবার মুম্বইয়ে বসে জঙ্গি কার্যকলাপ চালানোর মতো মারাত্মক ছক ভেসে দিল বঙ্গ পুলিশ। বলে রাখা প্রয়োজন, সামনেই শুরু হচ্ছে উৎসবের মরশুম। আর সেই মরশুমকে সামনে রেখে বহু মানুষের জমায়েত হবে।

শুধু পশ্চিমবঙ্গেই নয়, গোটা দেশ সেজে উঠবে আলোর উৎসবে। এই অবস্থায় সব রাজ্যে একটা অ্যালার্ট থাকে গোয়েন্দাদের তরফে। আর সেই উৎসব মরশুমের আগে পুলিশের বড়সড় সাফল্য।

More TERROR News  

Read more about:
English summary
bengal stf arrests two terror suspect from mumbai