'গলা নকল করে এই সব করা হতে পারে', অভিষেকের অডিও মন্তব্যে বিস্ফোরক শুভেন্দু

গরু এবং পাচার-কান্ডের মূল অভিযুক্ত বিনয় মিশ্রের সঙ্গে কথা বলেছেন শুভেন্দু অধিকারী! কার্যত বোমা ফাটিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এহেন মন্তব্যের জন্যে মানহানি মামলা করলে ওই কথাবার্তার অডিও ফাঁস করে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তিনি। কার্যত এহেন দাবি ঘিরেই শুরু হয়েছে জোর রাজনৈতিক তরজা। যদিও শুক্রবারই অভিষেকের এহেন মন্তব্যের জবাব দিয়েছিলেন শুভেন্দু অধিকারী। যন্ত্রণা থেকে উনি এই সব বলছেন বলেও আক্রমণ শানান তিনি।

বিস্ফোরক দাবি শুভেন্দু অধিকারীর

আর এই বিতর্কের মধ্যেই ফের একবার বিস্ফোরক দাবি শুভেন্দু অধিকারীর। আজ ঘাটালে একটি জনসভায় অংশ নেন তিনি। আর সেই সভা থেকেই দুর্নীতি ইস্যুতে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে তীব্র আক্রমণ করেন বিরোধী দলনেতা। সবাই চোর বলে স্লোগানও তোলেন তিনি। আর এরপরেই অভিষেকের অডিও ইস্যুতে মুখ খোলেন শুভেন্দু অধিকারী। এমনকি এই ইস্যুতেও ষড়যন্ত্রের তত্ত্বও খাঁড়া করেছেন তিনি। পাশাপাশি তাঁর ফোন টেপ করা হচ্ছে বলেও এদিন অভিযোগ করেন শুভেন্দু। আর তা হচ্ছে পিসি-ভাইপোর নির্দেশে বলেও অভিযোগ।

গলা নকল করে এই সব করা হতে পারে

শুভেন্দু অভিষেককে চ্যালেঞ্জ ছুঁড়ে বলেন অডিও প্রকাশ করুন কোনও সমস্যা নেই। তবে তা বলতে গিয়ে বিরোধী দলনেতার আশঙ্কা, 'আমার গলা নকল করে এই সব করা হতে পারে'। যেমন সারদা কর্তা সুদীপ্ত সেনকে দিয়ে লিখিয়ে নেওয়া হয়েছিল ঠিক এক ভাবে বাজার গরম করতে এই সব করা হতে পারে বলে তোপ। পাশপাশি কীভাবে কোথা থেকে টাকা তোলা হয়েছে সেই সংক্রান্ত নিয়ে একের পর এক বিস্ফোরক দাবি করেন শুভেন্দু। এমনকি অভিষেককে বাবুসোনা বলে আক্রমণ করে বলেন, একদিন আপনাকেও যেতে হবে ভিতরে। সোনার চামচ নিয়ে অভিষেক জন্মেছে বলেও তোপ।

রুজিরা নারুলার সঙ্গে কি যোগ

উল্লেখ্য, শুক্রবার অভিষেক দাবি করেন দ্বীপরাষ্ট্রে থাকা ফেরার বিনয় মিশ্রের সঙ্গে সাত মাস আগে কথা বলেছেন শুভেন্দু। কেসটা দেখে নেওয়ার কথাও নাকি শুভেন্দু তাঁকে দিয়েছে বলে দাবি অভিষেকের। আর সেই অডিও ফাঁস করে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তিনি। আর এরপরেই গতকালই শুভেন্দু জানিয়েছিলেন, বিনয় মিশ্রের সঙ্গে তৃণমূলের যোগের বিষয়টি সবাই জানে। শুধু তাই নয়, রুজিরা নারুলার সঙ্গে কি যোগ এই বিষয়েও তোপ দাগেন বিরোধী দলনেতা। ২০১৯ সালের লোকসভা ভোটের আগে রুজিরা নারুলা আর মেনকা গম্ভীরা ওখানে তাদের অ্যাকাউন্ট ক্লোজ করেছে বলেও অভিযোগ। তবে এদিন শুভেন্দু একটি নম্বর বলে জানান, বাবুসোনা এটি কার নম্বর সেটাও জানানো প্রয়োজন।

পাগলের মতো কথা বলছেন

তবে এরপরে শুভেন্দুকে জবাব দিয়েছেন কুণাল ঘোষ। তাঁর দাবি, পাগলের মতো কথা বলছেন। কিন্তু আমি যে কথা বলিনি সেটা বলছেন না বলে দাবি কুণালের। আমরা চাই উনি মামলা করুন। কে কার সঙ্গে সেটিং তা সামনে আনারও হুঁশিয়ারি কুণালের।

অমিতাভের ডানা ছাঁটল বিজেপি, শাহ-ঘনিষ্ঠ নেতাকে দায়িত্ব দিয়ে বার্তা সুকান্তকেওঅমিতাভের ডানা ছাঁটল বিজেপি, শাহ-ঘনিষ্ঠ নেতাকে দায়িত্ব দিয়ে বার্তা সুকান্তকেও

More SUVENDU ADHIKARI News  

Read more about:
English summary
bjp leader suvendu adhikari target abhishek banerjee on audio clip issue
Story first published: Saturday, September 3, 2022, 19:31 [IST]