‘দল না ছেড়ে গেপনে আপের হয়ে কাজ করুন,’ গুজরাতে বিজেপি কর্মীদের পরামর্শ কেজরিওয়ালের

'গেরুয়া শিবির ছাড়ার এখনই কোনও প্রয়োজন নেই। বরং ভিতরে ভিতরে আপের জন্য কাজ করুন।' রাজকোটের এক জনসভা থেকে বিজেপি কর্মীদের উদ্দেশে বার্তা দিলেন আপ সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়াল। তিনি বলেন, অনেকেই বিজেপির থেকে বেতন পান। তাই এখনই বিজেপির চাকরি ছাড়ার কোনও দরকার নেই। তবে অভ্যন্তরে আপের হয়ে কাজ করার জন্য বিজেপি কর্মীদের আহ্বান জানান কেজরিওয়াল।

কী বললেন অরবিন্দ কেজরিওয়াল

বিধানসভা নির্বাচনকে সামনে রেখে দুই দিনের গুজরাত সফরে গিয়েছিলেন আপ সুপ্রিমো অরবিন্দ কেজিওয়াল। শনিবার শেষ দিনে তিনি রাজকোটের একটি জনসভায় ভাষণ দেন। সেখানে তিনি প্রতিশ্রুতি দেন, আপ গুজরাতে ক্ষমতায় এলে বিজেপি কর্মীরা উপকৃত হবেন। তিনি বলেন, 'বিজেপির গ্রাম, বুথের কর্মীরা দলে দলে আপে যোগ দিচ্ছেন। আমি তাঁদের একটা প্রশ্ন করতে চাই। এতদিন বিজেপির হয়ে কাজ করার পরে তাঁরা কী পেয়েছেন?' রাজকোটের জনসভা থেকে অরবিন্দ কেজরিওয়াল বলেন, বিজেপি তাদের কর্মী ও পরিবারের সদস্যদের বিনামূল্যে শিক্ষা, স্বাস্থ্য ও বিদ্যুৎ পরিষেবা দিতে পারেনি। তবে আপ রাজ্যের প্রতিটি মানুষকে শিক্ষা, স্বাস্থ্য ও বিদ্যুৎ পরিষেবা দিতে বদ্ধ পরিকর। আপ রাজ্যের মানুষের মৌলিক অধিকার ও জীবনযাত্রার উন্নয়নের ওপর জোর দেবে।

বিনামূল্যে শিক্ষা, চিকিৎসা পরিষেবার প্রতিশ্রুতি

অরবিন্দ কেজরিওয়াল বলেন, 'আপনি বিজেপির কর্মী হিসেবে থেকেও আপের জন্য কাজ করতে পারেন। অনেক বিজেপি কর্মীকে তাঁদের দল বেতন দেয়। তাঁরা সেখান থেকে অর্থ গ্রহণ করুন। কিন্তু আপের হয়ে কাজ করুন। কারণ আমাদের কাছে আপনাদের বেতন দেওয়ার মতো টাকা নেই। তবে আমরা সরকার গঠন করলে আপনাদের বিনামূল্যে বিদ্যুৎ পরিষেবা দেব। সেক্ষেত্রে শুধু আপনারা নন, আপনাদের পরিবারের প্রতিটি সদস্য উপকৃত হবেন। আপনাদের শিশুদের জন্য ভালো স্কুল তৈরি করব। রাজ্যের কোনও শিশু শিক্ষার অধিকার থেকে বঞ্চিত হবেন না। আমরা আপনাদের পরিবারের সদস্যদের জন্য বিনামূল্যে চিকিৎসা পরিষেবা দেওয়ার ব্যবস্থা করব।' এছাড়া তিনি রাজ্যের মহিলাদের এক হাজার টাকা মাসিক ভাতা দেওয়ার আশ্বাস দেন।

গুজরাতে আপ নেতাদের ওপর হামলা

গুজরাতে আপের সাধারণ সম্পাদক মনোজ সরাথিয়া ওপর হামলায় আশঙ্কা প্রকাশ করেন। তিনি বলেন, আপে যোগ দেওয়ার জন্য তাঁর ওপর হামলা করা হয়েছে। তিনি রাজ্যের আপ কর্মী ও নেতাদের ওপর হামলা করা হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন। তিনি বিজেপি নেতাদের হুঁশিয়ারি দিয়ে বলেন, 'এতদিন তাঁরা কংগ্রেসের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করেছেন। কিন্তু আমরা সর্দার প্যাটেল ও ভগৎ সিংকে আদর্শ মনে করি। তাই আমাদের সঙ্গে লড়াই করা ওতো সহজ নয়।'

বিজেপির পথ কণ্টকময়! তৃণমূলের অপসারিত 'রাজ্য সভাপতি’র রাজনৈতিক ভবিষ্যৎ জল্পনায়বিজেপির পথ কণ্টকময়! তৃণমূলের অপসারিত 'রাজ্য সভাপতি’র রাজনৈতিক ভবিষ্যৎ জল্পনায়

More AAP News  

Read more about:
English summary
Kejriwal asks BJP workers don’t quit BJP but work for AAP internally in Gujarat
Story first published: Saturday, September 3, 2022, 17:05 [IST]