কল্যাণের লক্ষ্য
কল্যাণ চৌবে বলেন, আমি স্বপ্ন বিক্রি করতে আসিনি। আমি এমন কিছুই বলব না যে, আমরা এটা করেছি, ওটা করেছি, এই আকাদেমি গড়েছি। আগামী আট বছরের মধ্যে আমরা বিশ্বকাপ খেলব। এ সব বড় বড় কথা আমি বলব না। এখন যে জায়গায় ভারতীয় ফুটবল রয়েছে সেখান থেকে এগিয়ে নিয়ে যেতে হবে। তবে এআইএফএফ সভাপতি জানিয়েছেন, ফেডারেশনের স্বল্পমেয়াদি পরিকল্পনার কথা ৭ সেপ্টেম্বর জানাব। দীর্ঘমেয়াদি ভিশনের কথা জানানো হবে সভাপতি হিসেবে কাজ শুরুর ১০০ দিন পরে। একইসঙ্গে দেশের মাটিতে সফলভাবে ফিফা অনূর্ধ্ব ১৭ মহিলা বিশ্বকাপ আয়োজন করতেও সর্বশক্তি দিয়ে ঝাঁপাতে চান কল্যাণ।
রাজনৈতিক চাপানউতোর
ভাইচুং ভুটিয়া সমর্থন পেয়েছিলেন তেলঙ্গানা ও রাজস্থানের ফুটবল সংস্থার। ভাইচুং জেতার দাবি করলেও পেয়েছেন সাকুল্যে ১টি ভোট। এরই মধ্যে একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমে এআইএফএফ নির্বাচনে অনিয়মের অভিযোগ তুলেছেন রাজস্থান ফুটবল সংস্থার সভাপতি মানবেন্দ্র সিং। তিনি প্রয়াত বিজেপি নেতা যশবন্ত সিংয়ের পুত্র। ২০১৮ সালে তিনি বিজেপি ছেড়ে কংগ্রেসে যোগ দেন। তাঁর অভিযোগ, কেন্দ্রীয় আইনমন্ত্রী কিরেণ রিজিজু দিল্লির একটি হোটেলে বিভিন্ন ফুটবল সংস্থার প্রতিনিধিদের সঙ্গে মিলিত হয়ে ভাইচুংয়ের বিপক্ষে ভোট দেওয়ার কথা বলে তাঁদের প্রভাবিত করেন। উল্লেখ্য, ২০১৫ সালে বিজেপিতে যোগ দেওয়া কল্যাণের নাম এআইএফএফ সভাপতি নির্বাচনের জন্য প্রস্তাব দিয়েছিল গুজরাত ফুটবল সংস্থা। সমর্থন করেছিল রিজিজুর নিজের রাজ্য অরুণাচল প্রদেশ। যদিও পরাজিত বিরোধী শিবিরের অভিযোগ উড়িয়ে দিয়েছেন কল্যাণ।
শীর্ষ পদে ফুটবলার
কল্য়াণ যেমন বিজেপি নেতা, তেমনই ভাইচুংও তৃণমূলে ছিলেন। এরপর নিজের পার্টি হামরো সিকিম গড়েছেন। কল্যাণ পাল্টা বলেন, এমন কোনও ফেডারেশন দেখাতে পারবেন যেখানে সরকার বা পার্টির বা কোনও রাজনৈতিক দলের লোকজন নেই? ফেডারেশনে আর্থিক দুর্নীতির অভিযোগও উঠেছিল। এই আবহে ফিফার প্রাক্তন ডেভেলপমেন্ট অফিসার ও ফুটবল দিল্লির প্রেসিডেন্ট শাজি প্রভাকরণ হচ্ছেন নতুন জেনারেল সেক্রেটারি। ফেডারেশনের কার্যকরী সমিতিতে ভাইচুং থাকছেন প্রাক্তন ফুটবলার হিসেবে। ইতিমধ্যেই রয়েছেন আইএম বিজয়ন, সাব্বির আলি, ক্লাইম্যাক্স লরেন্স, প্রাক্তন মহিলা ফুটবলার পিঙ্কি বোম্পাল মগর ও থঙ্গাম তাবাবি দেবী।
কল্যাণে আস্থা বিজয়নের
প্রাক্তন ভারতীয় ফুটবলার আইএম বিজয়ন বলেছেন, কল্যাণ জানেন কীভাবে দেশের ফুটবলকে এগিয়ে নিয়ে যেতে হবে। ফুটবলার শীর্ষপদে বসেছেন এটা খুবই ভালো বিষয়। আজ আমি, ক্লাইম্যাক্স ও সাব্বির আলি যখন ফেডারেশন দফতরে ঢুকি তখন অনুভূতি হচ্ছিল যে এখন থেকে আমরাও সভায় যোগ দিয়ে বিভিন্ন সিদ্ধান্তের ক্ষেত্রে নিজেদের মতামত জানাতে পারব। জানা গিয়েছে, কল্যাণ সভাপতি নির্বাচিত হওয়ার পর তাঁর সঙ্গে কথা হয়েছে ফিফা প্রেসিডেন্ট জিয়ানি ইনফান্তিনোর।