শুধু একটা যুদ্ধ জাহাজই নয়... ! INS Vikrant নিয়ে আরও কী বললেন মোদী

INS Vikrant: দেশীয় প্রযুক্তিতে তৈরি এয়ারক্র্যাফট কেরিয়ার INS Vikrant নৌবাহিনীর হাতে তুলে দিলেন প্রধানমন্ত্রী মোদী। কার্যত দেশবাসীর কাছে আজ এক ঐতিহাসিক দিন ঘোষণা করে প্রধানমন্ত্রী বলেন, আজ, কেরালার উপকূলে প্রতিটি ভারতীয় একটি নতুন ভবিষ্যতের সূর্যোদয় প্রত্যক্ষ করছে।

এদিন তিনি শুরুতেই ইঞ্জিনিয়ার, বিজ্ঞানী ও শ্রমিকদের অভিনন্দন জানিয়েছেন। তিনি জানান, এ এক গর্বের ঘটনা। ভারতের সুরক্ষা আরও বাড়ল বলে উল্লেখ করে তিনি জানান, ভারত বিশ্বের ক্ষমতাশালী দেশগুলির দলে নাম লিখিয়েছে।

এয়ারক্রাফট কেরিয়ারের এয়ারবেস অনেক বড়

প্রধানমন্ত্রী জানিয়েছেন এই এয়ারক্রাফট কেরিয়ারের এয়ারবেস অনেক বড়। আর তাতে যে স্টিল লাগানো হয়েছে, সেটাও তৈরি হয়েছে ভারতেই। ডিআরডিও-র গবেষকরা সেই স্টিল তৈরি করেছেন বলে জানিয়েছেন মোদী। তিনি উল্লেখ করেন ওই এয়ারবেস প্রায় দুটি ফুটবল মাঠের সমান। প্রধানমন্ত্রী মোদীর মতে বিক্রান্ত বিশাল এবং বিরাট। শুধু তাই নয়, বিশেষ এবং বিশিষ্টদের আলাদা বলে উঠে আসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বক্তব্যে। বিক্রান্ত শুধু একটি যুদ্ধজাহাজ নয়। এটি 21 শতকের ভারতের কঠোর পরিশ্রম, প্রতিভা, প্রভাব এবং প্রতিশ্রুতির প্রমাণ বলেও এদিন ব্যাখ্যা করেন প্রধানমন্ত্রী। তাঁর মতে, এখন থেকে বিশ্বের তাবড় তাবড় দেশগুলির চোখে চোখ রেখে ভারত কথা বলতে পারবে বলেও দাবি।

নয়া পতাকা পেল নৌবাহিনী -

প্রধানমন্ত্রী জানান, যদি লক্ষ্য দুরন্ত হয়, যাত্রাপথ দিগন্ত হয়, সমুদ্রে চ্যালেঞ্জ নিতে চাইলে ভারতের উত্তর INS Vikrant। বিক্রান্ত স্বাধীনতার অমৃতের অতুলনীয় অমৃত বলেও এদিন ব্যাখ্যা করেন প্রধানমন্ত্রী। বিক্রান্ত ভারতের স্বনির্ভর হওয়ার এক অনন্য প্রতিচ্ছবি বলেও দাবি তাঁর। শুধু তাই নয়, ইতিহাস বদলে দেওয়ার মতো আরও একটা কাজ হয়েছে বলেও দাবি তাঁর। বলেন, আজ ভারত আরও একটি দাসত্বের বোঝা ছেড়ে ফেলেছে। ভারতীয় নৌসেনা আজ নয়া পতাকা পেল বলেও দাবি প্রধানমন্ত্রী।

নয়া ভরসা পেল দেশ-

প্রধানমন্ত্রী মোদী আইএনএস বিক্রান্ত সম্পর্কে বলেতে গিয়ে আরও বলেন, আজ ভারত বিশ্বের সেই দেশগুলিতে যোগ দিয়েছে, যারা নিজেদের দেশীয় প্রযুক্তিতে সবথেকে বড় এয়ারক্র্যাফট কেরিয়ার বানাতে পারে। আইএনএস বিক্রান্ত দেশ এবং দেশের মানুষকে এক নতুন আত্মবিশ্বাস দিয়েছে বলেও দাবি প্রধানমন্ত্রীর। সবদিক থেকে এদিন প্রধানমন্ত্রী বিক্রন্তের কথা এদিন তুলে ধরেন। প্রধানমন্ত্রী মোদীর সঙ্গেই এদিন অনিষ্ঠানে উপস্থিত ছিলেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। তিনি বলেন, অমৃতকাল'-এর শুরুতে আইএনএস বিক্রান্তের কমিশনিং আগামী 25 বছরে জাতিকে রক্ষা করার জন্য আমাদের সংকল্পকে প্রতিফলিত করে। শুধু তাই নয়, এই এয়ারক্রাফটয় কেরিয়ার ভারতের ক্ষমতাকে অলপথে আরও দ্বিগুণ করে তুলবে বলে দাবি প্রতিরক্ষামন্ত্রীর।

More INDIAN NAVY News  

Read more about:
English summary
PM Modi praises DRDO and engineers after inauguration of INS Vikrant